Organiser Teacher Latest News – সংগঠক শিক্ষক

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক যেন ছাড়ছে না। অন্যদিকে অরগানাইজার নিয়োগ ও আশা জুগিয়ে হতাশা ফেরত দিচ্ছে। প্রায় দশ বছর ধরে চলা এই মামলা কিছুতেই যেন শেষ হচ্ছে না। আগামী ২৭ তারিখে একটি মামলার শুনানি এর জন্য লিস্টেড ছিল, কিন্তু সেটি আবার পিছিয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে চলে গেছে। অন্যদিকে আরেকটি খবর পাওয়া গেছে, কয়েকদিনের মধ্যেই একটি নোটিফিকেশন হতে পারে। তবে যাদের কেস শেষ হয়েছে, কিম্বা মামলা আর লিস্টেড নেই তাদের কথা বলা হচ্ছে, তিনটি ধাপে নিয়োগ হবে। এবং প্রথম লিস্ট টি দিন পনেরর মধ্যেই প্রসেস হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সঙ্গঠনের কর্তা জানিয়েছেন, যারা সঠিক জায়গায় আছেন তাদের হবেই। তবে আসল যে লিস্ট আর যতজন নিজেকে অরগানাইজার মনে করছেন, সেই সঙ্খ্যার বিস্তর ফারাক। এর আগেও হুগলি তে নিয়োগ হয়েছে। যারা অরিজিনাল তারা ডাক পেয়েছে। চাকরি পেয়ে গেলে তখন কেউ অরগানাইজার থাকবে না, তখন প্রাইমারী টিচার হয়ে যাবে। চাকরির পর, আর কি কেউ স্বীকার করবে? সে অরগানাইজার ছিল। তখন MM দের ফোন ও রিসিভ করে না। যদিও এর আগে অনেক এরকম হয়েছে। তাই ডাক না পেলে আগে থেকে কেউ বিশ্বাস করতে চাইছে না। আপনারা যদি আমাদের অ্যাপ ইন্সটল না করে থাকেন, পাশের লিঙ্ক ক্লিক করে ইন্সটল করুন। https://play.google.com/store/apps/details?id=com.ek24.info এই অ্যাপ এ বেশি খবর পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment