PM Kisan – কৃষকবন্ধুরা টাকা পাবেন না। পিএম কিষান যোজনার 17 তম কিস্তির টাকা পেতে এই কাজ করুন।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan Yojana) নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। গত মাসেই কিষান যোজনার ১৬ তম কিস্তি দেওয়া শুরু হয়েছে কৃষকদের ব্যাংক একাউন্টে। এখনও চলছে টাকা দেওয়া। যদিও অনেক কৃষকের সমস্যা হচ্ছে এই কিস্তির টাকা পাওয়া নিয়ে। তাদেরকে কি করতে হবে সে বিষয়ে আগেই জানিয়ে দিয়েছে সরকার। এবার ভোটের আগেই ১৭ তম কিস্তি নিয়ে বড় দুঃসংবাদ এল কয়েক কোটি কৃষকের (Farmer) জন্য।

PM Kisan Yojana 17Th Installment Payment 2024.

কেন্দ্রীয় সরকার (Central Government) এখন থেকেই তালিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত কৃষকরা আগামী কিস্তি পাবেন না। কারা যোগ্য আর কারা নন? কি করলে কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা (PM Kisan 17Th Installment Money) একাউন্টে ঢুকবে? জেনে নিন। আর এই টাকা পাওয়ার জন্য কৃষকবন্ধুদের বা আমাদের দেশের অন্নদাতাদের কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে।

PM Kisan Yojana 2024

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) হল কেন্দ্রীয় সরকারের যোজনা গুলির মধ্যে একটি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্ব প্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষিকাজের যন্ত্রপাতি কেনা, সার কীটনাশক কেনা, ফার্ম তৈরি ইত্যাদি কাজের জন্য এই অর্থ প্রদান করে কেন্দ্র।

How Much Money Get In PM Kisan?

পিএম কিষান যোজনার আওতায় মোট ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। বছরে তিনটি কিস্তি (PM Kisan 17Th Installment) দেওয়া হয়। প্রতিটির মাধ্যমে ২০০০ করে টাকা পান তারা। কথা আছে, এই বছর থেকে নাকি আরো একটি কিস্তি যুক্ত করতে পারে কেন্দ্র। যেখানে আরো ২ হাজার টাকা বাড়িয়ে মোট ৮ হাজার টাকা চারটি কিস্তি মারফত দেওয়া হবে এরপর।

PM Kisan 17th Installment Payment Update

এই বছর মার্চ মাসে ২০২৩ সালের তৃতীয় কিস্তির টাকাটি ঢুকেছে কৃষকদের একাউন্টে। এটি হলো ১৬ তম কিস্তির টাকা কিষাণ যোজনার। এর আগে বাকি দুটি কিস্তি দেওয়া হয়েছে গত বছর নভেম্বর মাসে যেটি ছিল 15 তম এবং তারা আগেরটি দেওয়া হয়েছে জুলাই মাসে যেটা ছিল 14 তম কিস্তি। এবার ২০২৪ এর জুলাই মাসে ১৭ তম কিস্তি দেওয়ার পালা। দেখা যাক কাদেরকে এবারে কাদের নাম বাতিল হতে চলেছে।

These Farmers Will Not Get PM Kisan 17th Installment Money

১. মনে রাখতে হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
২. যেই সকল কৃষকরা রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করাননি তারা টাকা পাবেন না।
৩. PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
৪. বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্র গুলিতে যোগাযোগ করা যেতে পারে৷

CIBIL Score - কম সুদে Bank Loan

৫. এছাড়াও প্লেস্টোর থেকে e-KYC অ্যাপ ডাউনলোড করেও আপনি ঘরে বসে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন।
৬. যে ব্যাংক একাউন্ট দিয়ে আবেদন করেছেন তাতে নিজেদের আধার কার্ড অবশ্যই লিংক করা থাকতে হবে কৃষকদের।
৭. যে কৃষকেরা কর দেন তারা এই PM Kisan Yojana টাকা পাবেন না।

ভোটের মুখে নগদ 3000 টাকা পাবেন। এই বিশেষ কার্ড থাকলেই হবে।

৮. এছাড়াও, কোনও বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, মেয়র ইত্যাদিরা এই স্কিমের অধীনে সুবিধা নিতে পারবেন না।
৯. রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত অথবা 10,000 টাকার বেশি পেনশন পান এমন কৃষকরাও এই প্রকল্পের যোগ্য নন।
১০. এই টাকা পাওয়ার জন্য ব্যাংকের একাউন্টে কোন ধরণের সমস্যা না থাকে সেই দিকে নজর দিতে হবে।
Written by Nabadip Saha.

রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন না গ্রাহকরা। অতি শীঘ্রই এই নথি জমা করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment