৪ জুন ভোটের ফল ঘোষণার পরই একাউন্টে টাকা ঢুকবে। PM Kisan Yojana তে কৃষকবন্ধুদের ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন?

ভোটের রেজাল্টের আগেই কৃষকবন্ধুদের জন্য দারুন সংবাদ। প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা বা PM Kisan 17th Installment কবে ঢুকবে জানা গেল অবশেষে। গত ফেব্রুয়ারি মাসে ১৬ তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের (Indian Farmers) একাউন্টে। সাধারণত প্রতি তিন মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। তাই সকলেরই আশা ছিল হয়তো মে মাসে আরো একটি কিস্তির টাকা ঢুকবে। কিন্তু গত মাসে লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ায় সেই টাকা পাননি কৃষকরা।

Advertisement

PM Kisan 17th Installment Date.

স্বাভাবিকভাবে সকলের চিন্তা ছিল আদৌ কবে পাওয়া যাবে ১৭ তম কিস্তি। এই নিয়ে এবার আপডেট দিল কেন্দ্রীয় সরকার। জুন মাসের 4 তারিখ বেরোচ্ছে ভোটের রেজাল্ট। তারপর থেকেই প্রধানমন্ত্রী কিষান যোজনার (PM Kisan Yojana) ১৭ তম কিস্তির টাকা ছাড়া শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে সকলকে কিন্তু এই টাকা দেওয়া হবে না। কেন্দ্র জানিয়েছে বেছে বেছে উপযুক্ত কৃষকদেরই এবারের কিস্তির টাকা একাউন্টে ট্রান্সফার (DBT Transfer) করা হবে।

Advertisement

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উদ্যোগে ২০১৯ এ কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল কিষান যোজনা চালুর ঘোষণা করেন। কৃষকরা হলেন দেশের অন্নদাতা। তাই আর্থিক সাহায্য প্রদান করে তাদের জীবনধারণ তথা কৃষিকাজকে (Farming) উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য। এই PM Kisan Yojana প্রকল্পে মোট ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের প্রতি বছর।

প্রতি তিন মাস অন্তর একটি করে কিস্তি ঢোকে, যার প্রতিটি মাধ্যমে ২০০০ করে টাকা পান কৃষকরা একাউন্টে। প্রথম কিস্তি টি দেওয়া হয় এপ্রিল জুলাই, দ্বিতীয়টি অগাস্ট নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর মার্চে। ইতিমধ্যে দেশের ১২ কোটি কৃষক এই PM Kisan প্রকল্পের (पीएम किसान सम्मान निधि) দ্বারা উপকৃত হয়েছেন এখনো পর্যন্ত। আর ভবিষ্যতে আরও অনেক অন্নদাতারা এই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

পিএম কিষান ১৭ তম কিস্তির তারিখ 2024

এখনো অব্দি মোট ১৬টি কিস্তির (PM Kisan 16Th Installment) টাকা মেটানো হয়েছে কিষান যোজনার অধীনে (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) ১৬ তম কিস্তিটি ছিল ২০২৩ এর শেষ কিস্তি, যেটি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। ২৮ ফেব্রুয়ারি থেকে টাকা পেতে শুরু করেছেন কৃষকরা। মোট ৯ কোটি কৃষকদের জন্য ২১ হাজার কোটি টাকা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার এই কিস্তি মারফত।

Advertisement

PM Kisan Beneficiary Status

যাই হোক, তার আগে বছরের দ্বিতীয় কিস্তি অর্থাৎ ১৫ তম কিস্তিটি (PM Kisan 15th Installment) দেওয়া হয়েছিল ২০২৩ নভেম্বর মাসে। আর 14 তম কিস্তি ঢুকেছিল জুলাই মাসে। এবার ১৭ তম কিস্তির অপেক্ষায় মুখিয়ে বসে রয়েছে কৃষকরা। জানা যাচ্ছে জুন মাসে এটি ঢুকবে। কিন্তু এখন পর্যন্ত সঠিক তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি, অনেকেই মনে করছেন যে ভোটের ফল প্রকাশের পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

LPG Price Cut (রান্নার গ্যাসের দাম কমলো)

PM Kisan Eligibility Criteria

১. যে সমস্ত কৃষকদের কেওয়াইসি নথি জমা করা নেই তাদেরকে ১৭ তম কিস্তির টাকা দেওয়া হবে না।
২. তাই টাকা পেতে হলে আগে PM Kisan eKYC সম্পন্ন করতে হবে কৃষকদের।
৩. PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
৪. বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য নিকটতম CSC কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারেন৷

৫. যে সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করা নেই তাদের টাকা ঢুকবে না এই কিস্তি মারফত।
৬. এছাড়াও যে সব কৃষকরা কোন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, সরকারি কর্মচারী অথবা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান, এমন কৃষকরা এইবারের টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন।

আরও পড়ুন, টাকার প্রয়োজন হলেই সরকারের এই প্রকল্পে আবেদন করুন। একাউন্টে টাকা ঢুকবে।

PM Kisan Scheme Online Apply Process

  • এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • New Farmer Registration অপশনে ক্লিক করতে হবে এবং আধার নম্বর লিখে ক্যাপচা এন্টার করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে এবং ‘Yes’ অপশনে ক্লিক করতে হবে।
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অ্যাপ্লিকেশন ফর্ম ২০২৪ এ জিজ্ঞাসা করা তথ্য পূরণ করতে হবে এবং এটি সেভ করে রাখতে হবে। এরপর ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর একটি প্রিন্ট আউট নিতে হবে।

10 টাকার পুরনো নোটের নিলাম চলছে। এই নোট কাছে থাকলেই ভাগ্য খুলে যাবে।

PM Kisan Payment Status Check Online Process

১. কিষান যোজনার টাকা ঢুকেছে কিনা দেখতে হলে প্রথমে কিষান যোজনার সাইটে যেতে হবে।
২. এর পর Formers Corner ক্লিক করে Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
৩. এখানে রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে হবে।
৪. তারপর Get Report বাটনে ক্লিক করলেই টাকা ঢুকেছে কিনা দেখতে পাবেন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment