পোষ্ট অফিসে বিনিয়োগ (Post Office Scheme) মানে টাকার সুরক্ষা নিয়ে কোনও চিন্তা নেই। আর একথা সকলেই জানেন যে পোষ্ট অফিসে সুদের হার একটু বেশিই হয়। তাই পোষ্ট অফিসের সবচেয়ে সেরা স্কীম নিয়ে এই আর্টিকেলে রইলো বিস্তারিত বিবরণ। কোন সরকারী প্রকল্পে আপনি বিনিয়োগ করলে বেশি লাভ, সমস্ত তথ্য রয়েছে।
(Post Office Scheme) পোস্ট অফিসের বিনিয়োগ স্কিমগুলি ঝুঁকি কম কিন্তু রিটার্ন অন্যান্য স্কিমের তুলনায় বেশি নিশ্চিত। Post office সব রকমের স্কিম বিবেচনা করে একটি স্কিমে বিনিয়োগ করার মাধ্যমে গ্রাহকরা দীর্ঘ মেয়াদি সুবিধা পেতে পারেন। এই স্কিমে গ্রাহকের টাকা দ্বিগুন হয় ১২৪ মাস অথবা ১০ বছরে।
পোষ্ট অফিসের সেরা স্কীম (Post Office Scheme)
কিষান বিকাশ পত্র (kisan vikas patra)
POST OFFICE কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করা টাকা ১০ বছরে দ্বিগুন হয়। গ্রাহকদেরকে ১ এপ্রিল ২০২০ থেকে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়। কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করার জন্য ন্যুনতম ১০০০ বিনিয়োগ করতে হয় ১০০ টাকার গুনকে।
KVP যে কোনও ব্যক্তি কিনতে পারেন। এরই সঙ্গে ১০ বছরের উর্দ্ধে কোনও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির হয়ে তার অভিভাবক কিষান বিকাশ পত্র কিনতে পারেন।
প্রতিদিন টাকা জমিয়ে কিভাবে বড় অঙ্কের রিটার্ন পাবেন, হিসাব দেখতে ক্লিক করুন
(POST OFFICE SAVING SCHEME) পাসবইয়ের আকারে কিষান বিকাশ পত্র দেওয়া হয়। যেকোনও ডিপারটমেন্টাল পোস্ট অফিস থেকে এটি কেনা যায়। এছাড়াও কিষান বিকাশ পত্র এক পোস্ট অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা যায়। এটি কেনার দিন থেকে আড়াই বছর পরে নগদ টাকায় ভাঙ্গানো সম্ভব।