ICC World Cup 2023 – ক্রিকেট বিশ্বকাপের নিয়মে বড় বদল, বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত। ভারত ব্যাকফুটে?

ক্রিকেট বিশ্বকাপ তথা ICC ODI World Cup 2023 এর আগে বিশ্বকাপের নিয়মে রদবদল ঘটালো ICC। বিশ্বকাপের একটি চিরাচরিত নিয়মে পরিবর্তন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC. বিশেষত, 2019 সালের বিশ্বকাপের বহুবিতর্কিত সেই নিয়মটিতেই মূলত পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। kকি নিয়ম বদলে গেল, এবং তাতে টিম এর কি কোনও ক্ষতি হবে কিনা, বা সমীকরণে পরিবর্তন হবে কিনা। জেনে নিন।

Advertisement

এবারের ODI World Cup 2023 শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে। এবারের প্রথম ম্যাচ হবে আগেরবারের দুই ফাইনালিস্ট দেশ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড এর মধ্যে। ভারত এর বিশ্বকাপের অভিযান শুরু হবে 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে।

Advertisement

ICC world cup 2023

2019 এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা অনেকেরই স্মরণে আছে বিশেষ করে ICC এর একটি নিয়ম কে ঘিরে ইংল্যান্ড – নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে হওয়া তুমুল বিতর্ককের জন্য। বিতর্কিত এই ম্যাচটিতে 50 ওভারে টাই হয় এবং যারফলে ম্যাচটি সুপার অভার পর্যন্ত গড়ায়। দুর্ভাগ্যক্রমে, সুপার ওভারেও ম্যাচটি টাই হয়। শেষপর্যন্ত দলের বাউন্ডারি শটের নিরিখে চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছিল ফাইনাল ম্যাচের। ইংল্যান্ডের বেশি বাউন্ডারি থাকায় 2019 এর সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।

Very chipset Mobile Recharge Plan

বাউন্ডারির নিয়মানুসারে চ্যাম্পিয়ন ঘোষণার এই নিয়মটি নিয়েই বিতর্ক হয়েছিল তুমুল। অনেক ক্রিকেটার বিশেষজ্ঞ, বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটররা ICC এর এই নিয়মকে সমর্থন করেননি। সেই সময়, দুই দল যাতে সমান সমান সুযোগ পায়, তাই পুনরায় সুপার ওভার এর জন্য সওয়াল হয়েছিলেন বিশেষজ্ঞরা।

ODI World Cup New Rule 2023

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নীতি অনুযায়ী, 2023 এর এবারের বিশ্বকাপে টাই হওয়া ম্যাচে এর সুপার ওভারেও যদি ম্যাচ টাই হয়, তবে আবারও সুপার ওভার ম্যাচের আয়োজন করা হবে সেই দলের মধ্যে।

Advertisement

আরোও পড়ুন » Free LPG Cylinder – পুজোর মাসে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। কিভাবে পাবেন জেনে নিন।

ICC এর নির্দেশে এবার সুপার ওভার ম্যাচের বার বার আয়োজন করা হবে যতক্ষণ না পর্যন্ত দুই ম্যাচের ফলাফল আসে। যদি বার বার ম্যাচ টাই হয় তবে প্রত্যেকবারই সুপার ওভারের ম্যাচ হবে। মূলত, দুইদেশ যাতে সমান সুযোগ পায় এবং 2019 এর বিতর্কের পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই এই নতুন নির্দেশের কড়াকড়ি করেছে ICC.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment