আপনার কি ব্যাংক একাউন্ট আছে? তাহলে Minimum Balance বা মিনিমাম ব্যালান্স নিয়ে এই খবরটি আপনার জেনে নেওয়া খুবই প্রয়োজন। নাহলে হতে পারে চরম বিপদ। বছরের শুরুতেই নয়া নির্দেশিকা জারি করে সকলকে সতর্ক করল (RBI). রিজার্ভ ব্যাংক মারফত জানানো হয়েছে, এখন থেকে প্রত্যেক ব্যাংক একাউন্টধারীকে (Bank Account) মানতে হবে বিশেষ নিয়ম। Minimum Balance নিয়ে এই নিয়ম না মানা হলে নিস্ক্রিয় করে দেওয়া হবে তাদের একাউন্ট।
Minimum Balance Update By RBI.
আপনার যদি ব্যাংকে কোনো রকম টাকা পয়সা জমা থাকে তবে সেটিও চোট যাবার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি নিজের একাউন্ট বাঁচাতে চান, তবে সত্বর এই বিষয়টি সম্পর্কে জেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করুন। যদিও স্বস্তির খবর, এই ক্ষেত্রে কিছু গ্রাহককে রেহাই দেওয়া হবে, সে কথাও জানিয়ে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। Minimum Balance নিয়ে নতুন নিয়ম আপনারা সকলে জেনে নিন।
RBI এর নতুন নিয়ম
সাধারণত আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা একটির বেশি ব্যাংক একাউন্ট ধারণ করেন। এতে এক সঙ্গে সব গুলি একাউন্টে লেনদেন করা সম্ভব হয় না বা Minimum Balance বজায় রাখাও মুশকিল হয়ে ওঠে। ফলে বহুকাল ধরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে সেই সমস্ত ব্যাংক একাউন্ট। এমনকি অনেক গ্রাহকরা সে গুলি থেকে কোন রকম টাকা পয়সা দাবিও করেন না। এবার আরবিআই জানিয়েছে, অন্ততপক্ষে দু’বছর ধরে যে সমস্ত ব্যাংক একাউন্ট (Bank Account) গুলি এই অবস্থায় রয়েছে সে গুলিকেই বন্ধ করে দেওয়া হবে।
আরো জানানো হয়েছে, যে সমস্ত একাউন্ট গুলি ১০ বছরের বেশি সময় ধরে আনক্লেমড এবং নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, সে গুলি RBI দ্বারা রক্ষণাবেক্ষণকারী আমানতকারী এবং শিক্ষা সচেতনতা তহবিলে স্থানান্তরিত করা হবে। তবে এক্ষেত্রে যে সমস্ত একাউন্ট গুলিতে Minimum Balance নেই সে গুলির উপর কোন জরিমানা করা হয়নি, তবে যে গুলির আছে তাদের ওপর জরিমানা ধার্য করেছে আরবিআই।
একাউন্ট বাঁচাতে কি করতে হবে
আরবিআই প্রদত্ত সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক গুলি গ্রাহকদের SMS, লেটার কিংবা ইমেইল মারফত ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি জানাবে। তাতে যদি গ্রাহকরা কোন রকম সারা শব্দ না করেন তবে নির্দিষ্ট ব্যাংককে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে আরবিআই। এরপর গ্রাহকদের ব্যাংকে গিয়ে পুনরায় লেনদেন করে চালু করতে হবে সেই একাউন্ট। আর যারা তার পরেও কোন রকম রেসপন্স করবেন না তাদের একাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই (Minimum Balance).
1 লাখ টাকা বিনিয়োগে, ব্যাংক ও পোস্ট অফিসের FD ও MIS এ কত টাকা সুদ পাবেন?
কাদের করতে হবে না এই কাজ
আর বি আই এর নির্দেশিকায় বলা হয়েছে, কেবল মাত্র সাধারণ সেভিংস ব্যাংক একাউন্ট গুলি কেই এক্ষেত্রে নিষ্ক্রিয় হলে চিহ্নিত করা হবে। যে সমস্ত ব্যাংক একাউন্ট স্কলারশিপের টাকা কিংবা DBT র জন্য খোলা হয়েছে সে গুলিকে বন্ধ বা ফ্রিজ করা যাবে না। তাই সে গুলির গ্রাহকদেরও আলাদা করে কোন কাজ করতে হবে না একাউন্ট (Minimum Balance) চালু রাখার জন্য।
Written by Nabadip Saha.
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ