Post Office MIS Scheme: প্রতিমাসে 9250 টাকা পাবেন, চালু হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মাসিক আয় প্রকল্পে সুদের হার ও হিসাব

ভারতীয় ডাক বিভাগের তরফে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে Post Office MIS Scheme তথা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অন্যতম। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মাসিক আয় প্রকল্পে এককালীন বিনিয়োগ করে প্রতিমাসে নিশ্চিত পরিমান টাকা পেতে পারেন। এই প্রকল্পের সুদের হার, প্রতিমাসে কত টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।

India Post Office MIS Scheme Details

প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ উপার্জন করেন তাতে মাসিক খরচ চালানোর পরেও ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করা জরুরী। বিশেষ করে বর্তমানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে একজনের পক্ষে সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব সেভিংস একাউন্ট থাকে, তবে সেভিংস একাউন্টের থেকেও ফিক্সড ডিপোজিটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে অনেক। তবে আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি প্রকল্প সম্পর্কে যেখান থেকে আপনি প্রতিমাসে পাবেন ৯২৫০ টাকা।

Post Office Scheme

যেহেতু ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ব্যাংক ও পোস্ট অফিস অনেকটাই সুদ প্রদান করে, তাই বেশি সংখ্যক মানুষ ফিক্সড ডিপোজিট করার জন্যই ঝোঁক বাড়াচ্ছেন, তবে কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার আগে দেখে নেওয়া দরকার আপনি যে প্রতিষ্ঠানে বা যে সংস্থায় বিনিয়োগ করছেন সেটাতে কতটা নিরাপত্তা রয়েছে, এছাড়া আপনাকে কত শতাংশ সুদ প্রদান করছে। অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে লক্ষ্য রাখা দরকার যেখানে আপনি অর্থ বিনিয়োগ করছেন সেটি বিশ্বস্ত ও নিরাপদ রিটার্ন দেয় কিনা।

Post Office Monthly Income Scheme

এই ক্ষেত্রে পোস্ট অফিস অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে কারণ পোস্ট অফিস একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে বছরের পর বছর ধরে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য আলাদা রকম স্কিমের সুযোগ রয়েছে। এই পোস্ট অফিসে সুদের পরিমাণটাও অনেকটাই ভালো দেয়, যেটা আপনাকে লাভজনক রিটার্ন পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেয়।সম্প্রতি পোস্ট অফিস একটি নতুন স্কিম চালু করেছে, যেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে বিনিয়োগ করে মাসিক একটা মোটা অংকের আয় করার সুযোগ পাবেন। আজকের এই প্রতিবেদনে সেই স্কিম সম্পর্কে আলোচনা করব।

আরও পড়ুন, লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে। এই নিয়ম না মানলে বিনামূল্যে রেশন পাবেন না। কি কি করতে হবে?

সম্প্রতি চালু হওয়া পোস্ট অফিসের এই স্কিমটির নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS Scheme). এই স্কিমে আপনারা স্বামী-স্ত্রী দুজন মিলেই একাউন্ট খুলতে পারবেন। বিনিয়োগের পরিমাণ কত? আপনি এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবেন, তবে আপনাকে এই স্কিমে বিনিয়োগ করার জন্য সর্বপ্রথম পোস্ট অফিসে একটা জয়েন্ট একাউন্ট আপনাদের থাকতে হবে।

Post Office MIS Scheme interest rate

জয়েন্ট একাউন্টে আপনি যদি মাসিক মোটা অংকের লাভ করতে চান তাহলে আপনাকে ৯ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। কম বিনিয়োগ করলেও আপনি লাভ পাবেন তবে সেটা একটু কম। যেমন আপনি যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। আপনি যদি জয়েন্ট একাউন্টে ১৫ লাখ টাকার বিনিয়োগ করেনি তাহলে ৭.৪ শতাংশ সুদের হারে ১ লাখ ১১ হাজার টাকার বার্ষিক আয় করতে পারবেন, তেমনি ৯,২৫০ টাকার মাসিক আয়ের সুযোগ পাবেন।

Post Office MIS Scheme calculator

ধরুন আপনি পোস্ট অফিসে মান্থলি সেভিংস স্কিমে ৯ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয়, সে অনুসারে আপনার মাসিক আয় হবে ৫৫৫০ টাকা। তেমনভাবে ১২ মাসে আয় হবে ৬৬,৬০০ টাকা। আপনি যদি ৫ বছরের জন্য এই বিনিয়োগ করেন তাহলে ৫ বছরের মোট আয় হবে ৩.৩৩ লক্ষ টাকা। এই স্কিমে আপনি সর্বোচ্চ ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১ থেকে ২ বছরের আগে যদি আপনি টাকা তুলে নেন তাহলে আপনার জমানো টাকার থেকে ২ শতাংশ কেটে নেওয়া হবে।

আপনি যদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মাসিক আয় প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩ বছর আগে টাকা তুলে নেন তাহলে আপনার জমানো টাকা থেকে ১ শতাংশ কেটে নেওয়া হবে। আপনি যদি সর্বোচ্চ ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারেন তাহলে মাসিক ২৫০০ টাকার মতন সুদ পাবেন।

আরও পড়ুন, পোস্ট অফিসে মাত্র 1000 টাকা জমালে সারাজীবন পাবেন মাসে মাসে 20,000 টাকা!

বিনিয়োগ করার সময় সব সময় নজর দেবেন বেশি পরিমাণে বিনিয়োগ করার সেক্ষেত্রে সুদের পরিমাণটা অনেকটাই বেশি পাওয়া যায় এবং চেষ্টা করবেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোনভাবেই সেই টাকা না তোলার। পোস্ট অফিসের মান্থলি সেভিংস স্কিমে একজন দম্পতির কাছে মাসিক আয় করার সর্বোত্তম পন্থা, যেখানে বিনিয়োগ করে মাসিক মোটা অঙ্কের আয়ের সুযোগ পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!