Omicron Lockdown In Bengal: রাজ্যে আবার কড়া লকডাউন, কি কি নিয়ম মানতে হবে?

সারা দেশ তথা রাজ্য জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনার New variant Omicron এর আক্রান্তের সংখ্যা (Omicron Lockdown In Bengal) । আর পর পর তিন দিন সংক্রমনের হার তিন গুন বেড়েছে। বিগত চারদিন এর মধ্যে রাজ্যে বেড়ে গেছে নতুন আক্রন্তের সংখ্যা।এই পরিস্থিতিতে বাতিল হয়েছে একাধিক সরকারি অনুষ্ঠান। পাশাপাশি, রবিবার নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব।

সাংবাদ সুত্রে জানা গেছে, হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে (Omicron Lockdown In Bengal)। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, কিন্তু মোট যাত্রী আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

এক নজরে দেখে নিন, কী কী বন্ধ থাকছে? (Omicron Lockdown In Bengal)

১) সন্ধে ৭ টার পর বন্ধ থাকবে লোকাল ট্রেন।

২) রাজ্যের লোকাল ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ।

৩) স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার সমস্ত ট্রেন ।

– ওমিক্রন, বদলে যেতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সূচী।, পড়তে ক্লিক করুন

৪) সমস্ত স্কুল, কলেজ ও বিশ্যবিদালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৫) রাত ১০ টার মধ্যে বন্ধ করতে হবে শপিং মল , ও সিনেমা হল। (Omicron Lockdown In Bengal)

৬) রাত ১০ টা থেকে ৫ টা পর্যন্ত চলবে কার্ফু।

৭) যে কোন প্রকার সামাজিক কাজ কর্মে ৫০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।

৮) সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। (Omicron Lockdown In Bengal)

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment