৫টি প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই পাবেন | Government Schemes For Farmers

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে কোটি কোটি কৃষকদের জন্য সরকারি প্রকল্প (PM Kisan Government Schemes For Farmers) তৈরি করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের ফসলের সুরক্ষা, বিভিন্ন আবহাওয়াজনিত সমস্যার সমাধান, এমনকি তাদের বার্ধক্য অবস্থার সহায়ক হিসেবে পাশে দাঁড়িয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষের প্রধান পেশা কৃষিকাজ। এর ফলে প্রতিটি ভারতবাসীর দুবেলা দুমুঠো অন্ন ওঠে। অথচ খতিয়ে দেখতে গেলে, এই কৃষকেরাই আজীবন সমাজের পিছিয়ে পড়া বর্গের মধ্যে থেকেই জীবন যাপন করে এসেছেন। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান যোজনা বা Pm Kisan এর মত একাধিক প্রকল্পের (Government Schemes For Farmers) মাধ্যমে দেশের কৃষকদের মুখে প্রসন্নতার হাসি ফুটিয়েছে।

PM Kisan Government Schemes For Farmers in India

প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে বার্ষিক ৬০০০ টাকা পেয়ে থাকেন দেশের কৃষকেরা। তবে এর পাশাপাশি আরো ৫টি এমন সরকারি প্রকল্প রয়েছে, যার সাহায্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। তবে এই সমস্ত সরকারি (Government Schemes For Farmers) সম্পর্কে বহু কৃষক এখনো জানেন না। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে এই পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প উল্লেখ করা হলো।

প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PMKMY)

সমগ্র ভারতবর্ষের ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প শুরু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। বর্তমানে এই প্রকল্পে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যবর্তী কৃষকেরা আবেদন জানাতে পারেন। এটি সরকারি পেনশন প্রকল্প হিসেবেও কাজ করে বলা যেতে পারে। অর্থাৎ একজন কৃষক তার কর্মজীবনে বয়সের হিসাব অনুযায়ী ন্যূনতম ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত প্রতিমাসে জমিয়ে থাকেন এই প্রকল্পে। এরপর সেই কৃষকের ৬০ বছর বয়স পূর্ণ হলে সরকারের তরফের প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ধক্য সময় কালকে অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করেছে সরকার।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)

প্রতিটি কৃষকের ফসল তাদের কাছে ভগবানের মত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ঝঞ্ঝার প্রকল্পে পড়ে অথবা পোকামাকড়ের কবলে অনেক সময়ই নষ্ট হয়ে যায় উৎপাদিত ফসল। এর ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন দেশর কৃষকেরা। এই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে PMFBY নামক এই প্রকল্প (Schemes for Farmers in India) টি শুরু করা হয়েছে। এখানে জীবন কিংবা গাড়ির মতো উৎপাদিত ফসলের বীমা করা যাবে। এতে খুবই কম প্রিমিয়ামের মাধ্যমে কৃষকদের সম্পূর্ণ ফসলের বীমা কভার দেওয়া হয়। এই প্রকল্পের মধ্যে বর্তমানে ৫০ টিরও বেশি ফসল অন্তর্ভুক্ত রয়েছে। কৃষকদের এই প্রকল্পে আবেদন জানানো থাকলে ক্ষতির পরিস্থিতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা (PM Dhan Dhanya Krishi Yojana)

চলতি বছরের জুলাই মাসের ১৬ তারিখে নতুন এই প্রকল্প শুরু করা হয়েছে দেশের কৃষকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১০০ টি পিছিয়ে পড়া কৃষি জেলাকে উন্নত করে তোলা হবে। মূলত কৃষকদের টেকনিক্যাল প্রশিক্ষণ, আধুনিক বীজ, মার্কেটিং এর ধারণা সম্পর্কে একাধিক জ্ঞান প্রদান করা হবে। এর পাশাপাশি কৃষি পণ্য বিক্রয়ের বাজার সম্পর্কেও বিভিন্ন সমস্যার সমাধান হবে এই প্রকল্পের মাধ্যমে। এতদিন পর্যন্ত গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত কৃষকেরা প্রযুক্তি ও বাজারের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হতে পারেননি, তাদের জন্য এই প্রকল্প (Schemes for Farmers in India) অন্যতম।

আরও পড়ুন, প্যান কার্ড গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে আবেদন করুন

কৃষি উড়ান যোজনা (Krishi UDAN Schemes for Farmers in India)

দেশের কৃষকদের উৎপন্ন দ্রব্য দ্রুত এবং নিরাপদে সমগ্র দেশের মধ্যে অবস্থিত বড় বড় বাজার গুলিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শুরু করা হয় কৃষি উড়ান যোজনা (Krishi UDAN Scheme). বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ফল, শাকসবজি, মাছ, দুধ ইত্যাদির মতো পচনশীল পণ্য দেশের ৫৮ টি বিমানবন্দরের মাধ্যমে বিমান পথে সুরক্ষিতভাবে রপ্তানি করা হয়। এর ফলে কৃষকেরা পণ্যের অপচয় কমিয়ে যথেষ্ট ভালো দাম পেতে সক্ষম হন। মূলত উত্তর-পূর্ব, অঞ্চল ও আদিবাসি অঞ্চল গুলির কৃষকদের সহায়তা করার জন্য এই প্রকল্প শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা (PMKSY)

দেশের প্রতিটি খেতে জল পৌঁছে দেওয়ার স্বপ্নপূরণের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করে কেন্দ্রীয় সরকার। কৃষকদের জলসেচের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ড্রিপ সেচ, পুকুর নির্মাণ, খাল সংস্কার ইত্যাদির মতো একাধিক কাজে আর্থিক সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বিশেষত দেশের যে সমস্ত অঞ্চলে বর্ষাকালই একমাত্র ভরসা, সেই সমস্ত জায়গাকে আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে সেচ যোগ্য করে তোলা যায়, তার জন্যই এই প্রকল্প (Government Schemes for Farmers in India) শুরু করা হয়েছে।

আবেদন করতে এখানে ক্লিক করুন

উপসংহার

পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের কৃষকদের অবস্থার বর্তমানে উন্নতি ঘটেছে। এতদিন পর্যন্ত যে কৃষক শ্রেণি ভারতের সামাজিক ক্ষেত্রে সব থেকে বঞ্চিত শ্রেণীর মধ্যে থাকতো, বর্তমানে তাদের জন্য একাধিক প্রকল্প (Government Schemes For Farmers in India) শুরু হয়েছে এই দেশে। শুধুমাত্র দেশেই নয়, বরং প্রতিটি রাজ্যের মধ্যেও রাজ্য সরকারের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্প এর মত একাধিক জনহিতকর প্রকল্প গড়ে উঠেছে। আগামী দিনে সমস্ত প্রকল্প বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কৃষকদের বিশেষত গ্রামীণ এবং আদিবাসী কৃষকদের পরিস্থিতির যে আরও বেশি উন্নতি ঘটাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন: Sharing is Caring!