প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে মোবাইল ফোনে এবার ড্রোন ক্যামেরা ফোন! অন প্লাসের দুর্দান্ত স্মার্টফোন OnePlus Drone 5G. স্মার্টফোন নির্মাতা OnePlus এবারে তাদের দুর্দান্ত প্রযুক্তি এবং প্রিমিয়াম ফেসিলিটির সাথে লঞ্চ করতে চলেছে OnePlus Drone 5G. আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটিয়ে এই মডেলে অত্যাধুনিক শক্তিশালী ব্যাটারি ও বিভিন্ন স্পেসিফিকেশনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ড্রোন এর সক্ষমতা। অর্থাৎ এটি যে শুধুমাত্র সাধারণ স্মার্টফোনের মতই ব্যবহার করা যাবে, তাই নয় বরং এই যন্ত্র দিয়ে বিভিন্ন আধুনিক কাজ করতে পারবেন গ্রাহকেরা। এর সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Drone camera phone ক্যাপাবিলিটির সঙ্গে লঞ্চ হওয়া এই মডেলটি পাওয়া যেতে পারে মাত্র 8,999 টাকা থেকে শুরু!
OnePlus Drone 5G Smartphone Features and Review
ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির বাজেটের মধ্যেই লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফেসিলিটির সাথে আধুনিক ফিচার যুক্ত OnePlus Drone 5G. এই স্মার্টফোনটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এতে থাকছে সাধারণ মোবাইলের মত বিভিন্ন ফিচারস এবং ড্রোন এর বিশিষ্টতা। সব মিলিয়ে প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটি কীভাবে বাজেট ফ্রেন্ডলি দামে লঞ্চ হতে পারে, সেটি নিয়ে অনেকের মধ্যেই একাধিক প্রশ্ন রয়েছে। তাহলে চলুন, আর একদমই দেরি না করে এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
OnePlus Drone 5G ব্যাটারি ও স্টোরেজ
ব্যাটারির দিক থেকে অনবদ্য হতে চলেছে এই 5G স্মার্টফোনটি। ওয়ান প্লাস কোম্পানি তাদের এই দুর্দান্ত মডেলে 6000mAh এর শক্তিশালী ব্যাটারি। এর পাশাপাশি ড্রোন হিসাবে বিভিন্ন ফুটেজ নেওয়ার সাথে মাল্টি টাস্কিং এবং ভিডিও স্ট্রিমিং এর জন্য এই মডেলের ব্যবহার করা হয়েছে 12GB RAM ও 5G কানেকটিভিটি। অর্থাৎ হাওয়ায় যখন ড্রোনটি ভাসবে এবং উপর থেকে বিভিন্ন ফটো বা ভিডিও ক্যাপচার করবে, ঠিক সেই মুহূর্তেই মোবাইল ফোনের সাহায্যে সোশ্যাল মিডিয়ার সরাসরি লাইভ স্ট্রিমিং বা আপলোড করা যেতে পারে সেই ভিডিও বা ছবি।
OnePlus Drone 5G ডিজাইন
অন্যান্য স্মার্টফোনের তুলনায় OnePlus Drone 5G একেবারেই অন্যরকম হতে চলেছে। এই মডেলটি স্মার্টফোনের মতই দেখতে হলেও এর সাথে কোন অ্যাপসেবল রোটোর আর্মস যুক্ত থাকবে। এর পাশাপাশি রাত্রে ওড়ার জন্য মডেলটিতে শক্তপোক্ত আউটার সেল এবং LED লাইট এর ব্যবহার করা হয়েছে।
OnePlus Drone 5G অন্যান্য ফিচার
- এই মডেলটিতে সরাসরি ড্রোন ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ড করা ও আপলোড করা সম্ভব হবে।
- LiDAR সেন্সরের সাহায্যে এর যাত্রা পথে আসো বিভিন্ন বাধাকে অনায়াসেই ডিটেক্ট করে এটি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। অর্থাৎ চলাচলের সময় এই ড্রোনে অবস্টাকেল এভয়েডেন্স সেন্সর লাগানো রয়েছে।
- ড্রোনটিকে চার্জ করার জন্য ওয়ারলেস চার্জিং সিস্টেমও থাকবে বলে জানা যাচ্ছে।
- পাশাপাশি এতে থাকবে AI এসিস্টেট ফ্লাইট স্টাবিলাইজেশন ও AMOLED স্ক্রিনের সাথে ফোল্ডেবল কন্ট্রোলার।
আরও পড়ুন, মোবাইল ফোনে ৩০০০ টাকা ছাড় দিচ্ছে। সাথে পাবেন বিনামূল্যে ৫৪৯৯ টাকার Oneplus Buds 3.
সব মিলিয়ে আধুনিক ফিচার যুক্ত এই মডেলটি অন্যান্য যে কোন ড্রোনের থেকে একেবারেই অন্যরকম হতে চলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন বিশেষজ্ঞরা OnePlus Drone 5G সম্পর্কে বিভিন্ন মতামত জানালেও অফিশিয়াল ভাবে এখনো পর্যন্ত এর স্পেসিফিকেশনগুলি জানানো হয়নি।
আরও পড়ুন, 8000 টাকায় লঞ্চ হল Realme C71 5G স্মার্টফোন। পাচ্ছেন ওয়ারলেস চার্জিং
OnePlus Drone 5G এর সম্ভাব্য দাম
বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, OnePlus Drone 5G মডেলটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাজেটের মধ্যেই মাত্র 8,999 টাকাতে লঞ্চ করা হতে পারে। তবে এ কম দামে আদৌ পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। সঠিক দামের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ২৫ সালের শেষের মধ্যেই এই ডিভাইসটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে কোম্পানির তরফে এখনো পর্যন্ত বড় কোন ঘোষণা করা হয়নি। অফিসিয়াল ঘোষণার পরেই এই বিষয়ে বিভিন্ন তথ্য আরো বেশি করে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
উপসংহার
স্মার্টফোনের পাশাপাশি ড্রোনের ব্যবহারের একটি অন্যতম নজির হতে চলেছে OnePlus Drone 5G. এক কথায় স্মার্টফোন ও ড্রোনের মেলবন্ধন হিসাবে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিতে চলেছে এই দুর্দান্ত ডিভাইসটি। এখনো পর্যন্ত এই বিষয়ে কোন অফিসিয়াল তথ্য জানা না গেলেও, এমন ডিভাইসের সম্ভাবনা যে ভবিষ্যতে রয়েছে সেই বিষয়ে অনেকটাই নিশ্চিত বিশেষজ্ঞরা। এর পাশাপাশি অল্প টাকার মধ্যে 6000mAh এর এই বিশেষ ডিভাইস লঞ্চ হলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যাবে বলেও মনে করা হচ্ছে।