বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। আর এই জন্যই PM Awas Yojana বা প্রধানমন্ত্রী আবার যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের সকল গরীব মানুষদের মাথার ছাদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi). কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর (House) তৈরি করার সামর্থ্য নেই।
PM Awas Yojana Payment Status Check Online.
এই সকল মানুষদের জন্যই কেন্দ্রের আবাস যোজনা চালু হয়েছে ২৫ শে জুন ২০১৫ সালে। এতদিন পর্যন্ত কোটি কোটি মানুষ PM Awas Yojana টাকা পেয়ে নিজেদের পাকা ঘর তৈরি করেছেন। সম্প্রতি আবারো 40 কোটি জনগণকে এই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি জানালো কেন্দ্র সরকার (Central Government). ভোটের কিছু কর্মসূচি নিয়ে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
গত ২ মার্চ কৃষ্ণনগরের একটি সভা থেকে তিনি আবাস যোজনা নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র আবাস যোজনা (PM Awas Yojana) টাকা রিলিজ করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার তা দিতে দেরি করছে মানুষকে। তবে প্রধানমন্ত্রী এও আশ্বাস দিয়েছেন যারা ফর্ম ফিলাপ করেছেন অবশ্যই টাকা পাবেন। আজ না হলেও দুদিন পর ঠিকই টাকা ঢুকবে। আপনার একাউন্টে কি টাকা ঢুকেছে? জানতে হলে নিজের স্ট্যাটাস চেক (PMAY Online Status Check) করুন এইভাবে।
PM Awas Yojana 2024
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক এই PM Awas Yojana চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে এটি অন্যতম। এর মূল উদ্দেশ্য হল অসহায় বাস্তুহীনদের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়া। এই প্রকল্পের (Central Government Scheme) মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয়া হয়। যার মধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে।
তারপর বাড়িতে নিয়ে কাজ আর কতটা বাকি সেই দেখে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে। সর্বশেষ কিস্তির (PM Awas Yojana Installment) মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি ১০ হাজার টাকা দেওয়া হবে। পিএম আবাস যোজনার (PMAY Scheme 2024) সুবিধা ভোগীদের সংখ্যা কম নয়, এখনো অনেকের নাম লিস্টে অপেক্ষাধীন। তাদেরই টাকা দেওয়া হবে এবার।
PM Awas Yojana Apply Criteria
১. অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে।
২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিপিএল ক্যাটাগরি ভুক্ত হতে হবে।
৩. আবেদনকারীর পরিবারের কোন সদস্য যদি সরকারি চাকরি করে অথবা অন্য কোথাও পাকা বাড়ি থাকে, তার নাম বাদ দেওয়া হবে।
৪. অন্য কোন সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পান এমন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না।
PM Awas Yojana Apply Process
আবাস যোজনার (Awas Yojana) আবেদন করতে হয় অফলাইনে। এই জন্য নিজের নিকটবর্তী ব্লক অফিস, পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে প্রকল্পের ফর্ম ফিলাপ করতে হবে। আর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। তাহলেই কাজ শেষ। আপনাদের সঠিক যোগ্যতা থাকলে আপনারা এই টাকা সরাসরি একাউন্টে পেয়ে যাবেন।
PM Awas Yojana Apply Documents
১. পাসপোর্ট সাইজের দু কপি ফটো।
২. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card) ও রেশন কার্ড (Ration Card).
৩. ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের (Bank Account Passbook) প্রথম পাতা জেরক্স।
৪. আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোন সদস্যের জব কার্ড (Job Card).
বেকার ছেলে মেয়েদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে আবেদন করলে ভোটের আগে টাকা পাবে।
PM Awas Yojana Online Status Check Process
১. www.pmayg.nic.in ওয়েবসাইটে যান।
২. Awassoft লিংকে ক্লিক করে Report অপশনে ক্লিক করুন।
৩. Beneficiary details for verification লিংকে ক্লিক করতে হবে।
৪. রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম নির্বাচন করুন।
৫. Submit বাটনে ক্লিক করুন। যদি টাকা ঢুকে গিয়ে থাকে তখন ‘Transaction Completed’ লেখাটি দেখাবে।
Written by Nabadip Saha.
বাংলায় নতুন প্রকল্প শুরু। আবেদন করলে পাবেন 10 হাজার টাকা। কিভাবে এই সুবিধা মিলবে?
Modi sir ji ami akhono aponer kono dhorono फचोलोटी powa nai are ata Gajueation past Kora lora and more familir Manu bilack bohut ढूखिया moi bohut थक्लिक kori Gajueation past कोरिसिंग tai Modi sir moi aponack ata binito nibadon jonaw je mock aponer uderor pora kiba ata job deok sir
Ghar chai Modi ji
বাড়ি তৈরির জন্য টাকা চাই
give me my house
Ghar chai.
Ami khub gorib amr ghor korar jonno khub taka dorkar