দেশের সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু যেমন PMMVY বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (प्रधान मंत्री मातृत्व वंदना योजना), বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি বেহেন যোজনা এগুলো হলো কন্যা ও নারী দের জন্য কেন্দ্রের প্রকল্প। অন্যদিকে কন্যাশ্রী, রূপশ্রী, আশার আলো প্রভৃতি হলো বাংলার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের প্রকল্প। এই প্রকল্প গুলোর মাধ্যমে সারা দেশের জনগন উপকৃত হয়ে আসছেন বিশেষ করে ০ থেকে ১০০ বছর বয়সের সব ব্যক্তি।
PMMVY – Pradhan Mantri Matru Vandana Yojana
যার মধ্যে বিশেষ করে মহিলাদের (Govt Scheme For Women) জন্যেও চালু রয়েছে একাধিক স্কিম। এর মধ্যেই একটি নিয়ে এই প্রতিবেদন। যার নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana) যাকে সংক্ষেপে PMMVY Scheme ও বলা হয়ে থাকে। এই প্রকল্পের কি সুবিধা বা PMMVY Scheme Benefits ও আবেদন প্রক্রিয়া তথা PMMVY Apply online registration প্রক্রিয়া জেনে নিন।
PMMVY প্রকল্প কি?
এই প্রকল্প গর্ভবতী তথা PMMVY Scheme for Pregnant and Lactating women. এই প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা (प्रधान मंत्री मातृत्व वंदना योजना) প্রকল্পে আবেদন করলে নগদ ৫০০০ টাকা ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে পাওয়া যায়। এর মাধ্যমে প্রসূতি মা ও সন্তানের দেখভালের জন্য প্রদান করছে কেন্দ্রীয় সরকার (Central Government). দেশের যে কোন মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলেই তারা এর সুবিধায় আসার যোগ্য। এই জন্য কিভাবে আবেদন করতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে? টাকা কিভাবে পাওয়া যাবে? সে সব বিষয়ে নিচে জানানো হলো।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
PMMVY প্রকল্পটি কেন্দ্রের নারী ও শিশুকল্যান মন্ত্রকের অধীন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, অন্তঃসত্ত্বা এবং যাঁরা শিশুদের স্তন দুগ্ধ খাওয়ান, সেই সব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই প্রকল্পে তাঁদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানোও হবে। যে মহিলারা কাজ করেন, তাঁরা গর্ভবতী হওয়ার পরে কাজ করতে পারেন না। তাঁদের পুষ্টিকর খাবারের সঙ্গেই দরকার আর্থিক সাহায্য। এই প্রকল্পে তাঁরা এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি এটি সদ্যোজাত শিশুদের সুরক্ষার জন্যেও একাধিক পদক্ষেপ নিয়ে থাকে।
PMMVY Scheme Benefits
- প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার মাধ্যমে মোট ৫০০০ টাকা ভাতার সুবিধা দেওয়া হয় গর্ভবতী মহিলাদের।
- এর মধ্যে প্রথম কিস্তি মারফত দেওয়া হয় ১০০০ টাকা।
- দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় ২০০০ টাকা
- আর তৃতীয় এবং শেষ কিস্তি মারফত দেয়া হয় আরো ২০০০ টাকা।
How to apply for PMMVY online?
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় অফলাইন এবং অনলাইনে দুভাবেই আবেদন করা যায়। যে কোনো আশা কর্মী (Asha Karmi) বা এ এন এম এর মাধ্যমে আপনি এখানে আবেদন জানাতে পারেন অথবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিজেও আবেদন করে আসতে পারেন। আর যদি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কাজটি আপনারা করতে চান সেই সম্পর্কে আগে আরও বিস্তারিত আলোচনা করা হল।
PMMVY Scheme Online Apply Process
১. আবেদন কররার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর New Beneficiary ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম বা Form 1A পূরণ করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, মোবাইল নম্বর, গর্ভবতী হওয়ার তারিখ, ঠিকানা, ব্যাংক একাউন্টের নম্বর ও অন্যান্য কিছু তথ্য উল্লেখ করতে হবে।
৪. সমস্ত তথ্য দেওয়ার পর PMMVY Registration Online অপশনে ক্লিক করুন। এরপর সফল বা Success মেসেজ আসবে।
কিভাবে PMMVY অনলাইন আবেদন করতে?
৫. আবেদন গৃহীত হলে প্রথম কিস্তির টাকা (PMMVY Scheme Installment) নির্দিষ্ট সময় পর একাউন্টে ঢুকে যাবে।
৬. গর্ভাবস্থার ছয় মাস পর পুনরায় ওয়েব সাইটে লগইন করে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আবেদন জানাতে হবে।
৭. এই জন্য Second Installment তবে ক্লিক করে Form 1B পূরণ করতে হবে।
৮. তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে।
৭. সবশেষে সন্তান জন্মানোর পর এবং CG, OPV, DPT and Hepatitis B ইত্যাদি ভ্যাকশিনেশনের পর PMMVY Scheme তৃতীয় কিস্তির জন্য আবেদন করতে হবে।
৮. এই জন্য পুনরায় ওয়েবসাইটে লগইন করে Third Installment তবে গিয়ে Form 1C ফিলাপ করতে হবে।
৯.তাহলেই তৃতীয় কিস্তির টাকা ও ঢুকে যাবে একাউন্টে।
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা রেজিস্ট্রেশন? ও প্রয়োজনীয় নথি কি কি লাগবে?
১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. নিজের এবং স্বামীর আধার কার্ড।
৩. উভয়ের ব্যাংক একাউন্টের পাস বই।
৪. জয়েন্ট একাউন্ট হলেও চলবে।
উপরোক্ত তথ্য দিয়ে অনলাইনে সাবমিট বা আপলোড করে কিছুদিন পর মাতৃবন্দনা যোজনা স্ট্যাটাস চেক বা PMMVY Apply online registration status check দেখে নিতে পারবেন। এবং এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং এই ধরনের আরও তথ্য পেতে EK24 News ফলো করুন। এবং প্রকল্পের আরও তথ্য পেতে নিচের লিংকে যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
- এবার কৃষকদের একাউন্টেও টাকা দিচ্ছে। জেনে নিন।
- বাংলায় ৫টি নতুন প্রকল্প। কি কি সুবিধা? জেনে নিন।
- পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের টাকা দেবে। কিভাবে পাবেন, জেনে নিন।
- এই প্রকল্পে নগদ ৫০০০ টাকা দেবে সরকার।এইভাবে আবেদন করুন।
- লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন?
- প্রতিমাসে ১৫০০ টাকা দিচ্ছে সরকার। আবেদন করতে ক্লিক করুন।
Myasum Schanke