PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। Fixed Deposit এর টাকা যখন খুশি তুলুন, জরিমানা হবে না

ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করা দরকার। আর অর্থ সঞ্চয় যদি করতেই হয় তাহলে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটের কথা আমাদের মাথায় আসে সবার আগে। আর যেখানে FD তে বেশি সুদ মিলবে সেখানেই সকলে টাকা বিনিয়োগ করতে চান। কিন্তু এই রকম জায়গা কোথায় আছে? এই রকম স্কিম (FD Scheme) আদৌ আছে কি? হ্যাঁ, আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) একজন গ্রাহক হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর।

PNB Sugam Fixed Deposit Benefits & Interest Rate.

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুগম টার্ম ডিপোজিট স্কিমে আপনি সমস্ত সুবিধা পাবেন। একদিকে উচ্চ সুদে টাকা রিটার্ন, অন্যদিকে মেয়াদ শেষ হওয়ার আগে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থ প্রত্যাহারে দিতে হবে না কোনো জরিমানা (Fixed Deposit). রয়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন এবং নিজের টাকার সঠিক লাভ ওঠাতে চান, তবে এখন সুযোগ পাচ্ছেন, সেটাকে কাজে লাগান। হয়তো ভবিষ্যতে আর তা ফিরে আসবেনা!!

PNB Sugam Term Fixed Deposit Scheme

পিএনবির বিভিন্ন জনপ্রিয় ও উল্লেখযোগ্য এফডি প্ল্যান গুলোর (PNB Fixed Deposit Plan) মধ্যে সুগম টার্ম ডিপোজিট (Sugam Term Deposit Scheme) অন্যতম। পাঞ্জাব ব্যাংকের সমস্ত গ্রাহকরাই এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য। যে কোনো ভারতীয় নাগরিক হোক বা এনআরআই সকলেই এখানে বিনিয়োগ (FD Investment) করে লাভ ওঠাতে পারেন। এই স্কিমের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নেওয়া যাক।

PNB Sugam Term Fixed Deposit Scheme Benefits

১. PNB Sugam Term Deposit Scheme সর্বনিম্ন ১০০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
২. ন্যূনতম ৪৬ দিনের মেয়াদে এখানে অর্থ বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ ১০ বছরের মেয়াদ রয়েছে।
৩. এই স্কিমে সুদের হার (Fixed Deposit Interest Rate) নির্ধারণ করেন সরাসরি গ্ৰাহক নিজেই।
৪. বর্তমান নিয়ম অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) সুগম টার্ম ডিপোজিটে ৪.৫০ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে।

৫. এই স্কিমে একাউন্ট খুললে গ্ৰাহককে ১০০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফ্ট (Over Draft) ফেসিলিটি দেয় ব্যাংক।
৬. কোনো অন্ধ বা অশিক্ষিত ব্যক্তি অ্যাকাউন্ট খুললে এই সুবিধা পান না।
৭. সাধারণত অন্যান্য ব্যাংকে Fixed Deposit এর মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে পেনাল্টি স্বরূপ সুদের হার কম হয়।
৮. কিন্তু সুগম টার্ম ডিপোজিটে এই রকম কোন পেনাল্টি চার্জ কাটা হয় না।
৯. তবে এই জন্য অবশ্যই আপনাকে নূন্যতম ১০০০ থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার মধ্যে প্রত্যাহার করতে হবে।

PNB Fixed Deposit Eligibility Criteria

১. যে কোনো ব্যক্তি এখানে ব্যক্তিগতভাবে বা যৌথভাবে একাউন্ট ওপেন করতে পারেন।
২. ন্যূনতম ১০ বছর বা তার বেশি বয়সী নাবালক থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ সকলেই এখানে একাউন্ট খুলতে পারেন।
৩. যে কোনো মালিকানা, অংশীদারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোম্পানি বা কর্পোরেট সংস্থাও এখানে বিনিয়োগ শুরু করতে পারেন।
৪. এছাড়াও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) বা কোনো সমিতি, ক্লাব, সমাজ, ট্রাস্ট বা ধর্মীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা বা পঞ্চায়েত, সরকারী বা আধা সরকারি সংস্থার নামেও একাউন্ট তৈরি করা যায়।

ব্যাক্তিগত ঋণ তথা Personal Loan, পার্সোনাল লোন।

PNB Fixed Deposit Investment Process

১. এই Fixed Deposit স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনাকে প্রথমে নিকটবর্তী পিএনবি ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে।
২. সেখানে গিয়ে সুগম টার্ম ডিপোজিটে বিনিয়োগের কথা বললেই আপনাকে একটি ফর্ম দেওয়া হবে।
৩. সঠিকভাবে তথ্য প্রদান করে ফর্মটি ফিলাপ করুন।
৪. এরপর নিজের এক কপি পাসপোর্ট ছবি যথাস্থানে লাগিয়ে তার নিচে সিগনেচার করুন।

সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে 1 লাখ টাকা পেনশন পাবেন, শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন।

৫. এরপর সেই ফর্মটিকে জমা করে দিন।
৬. সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাস বই ইত্যাদির জেরক্স লাগলে সে গুলিকেও জমা দিন।
৭. কাজ শেষ। রিসিপ্ট কপি নিয়ে বেরিয়ে আসুন।
৮. এই সহজ পদ্ধতিতে আপনারা এই Fixed Deposit এর সুবিধা নিতে পারবেন।

এই সংক্রান্ত আরও তথ্যের জন্য PNB এর অফিশিয়াল সাইটে দেখতে পারেন, অথবা নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে পারেন। এবং আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
Written by Nabadip Saha.

বিনা পরিশ্রমে 1500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ছেলে মেয়ে সবাই টাকা পাবে!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment