PM Atta Chakki Yojana – প্রধানমন্ত্রী আটা চাক্কি যোজনায় ঘরে ঘরে আটা তৈরির মেশিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিভাবে আবেদন করবেন?

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প প্রধানমন্ত্রী আটা চাক্কি যোজনা বা PM Atta Chakki Yojana. এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করতে বাড়ি বাড়ি আটা তৈরির মেশিন দেওয়া হচ্ছে। কাদের জন্য এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, রইলো বিস্তারিত বিবরণ।

PM Atta Chakki Yojana 2024

মহিলাদের জন্য আরো একটি বড় উদ্যোগ কেন্দ্রের। তাদের কষ্টের কথা চিন্তা করে এবার ঘরে ঘরে ফ্রি আটা চাকি তৈরি করে দেয়ার ঘোষণা করল সরকার। ফলে তাদের আর আটা ভাঙ্গাতে বাইরে যেতে হবেনা পরিশ্রম এবং খরচ করে। প্রত্যেক ঘরে ঘরে মহিলারা নিজেরাই পারবেন আটা-চাকি থেকে আটা বের করে নিতে। আপনি যদি এই প্রকল্পে আগ্রহী হয়ে থাকেন তবে প্রতিবেদনটি পড়ে বিস্তারিত জেনে নিন।

প্রধানমন্ত্রী আটা চাক্কি যোজনার সুবিধা?

১. এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা তাদের ঘরে আটাচাকি লাভ করায় আর কষ্ট করে গম ভাঙ্গাতে বাইরে যেতে হবেনা তাদের। এতে পরিশ্রম এবং খরচ দুই বাঁচবে।
২. এই আটা চাকি চলবে সৌরশক্তি দ্বারা। আটা চাকির উপর একটি সোলার প্যানেল ফিট করা থাকবে। যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করবে। সঙ্গে একটি ব্যাটারি সিস্টেমও রাখা থাকবে মেশিনে। যা সৌরশক্তিকে সঞ্চয় করবে। সূর্যের আলো না পেলে মেশিনটি এই শক্তি ব্যবহার করেই কাজ করবে।

৩. সৌর চালিত হওয়ায় বিদ্যুৎ খরচ হবে না এর দ্বারা। তাই সুবিধাভোগীকে কারেন্টের বিল নিয়ে ভাবতে হবে না।
৪. সৌরশক্তি ব্যবহার করায় এটি পরিবেশ বান্ধব। অর্থাৎ এর মাধ্যমে কোনো প্রকার দূষণ ঘটবে না।
৫. পিএম আটাচাকি গুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তাই এগুলো ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সুবিধা জনক।

কারা সুবিধা পাওয়ার যোগ্য?

প্রধানমন্ত্রী আটাচাকি প্রকল্পে বিনামূল্যে আটা চাকি লাভ করতে গেলে,
১. অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. গ্রামীন এলাকায় বসবাস করতে হবে।
৩. একজন মহিলা হতে হবে।
৪. অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে।
৫. পারিবারিক বার্ষিক আয় ৮০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
৬. বয়স সীমা হতে হবে সর্বোচ্চ ৬৯ বছর এর মধ্যে।

আরও পড়ুন, ভোটে জিতেই নতুন প্রকল্প। মহিলারা পাবে ৪২০০ টাকা, পুরুষরা ৩১০০ টাকা প্রতিমাসে। কারা পাবেন জেনে নিন

আবেদন করতে কি কি কাগজপত্র লাগে?

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • শ্রম কার্ড
  • আধার লিঙ্কড মোবাইল নম্বর।
  • রেশন কার্ড।

PM Atta Chakki Yojana online registration

কিভাবে আটাচাকি পাওয়ার জন্য আবেদন করবেন?

১. সোলার আটা চাকি যোজনার বা PM Atta Chakki Yojana এর সুবিধা পেতে গেলে আবেদন করতে হবে অফলাইনে। এজন্য প্রথমেই চলে যেতে হবে নিজের রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Pm atta chakki yojana online registration

১) অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে Free Solar Atta Chakki Yojana 2024 লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর সেই আবেদন পত্র A4 পেপারে প্রিন্ট করে নিয়ে নিজের হাতে তা পূরণ করে ফেলতে হবে।
৩) উপরে যে যে নথিপত্র গুলি উল্লেখ করা হলো সেগুলির এক কপি করে জেরক্স করিয়ে রাখতে হবে।
৪) এরপর সবকিছু একত্রিত করে একটি খামে ভরে নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জমা করে আসতে হবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment