Aadhaar Card Update – আধার কার্ড নিয়ে বিরাট সুখবর দিলো UIDAI. শুনলেই খুশিতে লাফাবেন।

ইতিমধ্যেই সকল দেশবাসীকে আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Card Update) এর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই ঘোষণার পরই প্রায় ৪০ কোটি Aadhaar Card Update সম্পন্ন রয়েছে। তবে এখনও ঢের বাকি। যারা ইতিমধ্যেই করে নিয়েছেন তাদের কিছুই করা লাগবে না। তবে এখনও যারা আধার কার্ড আপডেট করেন নি, তাদের জন্য বিরাট সুখবর।

বর্তমানে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা ভারতের নাগরিকরা ভালোভাবেই জানেন। আপনি এদেশে থাকবেন, আর আধার কার্ড থাকবে না, তো আপনি এদেশের বাসিন্দা হিসেবেই স্বীকৃতি পাবেন না ঠিকঠাক। যে কোনো সরকারি কাজে একমাত্র গুরুত্বপূর্ণ নথি এটি। তাই প্রত্যেক ব্যক্তির আধার কার্ড যাতে সচল থাকে সেজন্যই আধার আপডেটের নিয়ম (Aadhaar Card Update Rule) জারি করেছে কেন্দ্র।

Online UIDAI Aadhaar Card Update.

বারবার জনগণকে সুযোগ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য। কিন্তু অনেকেই এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেন নি। এবার শেষবারের মতো Aadhaar Card Update এর জন্য আরও ৩ মাস সময় বাড়াল কেন্দ্র এই প্রক্রিয়া করার জন্য। যারা এখনো পর্যন্ত নিজেদের আধার কার্ড আপডেট করেননি তাদের অত্যন্ত সৌভাগ্য এটি। কারণ এরপর এটা না করলে আপনার আধার আর বৈধ থাকবে না!! আর নির্দিষ্ট সময়সীমার পর আপডেট করলেও দিতে হবে নির্দিষ্ট অংকের চার্জ বা জরিমানা।

Online Aadhaar Card Update

প্রতিটি জিনিসেরই একটা নির্দিষ্ট বৈধতার মেয়াদ থাকে। এই মেয়াদ শেষ হলে আবার রিনিউ করতে হয় তা। আধার কার্ডের ক্ষেত্রেও ঠিক এমনটাই। আধার কার্ড শুরু হয়েছে ১০ বছরের বেশি সময় ধরে। তাই এক্ষেত্রে অনেকের কার্ডই নির্দিষ্ট সময় সীমা অতিক্রম করে গেছে। যার ফলে এখন দুর্বল হয়ে পড়েছে সেই কার্ডের সিকিউরিটি। আপনারা ভালো করেই জানেন আধার কার্ড সব কাজে লাগে (Aadhaar Card Update). আর অনলাইন লেনদেন এর জন্য স্যিকুরিটি ও জরুরী।

তাই এখানে কতটা গুরুত্বপূর্ণ তথ্য তাকে একজন ব্যক্তির। সিকিউরিটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে হ্যাকাররা সহজেই ট্রেস পেতে পারবে আমাদের আধার কার্ডের। আর তখন অনেক ক্ষতি হতে পারে আমাদের। এই কারণেই আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার কথা জানিয়েছে কেন্দ্র। যারা নিজেদের আধার প্রতি ১০ বছরের মধ্যে আপডেট করবেন তাদের সেরকম কোনো ভয় নেই।

Aadhaar Card Update Last Date By UIDAI

২০২৩ এর জুন মাসেই UIDAI (Unique Identification Authority of India) এর পক্ষ থেকে আধার কার্ড আপডেট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। প্রথমে ১৫ই জুন পর্যন্ত সময় দেওয়া হয় সকলকে। তবে অনেকেই তা না করানোয় বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে সময় সীমা বাড়িয়ে করা হয় ৩০ শে জুন পর্যন্ত। এরপর আরো বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়।

Aadhaar Card Update – আধার কার্ড আপডেট এর সময়সীমা

সর্বশেষ আপডেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১৪ই মার্চ ২০২৪ পর্যন্ত চূড়ান্ত সময় দিয়েছিল। কিন্তু এখনো কিছু মানুষ বাদ পড়ে যাওয়ায় তাদের জন্য আরও তিন মাস অতিরিক্ত সময় এই মুহূর্তে দিল কেন্দ্র। আগামী ১৪ই জুন ২০২৪ পর্যন্ত তারা আপডেট করতে পারবেন নিজের আধার কার্ড বিনামূল্যে (Aadhaar Card Free Update).

MSME Loan (ব্যবসায়িক লোন)

Aadhaar Card Update Online Process

১. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২. এরপর Adhaar Demographic Data and Check Status এ ক্লিক করুন।
৩. মোবাইল নম্বর জানতে চাইবে যেটিতে আধার লিঙ্ক করা আছে। সেই নম্বরটি লিখুন।
৪. আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপি টি লিখুন।

40 কোটি দেশবাসীকে স্বপ্নপূরণের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে। বড় ঘোষণা মোদী সরকারের।

৫. Update Demographic Status অপশনে ক্লিক করুন।
৬. Proceed বাটনে ক্লিক করুন।
৭. আপনার একটি পরিচয় পত্রের প্রমাণ এবং একটি স্থায়ী বাসস্থানের প্রমাণ স্ক্যান করে আপলোড করুন।
৮. আধার আপডেট এর কাজ শেষ। এরপর UIDAI আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। এটি যত্ন করে রেখে দিন।

আধার আপডেট ও ডকুমেন্টস আপ্লোদের ২ দিনের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। এরপর আরও কয়েকদিন পর আপনার আবেদনের স্ট্যাটাস নিয়ে আরেকটি কনফার্মেশন মেসেজ আসবে। তাহলেই আপনার আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আপনি আধার কার্ড ডাউনলোড করলে আপডেটেড আধার কার্ড ই দেখতে পাবেন। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এবং এই ধরনের আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

ব্যাংক একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। আধার কার্ড থাকলে সবাই টাকা পাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment