PM Kisan যোজনার শেষ কিস্তির টাকা দেওয়া শুরু, কৃষক বন্ধুদের একাউন্টে কবে টাকা ঢুকবে দেখুন।

গরিব কৃষকদের স্বার্থে মোদি সরকার কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্প এনেছে। যাতে কৃষকরা নিজেরা আর্থিক ভাবে শক্তিশালী হয়। এই যোজনাতে কৃষকদেরকে বছরে 6 হাজার টাকা করে দেওয়া হয়। আর এটি 3 টি কিস্তিতে দেওয়া হয় 2000 টাকা করে। এখনো পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে 14টি কিস্তি ঢুকেছে। এটি 15 নম্বর কিস্তি। অর্থাৎ চার বছর ধরে প্রতি বছরে 3টা করে কিস্তি দেওয়া হয়েছে আর এ বছরে 2 টো কিস্তি দেওয়া হয়েছে আর একটা কিস্তি দিলেই এই বছরের কিষান যোজনার টাকা দেওয়া শেষ হবে। আবার 2024 শে 3 টে কিস্তিতে টাকা দেওয়া হবে।

Advertisement

সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, কেন্দ্র সরকার PM Kisan যোজনার 6 হাজার টাকা বাড়িয়ে 8 হাজার করবে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এবছরের শেষ কিস্তির জন্যে অধির আগ্রহে অপেক্ষা করছে কৃষকরা। কিন্তু কবে ঢুকবে কিষান যোজনার টাকা? জেনে নিন আজকের এই প্রতিবেদনটিতে।

Advertisement
Best Investment Plan

PM Kisan Yojana

খবর পাওয়া গেছে যে, নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে এবছরের শেষ কিস্তির টাকা 2 হাজার টাকা ঢুকবে। যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো কোন তথ্য দেওয়া হয় নি। PM কিষানের ১৫ তম কিস্তি পাওয়ার জন্য, কৃষকদের E-KYC করা দরকার।

কিভাবে পিএম কিষান যোজনার তালিকা দেখবেন

প্রথমত, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in- এ যান। এরপর হোম পেজে ফার্মার্স কর্নারে (Farmar’s Corner) ক্লিক করুন। তারপর সুবিধাভোগী স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন। এর পরে, স্ট্যাটাস জানতে আপনাকে Get Report-এ ক্লিক করতে হবে। তাহলেই আপনি পিএম কিষান যোজনার তালিকা দেখতে পারবেন। Written by Ananya Chakraborty.

অবশ্যই পড়ুন » Google Pay গ্রাহকদের 15000 টাকা করে দিচ্ছে। মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই টাকা পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment