আপনি কি সন্তানের পিতা অথবা মাতা? নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে LIC Amrit Bal Policy তে বিনিয়োগ করুন, আর সব চিন্তা ভুলে যান। তবে চিন্তা নেই। এই জন্য এখন থেকে আপনাকে বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। কারণ এই ব্যাপারে সহায় সঙ্গী হতে এগিয়ে এসেছে ভারতের বৃহত্তম বীমা সংস্থা এলআইসি (LIC). আপনার সন্তানের শিশু অবস্থা থেকেই তার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এই সংস্থা।
LIC Amrit Bal Policy Benefits And Investment.
একটি শিশু যাতে জীবনে মানুষের মত মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই চালু করা হয়েছে বিশেষ একটি স্কিম (LIC Amrit Bal Policy). আমাদের দেশের সকল মানুষদের কাছে LIC হল খুবই সুরক্ষিত এবং ভরসা যোগ্য বিনিয়োগ মাধ্যম। কিন্তু বিনিয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যাবে এখান থেকে? কিভাবে পাবেন? সব কিছু জেনে নিন।
What Is LIC Amrit Bal Policy?
LIC অমৃত বাল স্কিম হল এলআইসি তরফ থেকে সদ্য চালু করা একটি বিশেষ স্কিম। এটি 16ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখের লঞ্চ হয়েছে। অমৃত বাল হল একটি নন লিঙ্কড জীবন বীমা পলিসি। নাম থেকেই স্পষ্ট যে এটি শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের লেখাপড়ায় ছোট থেকে আর্থিকভাবে সহায়তা করা।
LIC Amrit Bal Policy স্কিমে, বাবা মা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ শুরু করতে পারেন। এলআইসি-র এই চাইল্ড প্ল্যানটি নিতে, শিশুর বয়স সর্বনিম্ন 30 দিন এবং সর্বোচ্চ 13 বছর হতে হবে। এই প্ল্যান শুধুমাত্র আমাদের দেশের সকল শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই পলিসি (LIC Policy) নিয়ে আসা হয়েছে। চলুন এই সম্পর্কে আপনারা আরও জেনে নিন।
LIC Amrit Bal Policy Benefits
অমৃত বাল স্কিম এর মাধ্যমে শিশুর পড়াশোনার জন্য ২ লক্ষ টাকা থেকে অর্থ সাহায্য দেওয়া হয় পিতা মাতাকে। ফলে শিশুকে মানুষ করা নিয়ে আর কোন চিন্তাই করতে হয় না তাদের। তবে এখানে একটি বিষয় উল্লেখ যোগ্য, এই পলিসিটি শুরু হওয়া থেকে পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, প্রতি হাজার টাকায় 80 টাকা হারে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যায়।
হঠাৎ একজন ব্যক্তি যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি তার রিটার্ন পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এইভাবে ১ লক্ষ টাকায় আপনি ৮০০০ টাকা পর্যন্ত নিশ্চিত রিটার্ন পেতে পারেন। আর একজন বাবা মা তার সন্তানের জন্য এই ধরণের পলিসি করেই থাকেন। তাহলে আর দেরি না করে এই নতুন পলিসিতে নিজেদের বাচ্চার নাম নথিভুক্ত করে ফেলুন।
LIC Amrit Bal Policy Important Update
১. পলিসি নেওয়ার সময় বয়স সীমা সর্বনিম্ন 30 দিন এবং সর্বোচ্চ বয়স 13 বছর।
২. পরিপক্কতার সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স বর্তমানে 25 বছর।
৩. প্রিমিয়াম (LIC Premium) জমা করা যাবে বিভিন্ন মেয়াদে। এক্ষেত্রে 5, 6 বা 7 বছরের টার্ম রয়েছে।
৪. ন্যূনতম বিমাকৃত অর্থ হল 2,00,000 টাকা এবং সর্বোচ্চ বীমাকৃত অর্থের কোন সীমা নেই৷
৫. প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার যোগ্যতার শর্ত সাপেক্ষে অতিরিক্ত প্রিমিয়াম পেমেন্টে উপলব্ধ (LIC Amrit Bal Policy).
৬. এলআইসির এই চিলড্রেন পলিসি কিছু শর্তের সাথে ঋণ সুবিধাও প্রদান করে।
৭. এই প্ল্যানটি এলআইসি এজেন্ট বা এলআইসি ওয়েবসাইট থেকে কেনা যাবে।
LIC Amrit Bal Policy Online Apply
এলআইসি অমৃত বাল স্কিমে আবেদন অনলাইন এবং অফলাইনে দুভাবেই করা যায়। অনলাইনে এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রক্রিয়াটি করা যেতে পারে। আর অফলাইনে করতে হলে আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে সাক্ষাৎ করুন। সেখানেই সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এই LIC Amrit Bal Policy প্ল্যানের বিষয়ে।
Written by Nabadip Saha.
LIC শেয়ারের দাম আকাশ ছোঁবে! গ্রাহকদের জন্য সুখবর। এখনই বিনিয়োগে দারুণ রিটার্ন।