ভোটের আগেই রাজ্যের মহিলাদের নতুন প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে ডবল সুবিধা দেওয়ার ঘোষণা করল সরকার। গত ৮ ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day 2024). আর সেই দিন থেকেই রাজ্যে শুরু হয় এক বিশেষ প্রকল্প। যা কেবল মহিলাদের সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। হ্যা, বলতে পারেন এটি লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) মতই আরেকটি প্রকল্প।
Govt Scheme For Women 2024.
তবে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয় ৫০০ এবং ১০০০ টাকা। সেখানে এই প্রকল্পে (Govt Scheme) সকলেই পাবেন ১৫০০ টাকা। তাই মা বোনেরা এখানে লাভবান হবেন। এই জন্য লাগবে না কোন বিশেষ যোগ্যতা। কেবল রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলেই করা যাবে আবেদন। চলুন দেখে নেওয়া যাক কি এই প্রকল্প? কিভাবে আবেদন করতে হবে এখানে? ও আরো নানা বিষয়।
IGPSSN Govt Scheme
IGPSSN যার পুরো নাম হলো ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা। এটি সাম্প্রতিককালে চালু করা একটি প্রকল্প রাজ্য সরকারের। হিমাচল প্রদেশ সরকার সেখানে বসবাসকারী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই Govt Scheme বা সরকারি প্রকল্প আরম্ভ করেছে। আজকাল নারী পুরুষের মধ্যে আর ভেদাভেদ চলে না। নারীরা ঘরে বাইরে সমান দক্ষতার সঙ্গে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করছে।
তাই এই যুগে দাড়িয়ে দেশের মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়া সরকারের কর্তব্য বলে মনে করেছে রাজ্য। যাই হোক এই Govt Scheme মাধ্যমে মাসিক ভাতা হিসেবে প্রত্যেক মহিলাকে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এই ভাতা পেতে গেলে অবশ্যই ৬০ বছর বয়স সীমা পার করতে হবে মহিলাদের অর্থাৎ এটি একটি বার্ধক্য ভাতা (Old Age Pension) বলা যেতে পারে। কিন্তু পুরুষ নয় শুধু নারীদের জন্য। এই জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করতে হবে?
Who Will Apply For New Govt Scheme
১. আবেদনকারীকে অবশ্যই হিমাচল প্রদেশের (Himachal Pradesh) একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর পরিবারে কোন রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) থাকা চলবে না।
৩. অবশ্যই ৬০ বছর বয়স পার করতে হবে।
How To Apply This Govt Scheme
১. ইচ্ছুক আবেদনকারীকে যেতে হবে নিকটবর্তী তহশীল কল্যাণ অফিসারের দপ্তরে।
২. এই প্রকল্পের (Government Scheme) জন্য নির্দিষ্ট ফর্ম নিয়ে তা ফিলাপ হবে।
৩. এরপর বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টসের এক কপি করে জেরক্স ফর্ম এর সঙ্গে সংযুক্ত করে জমা দিয়ে দিতে হবে সেই অফিসে।
৪. আবেদনের কাজ শেষ। যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে এসএমএস মারফত তা কনফার্ম করে দেওয়া হবে পরে।
Govt Scheme Apply Documents
১. এক কপি পাসপোর্ট ছবি।
২. রেশন কার্ড (Ration Card).
৩. আধার কার্ড (Aadhaar Card).
৪. ব্যাংক একাউন্টের নথি (Bank Account Number).
৫. বয়সের প্রমাণ।
৬. স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ বা হিমাচলি বোনাফাইড সার্টিফিকেট।
আজ থেকে একাউন্টে 1.20 লাখ টাকা ঢুকবে। কারা পাচ্ছেন? নতুন আবেদন কিভাবে করবেন?
আর এই Govt Scheme শুধুমাত্র উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ সরকারের তরফে ঘোষণার করা হয়েছে সেই রাজ্যের সকল মহিলাদের জন্য। এখন দেশের অনেক রাজ্যে সরকার মহিলাদের জন্য এই ধরণের প্রকল্প ঘোষণা করেই চলেছে। এই প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.
আবার বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বেশি টাকা না পেলে কি করবেন? কবে একাউন্টে ঢুকবে?