Nikon Scholarship – নতুন স্কলারশিপে আবেদন করলেই পাবেন পড়াশোনার সব খরচ। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা আবেদন করুন।

আমাদের দেশে সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কলারশিপ (Nikon Scholarship) এর গুরুত্ব অনেক বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন পরে। সারা দেশ তথা রাজ্যের দারিদ্র সীমার নীচে বসবাসকারী বহু ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে বহু সংস্থা। আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে যে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব তার নাম হল নিকন স্কলারশিপ। সম্প্রতি এই স্কলারশিপের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন পত্র জমা দেওয়ার কাজ চলছে।

Nikon Scholarship Program 2023.

Nikon Scholarship Eligibility

কারা কারা এই Nikon Scholarship জন্য আবেদন করতে পারবে? আবেদনের যোগ্যতা কি? আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত কিছুর উত্তর পেতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। নিকন হল একটি জার্মান কোম্পানি (German Company) এর সদর দপ্তর হল টোকিওতে (Tokyo). এই কোম্পানিটি বিশ্ব তথা ভারতবর্ষের বাজারে ক্যামেরা, বাইনোকুলার, মাইক্রোস্কোপ, পরিমাপের যন্ত্রপাতি, স্টিপারস ইত্যাদি তৈরি করে সারা ফেলে দিয়েছে।

এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ১৯১৭ সালে। এই কোম্পানিটি দারিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কাজে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এবার এই Nikon Scholarship 2023 বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা যাক। ভারতের সকল রাজ্যের পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নিকন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২৪ প্রোগ্রামের আবেদনের জন্য যোগ্যতা।

  • Nikon Scholarship আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই তিন মাস বা তার বেশি সময় ধরে ফটোগ্রাফি সংক্রান্ত কোর্সে পাঠরত হতে হবে।
  • শিক্ষার্থীর পারিবারিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
  • প্রার্থীর নামে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। কারণ স্কলারশিপের টাকা সরাসরি চলে যাবে প্রার্থীর নামে থাকা ওই ব্যাংক একাউন্টের মধ্যে।

Nikon Scholarship Amount

Nikon Scholarship প্রোগ্রামের বৃত্তির পরিমানঃ
নিকন স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপ (Private Scholarship) হওয়ার জন্য মেধাতালিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া হবে। এবার যে সকল শিক্ষার্থী এই স্কলারশিপ প্রোগ্রাম এর জন্য মনোনীত হবে। তাদের ব্যাংক একাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা পৌঁছে যাবে। মনোনীত ছাত্র ছাত্রীরা বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে Nikon Scholarship এর মাধ্যমে।

Documents Required

নিকন স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র। নিকন স্কলারশিপ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে গেলে ছাত্র ছাত্রীদের যে ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করার প্রয়োজন রয়েছে সে গুলি হল। আর আপনারা অবশ্যই এই সকল নথিপত্র ঠিক করে নিয়ে তবেই আবেদন করবেন। কারণ এই আবেদন সঠিকভাবে না দিলে আপনার এই আবেদন বাতিল হয়ে যাবে।

  • ছাত্র ছাত্রীরা যে ভারতবর্ষের নাগরিক তার প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের কপি।
  • শিক্ষাগত যোগ্যতার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের রেজাল্টের কপি (Nikon Scholarship).
  • বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
  • ফটোগ্রাফির যে কোর্সে প্রার্থীরা পাঠরত সেই কোর্সের ভর্তি এবং পেমেন্টের রশিদ।
  • ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
পশ্চিমবঙ্গের মহার্ঘভাতা তথা DA (Dearness Allowance)

Application Process of Nikon Scholarship

নিকন স্কলারশিপের আবেদনের পদ্ধতিঃ
১) নিকন স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীদের প্রথমে Buddy4Study ওয়েব সাইটে ভিজিট করতে হবে।
২) যাদের Buddy4Study সাইটে রেজিস্টার করা নেই সেই সব প্রার্থীরা নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন। আজ যাদের রেজিস্টার করা আছে তারা লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইটে প্রবেশ করুন।

প্রাইমারী টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি।

৪ ) এরপর নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৫) অনলাইনে থাকা ফর্মটি পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে শেষে সাবমিট অপশনে ক্লিক করুন।
ইচ্ছুক প্রার্থীরা ৩১ শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে Nikon Scholarship আবেদন প্রক্রিয়া শেষ করবেন। কারণ ওই দিনটিই শেষ এই স্কলারশিপের আবেদন পত্র জমা দেওয়ার।
Written by Nupur Chattopadhyay.

School Admission – জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গের স্কুলে ভর্তির নতুন নিয়ম। শিক্ষা দপ্তরের

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment