NSC Scheme: প্রতিটি মানুষের উচিত নিজেদের আয় অনুযায়ী ব্যয় করা। আয় বুঝে ব্যয় করলে মানুষের সঞ্চয় থাকে। অনেক সময় সেই সঞ্চয়ের টাকা থেকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। কেউ বা লাভের আশায় টাকা অন্যত্র জামান। আবার অনেক মানুষ আছেন যারা বুঝতেই পারেন না, ঠিক কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে সেটা লাভের হবে! সেই সকল মানুষদের জন্য আজকের এই প্রতিবেদনটি লেখা। আসলে অনেকেই জানেন না , পোস্ট অফিসের অনেক ক্ষুদ্র সঞ্চয় স্কিম আছে যেগুলোতে টাকা বিনিয়োগ করলে কোন রকম ঝুঁকি ছাড়াই মানুষ যথেষ্ট পরিমাণে রিটার্ন পেতে পারেন। আজ সে রকমই স্কিমের কথা বলব, যার নাম জাতীয় সঞ্চয় প্রকল্প। আর এই স্কিমে বিনিয়োগ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবড় তাবড় ব্যক্তিত্বেরা।
Post office NSC Scheme
Post office NSC Scheme হল ন্যাশনাল সেভিংস স্কিম। এটা এমন একটা স্কিম যার দ্বারা একজন ব্যক্তির পক্ষে সুদের মাধ্যমে যথেষ্ট টাকা আয় করা সম্ভব। মাত্র ১০০০ টাকা এই স্কিমে বিনিয়োগ করলে আপনি বেশ ভালো মতো আয় করতে পারবেন। এই স্কিমের ক্ষেত্রে
লক ইন পিরিয়ড হল ৫ বছর। মধ্যবিত্ত মানুষ এবং যে সমস্ত মানুষ অবসর গ্রহণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত লাভজনক হবে। এক্ষেত্রে আগেই বলা হয়েছে যে পাঁচ বছর বিনিয়োগ করতে হবে এবং এই সময়কালে সর্বনিম্ন বিনিয়োগ করার অর্থ হচ্ছে ১০০০ টাকা আর সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
এক্ষেত্রে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
শুধুমাত্র ভারতীয়রা এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবেন। তবে এনআরআই, কোম্পানি, ট্রাস্ট এবং এইচ ইউ এফ যোগ্য ব্যক্তিরা পারবেন না। প্রাপ্ত বয়স্করা নিজেদের নামে প্রকল্পের অ্যাকাউন্ট খুলে সুবিধা পাবেন বা নাবালকের নামেও এই প্রকল্পের সুবিধা পাবেন।
Post office NSC Scheme এর সব থেকে বড় বিষয় হল যে এই স্কিমে বিনিয়োগ করলে একজন ভারতীয় নাগরিক করের ক্ষেত্রে সুবিধা পাবেন। আয়কর বিভাগের ধারা 80C র অধীনে এই স্কিমে বিনিয়োগ কারী ব্যক্তি বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেতে পারেন।
জাতীয় সঞ্চয় প্রকল্প
জাতীয় সঞ্চয়ের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৭.৭%। অর্থাৎ কোন নাগরিক যদি এনএসসি স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তারা পাঁচ বছর ধরে কেবল ৪৪৯,০৩৪ টাকা পাবেন। অর্থাৎ পাঁচ বছর ধরে মোট তারা পাবেন আনুমানিক ১৪৪৯,০৩৪ টাকা।
যদি ক্রমান্বয়ে হিসেব করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে পাঁচ বছরের মধ্যে প্রথম বছরে ৭৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ১,৫৯,৯২৯ টাকা ও তৃতীয় বছরে ২,৪৯,০৪৪ টাকা আর চতুর্থ বছরে ৩,৪৫,৬২০ টাকা সুদ হিসেবে পাবেন একজন বিনিয়োগকারী। পঞ্চম বছরে বিনিয়োগকারী ৪,৪৯,০৩৪ টাকা সুদ হিসেবে পাবেন।