পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB ATM Charges) সাথে তিনটি ব্যাংকের মার্জ হওয়ার পর বর্তমানে স্টেট ব্যাংকের পর সর্বোচ্চ গ্রাহক রয়েছে এই ব্যাংকে।
ব্যাংকিং ব্যবস্থার নিয়ম কানুন (Banking Rules and Regulations) সঠিকভাবে মেনে চলা হলো দেশের প্রতিটি ব্যাংকের একান্ত পালনীয় কর্তব্য। তাই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুসারে প্রায়শই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গুলির বিভিন্ন নিয়ম পরিবর্তন করা হয়। এর মাধ্যমে কখনো গ্রাহকদের সুবিধা হয়, আবার কখনো চরম অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের।
PNB ATM Charges with GST Valid from 1st December.
আরবিআই এর নির্দেশ অনুসারে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পি এন বি র এক নিয়মে ঘটানো হলো বিরাট পরিবর্তন। আর এর মাধ্যমে সুবিধা নয়, বরং চরম ভোগান্তির মুখে পড়লেন এর কোটি কোটি গ্রাহক। কি এই নিয়ম? কি অসুবিধাই বা হতে চলেছে সকলের? সে সম্পর্কেই আজকের প্রতিবেদন।
Revised PNB ATM Charges
গত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট ব্যাংকের তরফে এ বিষয়ে নির্দেশিকা জারি (PNB ATM Charges) করে সকলকে অবগত করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে এখন থেকে ব্যাংকের প্রত্যেক গ্রাহক ATM এর মাধ্যমে টাকা পয়সার লেনদেন করতে গেলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ জিএসটি (GST PNB ATM Charges) হিসেবে দিতে হবে। ব্যাংক জানিয়েছে, যদি কোন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে থাকে PNB তে, তাকে অবশ্যই মানতে হবে এই নিয়ম। অন্যথায় সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (Account Deactivation) করে দেওয়া হবে।
কখন চার্জ দিতে হবে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB ATM Charges) সেই বিবৃতিতে বলেছে, এখন থেকে ব্যাংকের নির্দিষ্ট এটিএমে টাকা তোলার সময় যদি লেনদেন অসফল হয় বা একাউন্টে টাকা না থাকলেও তিনি টাকা তোলার জন্য ATM ব্যাবহার করেন, তাহলে চেক বাউন্স হলে যেমন চার্জ দিতে হয়, এবার থেকে প্রত্যক্টি অসফল লেনদেন এর ক্ষেত্রে PNB ATM Charges হিসাবে অতিরিক্ত টাকা কর হিসেবে দিতে হবে গ্রাহকদের। মনে করুন, আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, অথচ আপনি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করছেন তবে সেরকম চেক বাউন্স এর মতো ATM কার্ড ও বাউন্স হিসাবে ধরা হবে, অর্থাৎ অসফল ট্রান্সাকশানের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ ধার্য করেছে ব্যাংক।
কখন টাকা লাগবে না?
তবে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে না গিয়ে কোন ব্রাঞ্চ থেকে টাকা পয়সার লেনদেন করেন সে ক্ষেত্রে কোন রকম চার্জ আপনাকে দিতে হবে না। অর্থাৎ এটি শুধুমাত্র এটিএম পরিষেবা নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, এটি স্পষ্ট করেছে ব্যাংক। যদিও মাসের ৩ টির বেশি লেনদেন করলে বাইরের এটিএম থেকে ও আরেক ধরনের চার্জ দিতে হয়।
Airtel গ্রাহকদের পরিষেবা চালু রাখতে নতুন SIM নিতে হবে। কত টাকা দিতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে?
কত টাকা চার্জ লাগবে?
উপরোক্ত কোনরকম অসফল ট্রানজেকশন যদি আপনার হয়ে থাকে, তবে আপনাকে নগদ ১০০ টাকা জিএসটি প্রদান করতে হবে ব্যাংক কে। আপনার হাতে থাকবে সাত দিন পর্যন্ত সময়। এই দিনের মধ্যে ব্যাংকে সেই কর জমা করতে হবে। সর্বোচ্চ সময়সীমা সময়সীমা থাকবে ৩০ দিন পর্যন্ত। তার মধ্যেও যদি আপনি কর জমা না করেন তবে আইন অনুসারে পদক্ষেপ নেবে ব্যাংক।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বদলে গেল বাড়ি ভাড়ার নিয়ম। বাড়ির মালিকের জুলুমের দিন শেষ।
শুধু PNB ATM Charges ই নয়, এছাড়া একাউন্ট থেকে ডেবিট কার্ড বা POS ইত্যাদির মাধ্যমে যত ধরনের লেন্দেনের জন্য এই কার্ড ব্যবহার করবেন, প্রত্যেক ক্ষেত্রেই কার্ড বাউন্স হলে টাকা কাটবে। PNB ব্যাঙ্ক কতৃপক্ষ আরও জানিয়েছে, গ্রাহকরা এটিএম পরিষেবা ভোগ করার জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ (PNB ATM Charges) প্রদান করে থাকেন। তার পাশাপাশিই এখন থেকে এই ধরনের অসফল ট্রানজেকশন এর ক্ষেত্রে অতিরিক্ত কর চালু করা হয়েছে। যাতে ব্যাংক কর্তৃপক্ষকে অযথা সমস্যায় না পড়তে হয়। যদিও এই নিয়মে খরচ বাড়তে চলেছে গ্রাহকদের, কারন অনেকেই আছেন, যারা মিনিমাম ব্যালান্স এর কথা ভুলে যান।