PM Svanidhi: প্রত্যেককে 50000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার. প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় শুধু আধার কার্ড দিয়ে আবেদন করুন।

দেশের দরিদ্র অসহায় জনগণের সহায় ফের মোদি সরকার। ৫০০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে PM Svanidhi Scheme Loan on Aadhaar Card বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার বিশেষ প্রকল্পের মাধ্যমে। শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই করতে হবে আবেদন। দেশের কোটি কোটি মানুষ পাবেন এই আর্থিক সুবিধা। মূলত ব্যবসার প্রয়োজনে এই লোন দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কি যোগ্যতা থাকলে পাওয়া যাবে? কিভাবে আবেদন করবেন? দেখে নিন।

PM Svanidhi Scheme Loan on Aadhaar Card

কেন দেওয়া হচ্ছে এই লোন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২০ সালের কোভিড পরিস্থিতির পর চালু হওয়া “পিএম স্বনিধি যোজনা” প্রকল্প শুরু হয়। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। বিশেষত যাঁরা করোনা পরিস্থিতির সময়ে ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলেন, তাঁদের স্বাবলম্বী করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছোট ব্যবসায়ী থেকে রাস্তার হকার— সকলেই এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেতে পারেন।

PM Svanidhi প্রকল্পের সুবিধা

এই প্রকল্পে প্রথমে ১০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। সেই টাকা সময়মতো শোধ করতে পারলে পরবর্তী ধাপে ২০ হাজার টাকা এবং তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা লোন পাওয়া যাবে। এই লোন নিতে কোনো গ্যারান্টি বা জামিনের প্রয়োজন নেই। তবে টাকা ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

কারা পেতে পারেন পিএম স্বনিধি যোজনা লোন?

এই প্রকল্পটি মূলত ছোট ব্যবসায়ীদের জন্য। রাস্তার ধারের দোকানদার, হকার, বা ছোট কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিরা এই সুবিধা নিতে পারেন।

আধার লোন পেতে কিভাবে আবেদন করবেন?

লোন পেতে হলে প্রথমে আপনাকে একটি সরকারি ব্যাঙ্কে যেতে হবে। সেখানে আপনার আধার কার্ড জমা দিতে হবে। এছাড়া, পিএম স্বনিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:

১. ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন
পিএম স্বনিধি যোজনার ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, আধার নম্বর, এবং ব্যবসার বিবরণ আপলোড করতে হবে।

২. মোবাইল নম্বর লিঙ্ক করুন
আপনার মোবাইল নম্বর অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আবেদন প্রক্রিয়ার সময় এটি যাচাই করা হবে।

৩. কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন
স্থানীয় সরকারি সহায়তা কেন্দ্র থেকে একটি অনুমতিপত্র জমা দিতে হবে। এর মাধ্যমে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।

৪. তথ্য যাচাই
সমস্ত তথ্য যাচাইয়ের পর ব্যাঙ্ক আপনার লোন আবেদন অনুমোদন করবে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই লোনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

লোন পেতে এখানে দেখুন ও আবেদন করুন।

PM Svanidhi Scheme Loan on Aadhaar Card interest rate

লোনের উপর সুদের হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এটি সাধারণত ব্যাঙ্কের প্রচলিত সুদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লোন শোধের শর্তাবলী

এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল গ্যারান্টি ছাড়া লোন পাওয়া। তবে এই লোন সময়মতো শোধ না করলে অর্থনৈতিক চাপ বাড়তে পারে। তাই সাবধানতার সঙ্গে লোন নিতে হবে।

হটাত টাকার প্রয়োজন হলে এখানে আবেদন করুন।

সরকারি উদ্যোগে এই ধরনের প্রকল্প ছোট ব্যবসায়ীদের জন্য আশার আলো। আপনি যদি এই সুযোগ নিতে চান, তবে আজই নিকটস্থ সরকারি ব্যাঙ্কে গিয়ে বিস্তারিত জানুন বা স্বনিধি যোজনার ওয়েবসাইটে আবেদন করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!