২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়ে আসেন রাজ্যের সকল নাগরিকদের বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়ার জন্য। কিন্তু বিগত কিছু সময় ধরে এই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক ধরণের অভিযোগ জানানো হয় সুবিধাভোগীদের তরফে। এবারে এই নিয়ে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হল। এতোদিন পর্যন্ত স্বাস্থ্যসাথীর কার্ডে সরকারি ও বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রপচার করা গেলেও এখন থেকে স্বাস্থ্যসাথীর কার্ডে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার আর করা বলে ঘোষণা করলেন স্বাস্থ্যসাথী পর্ষদের আধিকারিকরা।
New Update For Swasthya Sathi Card By Nabanna.
তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্যসাথী পর্ষদের আধিকারিকরা। মূলত বেশ কিছুদিন ধরেই রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে (Swasthya Sathi Card) বেনিয়ম, বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলছিল বিরোধীরা। তাই বেনিয়ম ঠেকাতে আগেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিল সরকার। কখনও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
গত এক বছর ধরে পরীক্ষামূলকভাবে মালদহ, মুর্শিদাবাদে স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় মুর্শিদাবাদে স্বাস্থ্যদফতর জানিয়েছিল, জরুরী অবস্থা ব্যতিরেকে স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) বেসরকারি হাসপাতাল অর্থোপেডিকের চিকিৎসায় সরাসরি রোগী ভর্তি করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে, অর্থোপেডিকের বেশির ভাগ পরিকল্পিত অস্ত্রোপচার সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে চলে যাচ্ছে স্থানীয় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে।
আর সেই অপারেশন হচ্ছে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Card) প্রকল্পে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকায় সরকারি হাসপাতাল থেকে অর্থপেডিক রোগীদের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে রেফারের ঘটনা বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তাদের সবাইকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিকল্পিত অস্ত্রোপচার করা হয়েছিল। শুধু মুর্শিদাবাদ নয় মালদাতেও একই ঘটনা ঘটছিল।
মুর্শিদাবাদ, মালদাতে নিষেধাজ্ঞা থাকার পরেও বেনিয়মের ঘটনা সামনে আশায় এবার নড়েচড়ে বসলো নবান্ন। নতুন নিয়মে জানানো হয়েছে, বর্তমানে আপতকালীন পরিস্থিতি অর্থাৎ কোনও দুর্ঘটনার পর জরুরি অস্ত্রপোচার আগের মতই Swasthya Sathi Card সাহায্যে করা গেলেও পরিকল্পিত অস্ত্রোপচার অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে হাড়ের কোনও অপারেশন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে আর করা যাবে না। পাশাপাশি বলা হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রেফার করা যাবে।
Upper Primary TET – উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কল লেটার ডাউনলোড করুন ও এই নিয়মটি জেনে রাখুন।
এই ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই রেফারেল সার্টিফিকেট নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হবে। Swasthya Sathi Card ব্যবহার করে বিভিন্ন অসাধু কাজ করাকে প্রতিরোধ করতে স্বাস্থ্যদপ্তর সূত্রে গৃহীত এই পদক্ষেপটিকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা এই স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।
Written by সম্প্রীতি বোস।
LPG Cylinder Rate – মাসের শুরুতেই সস্তা হল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ভোটের আগে