সব খরচের মতই ইলেকট্রিক বিলের (Electric Bill) খরচও প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। এবারে PM Surya Ghar Yojana বা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার (पीएम सूर्य घर योजना) মাধ্যমে গরিব মানুষের জন্য বিরাট উদ্যোগ নিল সরকার। বিদ্যুৎ ব্যবহারের জন্য আর দিতে হবে না একটি টাকাও। ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে ফ্রিতে (Free Electric) দেওয়া হচ্ছে। যার ফলে বছরে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন এখন গরিব মানুষেরা।
How To Apply Online On PM Surya Ghar Yojana.
শুধু তাই নয় যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাদের এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ (Free Electric Connection). দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এজন্য কি কি যোগ্যতা দরকার? কিভাবে আবেদন করতে হবে? সে সব সম্পর্কে জেনে নেব এবার। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মারফত চালু করা জনমুখী যোজনা গুলির মধ্যে PM Surya Ghar Yojana অন্যতম।
১ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) এই প্রকল্পের কথা ঘোষণা করেন। এরপর ১৫ ই ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন। নতুন এই PM Surya Ghar Yojana মাধ্যমে দেশের মোট এক কোটি মানুষকে দেওয়া হবে বিদ্যুতের কানেকশন। তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল (Solar Panel) লাগাবে সরকার।
বিশেষত উত্তর পূর্ব পাহাড়ি ভারতের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল গুলিতে সোলার প্যানেল এর মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানো হবে। সোলার প্যানেল লাগানোর ফলে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় (PM Surya Ghar Yojana) হবে মানুষের। যার ফলে বছরে ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে প্রত্যেকের। ১.২ লক্ষ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য।
মোট আটটি পাবলিক সেক্টর কোম্পানিকে এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার। তারাই দেশের বিভিন্ন প্রান্তে সোলার প্যানেল ইনস্টল করবে PM Surya Ghar Yojana বা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের মাধ্যমে। আর এই কেন্দ্রীয় সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কি যোগ্যতা, নথিপত্র লাগবে। এছাড়াও কিভাবে এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Benefits Of PM Surya Ghar Yojana
১. এই PM Surya Ghar Yojana মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎহীন পরিবার গুলি বিদ্যুৎ লাভ করবে বাড়িতে।
২. এই জন্য আপনাকে খরচ করতে হবে না একটি টাকাও।
৩. যারা বাড়িতে সোলার রুফটপ লাগাবেন তারা ঋণ পাবেন সরকারের কাছ থেকে।
৪. এই কাজের জন্য মোট যা খরচ হবে তার ৪০ শতাংশ অর্থ ভর্তুকি (Government Subsidy) দেবে কেন্দ্রীয় সরকার।
৫. সৌর বিদ্যুৎ (Solar Power Electricity) ব্যবহারের ফলে বিদ্যুতের খরচ কমবে।
৬. বছরে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এইভাবে।
৭. যার ফলে বাঁচবে হাজার হাজার টাকা।
৮. এই বাড়তি বিদ্যুৎ বিভিন্ন ইলেকট্রিক যানবাহন (EV) গুলির চার্জিং স্টেশনে বিক্রি করতে পারবেন মানুষ।
৯. যার দ্বারা কামানো যাবে হাজার হাজার টাকা।
১০. এছাড়াও, চিরাচরিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর শক্তির ব্যবহার বাড়ায় দূষণের মাত্রাও অনেক কম হবে। পরিবেশ থাকবে সুরক্ষিত।
১১. সোলার প্যানেল তৈরি, সরবরাহ এবং ইনস্টলেশন এর জন্য প্রচুর লোককে কাজে নিয়োগ করা হবে।
১২. ফলে এই PM Surya Ghar Yojana কে ঘিরে তৈরি হবে নতুন কর্মসংস্থানের (Employement) সুযোগ।
PM Surya Ghar Yojana Eligibility Criteria
১. দেশের যে কোনো প্রান্তের মানুষ এই প্রকল্পে (पीएम सूर्य घर योजना) আবেদন করে সুবিধা নিতে পারেন।
২. তবে মনে রাখবেন, ব্যক্তিকে অবশ্যই দরিদ্র থেকে মধ্যবিত্ত ক্যাটেগরির মধ্যে থাকতে হবে।
৩. উচ্চ আয় সম্পন্ন ব্যক্তিদের এর সুবিধা দেওয়া হবে না।
রাজ্যের কৃষকবন্ধুদের প্রত্যেকের একাউন্টে টাকা দিচ্ছে সরকার। বিস্তারিত দেখুন।
How To Apply PM Surya Ghar Yojana
বিনামূল্যে বিদ্যুৎ পেতে হলে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাতে হবে। আর অনলাইনে আবেদন করতে হলে নিচের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তবে কেবলমাত্র সরকারি অফিশিয়াল সাইটেই আবেদন করার অনুরোধ রইলো।
PM Surya Ghar Yojana 2024 apply online
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় (PM Surya Ghar Muft Bijli Yojana) আবেদনের জন্য কেন্দ্রের নির্দিষ্ট পোর্টাল (PM Surya Ghar Yojana official website) রয়েছে। এখানে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। সেই সঙ্গে বাড়ির মালিকানা ও বিদ্যুতের বিল (Electricity Bill) সহ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। এরপর আপনি উপযুক্ত হলে সরকারের তরফ থেকে লোক এসে আপনার বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে দিয়ে যাবে।
Written by Nabadip Saha.
কোটি কোটি মানুষের Ration Card বাতিল হতে পারে! মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ খবর