নতুন বছরে বিভিন্ন সরকারী, প্রাইভেট ও কো-অপারেটিভ ব্যাংক তাদের Fixed Deposit Interest rates বা সুদের হার পরিবর্তন করেছে। সুদ বাড়িয়েছে ষ্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো প্রথম সারীর সরকারী ব্যাংক গুলি। এই ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সল্প সঞ্চয়ে অর্থ বিনিয়োগে মিলবে সর্বোচ্চ ৯% পর্যন্ত সুদ। জেনে নিন বিস্তারিত। এবং Senior Citizen বা বয়স্ক নাগরিকেরা আরও 0.50% পর্যন্ত বেশি সুদ পাবেন।
বর্তমানের দেশের আর্থিক দুরবস্থার মধ্যে নিজেদের আর্থিক নিরাপত্তার কথা কে না ভাবে? নিজেদেরকে আর্থিক দিক থেকে সুবল রাখার জন্যে দেশের বেশিরভাগ মানুষই বদ্ধ পরিকর। নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখবার জন্যে মানুষ বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে। এমন পরিকল্পনা গুলির মধ্যে একটি হল – FD বা Fixed Deposit ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত।
নিজের কষ্টার্জিত টাকা সবাই চান একটি নিরাপদ ফান্ডে বিনিয়োগ করতে। যাতে ভবিষ্যতে সেই টাকা প্রয়োজন মতো তুলতে পারেন বা পুনরায় বিনিয়োগ (Reinvest) করতে পারেন। প্রবীণ নাগরিকদের জন্য বিনিয়োগের সেরা বিকল্পগুলির মধ্যে একটি হল FD বা FD বা ফিক্সড ডিপোজিট।
আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank), এসবিআই (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra) এবং অন্য বিভিন্ন ব্যাংকগুলি প্রবীণ নাগরিকদের FD বা Fixed Deposit interest rates বা ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদ দেয়। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু ব্যাংক নিয়ে আলোচনা করবো যেখানে FD বা Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করলে সর্বোচ্চ হারে সুদ পাওয়া যায়।
Fixed Deposit Interest rates 2023
SBI-তে FD ইন্টারেস্ট রেট | মেয়াদ | কার্যকরী হবে যে সময় থেকে |
৩.৫% – ৭.৫% | ৭-১০ বছর | ১৩. ১২. ২০২২ |
HDFC-তে FD ইন্টারেস্ট রেট | মেয়াদ | কার্যকরী হবে যে সময় থেকে |
৩.৫% – ৭.৭৫% | ৭-১০ বছর | ১৪. ১২. ২০২২ |
সূর্যোদয় স্মল ফিনান্স FD ইন্টারেস্ট রেট | মেয়াদ |
৮.০১% (সাধারন নাগরিকদের ক্ষেত্রে) ৮.২৬% (প্রবীন নাগরিকদের ক্ষেত্রে) | ৯৯৯ দিন |
ICICI-তে FD ইন্টারেস্ট রেট | মেয়াদ | কার্যকরী হবে যে সময় থেকে |
৩.৫% – ৭.৭৫% | ৭-১০ বছর | ১৬. ১২. ২০২২ |
AU Small Finance Bank-এ FD ইন্টারেস্ট রেট | মেয়াদ |
৮% | ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৪৫ মাস |
নতুন বছরে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে 20% সুদের হার বাড়লো। Term Deposit, MIS, NSC, PPF, KVP, SSA
Yes Bank-এ FD ইন্টারেস্ট রেট | মেয়াদ | কার্যকরী হবে যে সময় থেকে |
৩.৫% – ৭.৭৫% | ৭-১০ বছর | ০৯. ১২. ২০২২ |
Kotak Mahindra Bank-এ FD ইন্টারেস্ট রেট | মেয়াদ | কার্যকরী হবে যে সময় থেকে |
৩.৫% – ৭.৭৫% | ৭-১০ বছর | ১৫. ১২. ২০২২ |
Unity Small Finance Bank-এ FD ইন্টারেস্ট রেট | মেয়াদ |
৮.০৩% – ৮.১৫% | ৩-৫ বছর |
বিভিন্ন ব্যাংকের আলাদা করে প্রত্যেক বছরে সুদের হার জানতে এখানে ক্লিক করুন।
এবিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নীচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
EK24 News.