Mutual Fund – মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে সাবধান! 30 এ সেপ্টেম্বরের মধ্যে করুন এই কাজ নইলে বন্ধ হয়ে যাবে একাউন্ট

Mutual Fund Update: ভবিষ্যৎ চিন্তা করে অনেকেই নানা জায়গায় বিনিয়োগ করে থাকেন বর্তমানে বিনিয়োগ করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো মিউচুয়াল ফান্ড। বহু মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন। এখানে ঝুঁকি যেমন কম, তেমন সুবিধা অনেক বেশি। তাই দিন দিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী সংখ্যা বেড়েই চলেছে। আপনিও কি মিউচুয়াল ফান্ডে নিয়োগ করেন? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।

মিউচুয়াল ফান্ডে নমিনি যুক্ত করা বাধ্যতামূলক(Nominee update is mandatory in mutual funds)

সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গত মার্চ মাসে একটি সার্কুলার জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, সকল মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের তাদের পোর্টফোলিওতে নমিনি যোগ করতে হবে। এই সার্কুলারে নমিনি যুক্ত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যে সময় সীমা আগামী ৩০শে সেপ্টেম্বর শেষ হতে চলছে। অর্থাৎ হাতে সময় মাত্র দুই সপ্তাহ। এই দিনের মধ্যে নিয়ম মেনে মিউচুয়াল ফান্ডে নমিনি যোগ না করলে বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এমনকি মিউচুয়াল ফান্ড ফ্রিজ করা হতে পারে।

নমিনি যুক্ত করার শেষ সীমা

জানিয়ে রাখি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৫ই জুন একটি সার্কুলার জারি করেছিল। যেখানে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের নমিনি যোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এই সার্কুলারে শেষ সীমা নির্ধারিত হয়েছিল চলতি বছরের ৩১শে মার্চ। তবে মার্চে এসইবিআই আরো একটি সার্কুলার জারি করে, যেখানে নমিনি যোগ করার সময়সীমা বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হয়। এই সার্কুলারে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, যদি সময়ের মধ্যে নমিনি যুক্ত না করা হয় তাহলে পোর্টফোলিও ফ্রিজ করা হবে।

আরোও পড়ুন » Share Market – G20 সম্মেলনের পর থেকে তরতরিয়ে বাড়ছে এই সকল কোম্পানির শেয়ার

অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবে?

পোর্টফোলিও ফ্রিজ করা হলে বিনিয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে। এমনকি টাকাও ফ্রিজ করা হতে পারে। এ অবস্থায় মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা কি করবেন? তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় নমিনি যুক্ত করতে হয়, নয়তো নমিনি বাদ দিতে হবে। তবে নমিনি বাদ দিতে চাইলে কিংবা নমিনি রাখতে না চাইলে কর্তৃপক্ষকে সে বিষয়ে অবগত করতে হবে। এর জন্য অপ্ট-আউট ফর্ম পূরণ করে জমা করতে হবে। বলে রাখি, আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট যদি ব্যাক্তিগত না হয়ে যৌথ হয়, সে ক্ষেত্রেও নমিনি যোগ করতে হবে। কেননা যৌথ হোল্ডারের মৃত্যু ঘটলে, টাকা তোলার সময় নমিনি কাজে আসবে। জানিয়ে রাখি, নমিনি করার জন্য নমিনি কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। তবে নমিনি ফর্মে অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার থাকা বাধ্যতামূলক।

Invest Government Bank Stock Market

কিভাবে নমিনি নাম যুক্ত করতে হবে?

মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে অফলাইন ও অনলাইন দুই ভাবে নমিনি নাম যুক্ত করা যায়। দুটি পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো-

অফলাইন পদ্ধতি: অফলাইন পদ্ধতিতে নমিনি নাম যুক্ত করতে চাইলে একটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে, সেটা পূরণ করতে হবে। সেই ফর্মে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর করে উক্ত ফর্ম রেজিস্টার ও ট্রান্সফার এজেন্ট কিংবা সরাসরি মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে জমা করতে হবে।

অনলাইন পদ্ধতি: টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টে নমিনি যোগ করা সম্ভব।এর মাধ্যমে অ্যাকাউন্ট লগইন করে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে বিবরণ দিতে হবে। যে ভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য নমিনি যোগ করা হয়, সেই একই ভাবে এখানেও নমিনি যোগ করা যাবে।

আরোও পড়ুন » Systematic Withdrawal Plan – মাত্র 10 হাজার টাকা জমিয়ে সারা জীবন প্রতিমাসে পান 17 হাজার টাকা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment