জিওর জামানায় টিকে থাকতে একের পর এক চমক (New Year Recharge Offers) দিচ্ছে সরকারি টেলিকম কোম্পানী BSNL। ইতিমধ্যেই সব কোম্পানী তাদের রিচার্জ প্লানের খরচ বাড়িয়েছে। কিন্তু BSNL উল্টো পথে হেটে নতুন নতুন প্লান সস্তায় মার্কেটে লঞ্চ করছে। তাই প্রায় অর্ধেক খরচে আপনি পেয়ে যাবেন অধিক পরিষেবা।
আর এবার BSNL তাদের আরো একটি নতুন রিচার্জ প্লান এনে বাজারে তাক লাগিয়ে দিয়েছে, এই রিচার্জ প্লানে আপনি পাবেন ১০ মাসের ভ্যালিডিটি সহ প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস। New Year Recharge Offers
এই সময়ে জিও এয়ারটেল ও ভোডাফোন এইসব টেলিকম কোম্পানি গুলো তাদের রিচার্জ প্লানের দাম বাড়িয়েছে, কিন্তু ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL এই কয়েক মাসে প্রায় ডুবে যাওয়া থেকে সম্পূর্ণ ঘুরে দাড়িয়ে গ্রাহকদের জন্য স্বস্তায় নতুন নতুন প্লান এনে দিচ্ছে। New Year Recharge Offers
বিগত কয়েক মাসে যার জন্য গ্রাহক সংখ্যা অনেকটাই বেড়েছে। যদিও এর আগে BSNL এর পরিষেবা নিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের অভিযোগ ছিলো তবে এখন কোম্পানীর এই পরিসেবায় আবার গ্রাহক সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। New Year Recharge Offers
সস্তায় BSNL এর প্লানঃ
BSNL গ্রাহকদের আকর্ষিত করতে এই সরকারি টেলিকম কোম্পানী তাদের কোনো ত্রুটি রাখছে না, আগামী মাসেই চালু হচ্ছে 4G পরিষেবা। আর তার আগেই এই বাজারে BSNL, ৪০০ টাকার কমে এমন একটি প্রিপেইড প্ল্যান অফার করেছে যা Jio, Airtel এবং Vi-এর মত বেসরকারি সংস্থাকে রীতিমত টেক্কা দিচ্ছে। New Year Recharge Offers
এই প্ল্যানে প্রায় একবছরের বৈধতা সহ আনলিমিটেড কল, ডেটা ও এসএমএস বেনিফিট পাওয়া যায়। আসুন BSNL এর এই প্ল্যানটির মূল্য ও সুবিধাগুলি জেনে নেওয়া যাক। New Year Recharge Offers
৪০০ টাকার কমে পাবেন এই BSNL প্রিপেইড প্ল্যানের সুবিধা
BSNL এর এই প্ল্যানের দাম 397 টাকা। আপনি এতে প্রতিদিন ২ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, 100টি এসএমএস এবং PRBT টিউনের সুবিধা পাবেন। যার ভ্যালিডিটি 300 দিন। New Year Recharge Offers
আরও পড়ুন, মোবাইলে ঢুকছে নতুন ভাইরাস, এখনই এটা করুন
অন্যদিকে Airtel এর 359 টাকার প্রিপেইড প্ল্যানে থাকে 28 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2 জিবি ডেটা এবং 100 টি করে এসএমএস । এর সাথে থাকে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও এই 359 টাকার প্ল্যানে থাকে অ্যামাজন প্রাইম ভিডিও, এয়ারটেল এক্সট্রিম এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন বিনামূল্যে উপলব্ধ। New Year Recharge Offers
Jio-র 419 টাকার প্রিপেড প্ল্যানে থাকে 28 দিনের বৈধতার সাথে প্রতিদিন 3জিবি ডেটা, 100টি এসএমএস এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। এছাড়া, এই প্ল্যানের সাথে বিনামূল্যে জিও টিভি, জিও মুভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড অ্যাক্সেস দেওয়া হবে।
তাহলে বুঝতেই পারছেন আর মাত্র ৫০ থেকে ১০০ টাকা খরচ করলেই ১ মাস বা দুই মাসের বদলে পুরো বছরের ভ্যালিডিটি পাচ্ছেন। আর 4G চালু হলে তো সোনায় সোহাগা! এবার আপনিই নিচে কমেন্ট করে জানাবেন কোন প্ল্যানটি বেশি সস্তা?
আরও পড়ুন, নতুন বছরে বাম্পার ক্যাসব্যাক, ক্লিক করুন