Post Office MVM-Non Gazetted Requirement: চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে এসেছে পোস্ট অফিস। নতুন একাধিক পদে নিয়োগ শুরু হয়েছে পোস্ট অফিসে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি ভারতবর্ষের যেকোনো রাজ্যেরই হোন না কেন পোস্ট অফিসের এই পদের জন্য আবেদন করতে পারবেন। পোস্ট অফিসের এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
পোষ্ট অফিসের নতুন নিয়োগ(Post Office New Requirements)
পোষ্ট অফিসের MVM-Non Gazetted পদে আবেদন চলছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা নূন্যতম 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের সময়সীমাতে ছাড় রয়েছে। আবেদন ফি হিসেবে প্রথমে প্রার্থীদের 100 টাকা জমা দিতে হবে। তারপর শর্ট লিস্টে নাম থাকা প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 400 টাকা জমা করতে হবে।
এই পদে মাসিক বেতন কত?(Sallary)
সপ্তম পে কমিশনের লেভেল 2 অনুযায়ী এই পদের বেতন নির্ধারিত হয়েছে 19,900 টাকা থেকে 63, 200 টাকা।
আরোও পড়ুন » RBI Requirement – চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি(Application Process)
MVM-Non Gazetted পদের আবেদনপদ্ধতি সম্পন্ন হবে সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ায়। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সঠিক পদ্ধতিতে এবং উপযুক্ত তথ্য দ্বারা ফর্মটি পূরণ করে সেটি নির্দিষ্ট তারিখের মধ্যে নোটিশে প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে।
কিভাবে নিয়োগ পদ্ধতি সম্পন্ন হবে ?
এই পদে আবেদনকারীদের থ্রেড টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং তারপর নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কল লেটার এর মাধ্যমে জানানো হবে। আরও বিশদে জানতে চেক করুন অফিসিয়াল ওয়েবসাইট।
আরোও পড়ুন » Government Jobs 2023 – খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ। বিভিন্ন পদে বিপুল সংখ্যক চাকরি। আবেদন করতে লিংকে ক্লিক করুন।