PNB Rules : আজ থেকে পিএনবি ব্যাংক গ্রাহকরা পেয়ে যাবেন এই সুবিধা।
১২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুন ঘোষণা (PNB Rules) করলো ব্যাঙ্ক কতৃপক্ষ। যার ফলে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক। কি ঘোষণা হলো, আর কি সুবিধা পাবেন, রইলো বিস্তারিত বিবরণ।
প্রতিনিয়ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে। সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। ব্যাংক গ্রাহকদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নতুন সুবিধা নিয়ে এসেছে। বর্তমানে এই সুবিধা রাষ্ট্রীয় মালিকানাধীন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহকেরা পেয়ে যাবেন।
গ্রাহকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধা দিতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ১৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য এই নতুন সুবিধা (PNB Rules) চালু করা হলো।
১২৮ তম প্রতিষ্ঠা দিবসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এর জন্য চালু করা হলো কার্ডলেস ক্যাশ উইথড্রলের (Cardless Cash Withdrawal) সুবিধা। এবার থেকে গ্রাহকেরা এই সুবিধার ফলে বিনা কার্ডেই এটিএম (ATM Withdrawal) থেকে টাকা তুলতে পারবেন। তাছাড়া ব্যাংকের তরফ থেকে ভার্চুয়াল ডেবিট কার্ড (Virtual Debit Card) লঞ্চ করা হয়েছে।
আরো পড়ুন, আজ থেকে বদলে গেল ব্যাংকের সময়সীমা, কখন খুলবে ব্যাঙ্ক?
এর আগে অনেক ব্যাংকেই গ্রাহকদের উদ্দেশ্যে এই সুবিধা চালু (PNB Rules) করা হয়েছে। তবে এই সুবিধা পিএনবি ব্যাংকের গ্রাহকেরাও এবার থেকে পেয়ে যাবেন। এইভাবে এটিএম থেকে টাকা তোলার জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI ব্যবহার করা হয়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এ বিষয়ে পিএনবি- র এমডি এবং সিইও অতুল কুমার গয়াল জানান, আর্থিক লেনদেনের সুবিধাটি আরো মজবুত করার জন্য এই উদ্যোগ (PNB Rules) নেওয়া হয়েছে পিএনবি এর পক্ষ থেকে।
এই সুবিধার ফলে কার্ড গ্রাহকদের টাকা তুলতে গেলে আর ডেবিট কার্ড নিয়ে যেতে হবে না। ফলে কার্ড হারানোর বা তথ্য ফাঁসের কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় কার্ড ক্লোনিং করার মাধ্যমে জালিয়াতি করা হয়।
সেই সম্ভবনা কিছুটা হলেও রোধ করা যাবে বলেই মনে করছে RBI. এই ব্যাপারে আপনার কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং ব্যাঙ্কিং সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই EK24 News ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আরো পড়ুন, RBI-এর বড় ঘোষণা! যাতে লাভ হতে চলেছে মধ্যবিত্তের। জানুন কি? Breaking News!