New Business Ideas : বারো মাসে তেরো পার্বণে ফুলের অপরূপ বাহারে জমে উঠুক ব্যবসা
বর্তমান সময়ে চাকরী পাওয়া কার্যত ভাগ্যের ব্যাপার, আর সাধারন মানুষের আয় কমে যাওয়ায় ব্যাবসায় ও মন্দা বা মার্কেট ডাউন আছে (New Business Ideas)। আর এই মুহূর্তে বেশ কিছু ব্যাবসা এখনো ভালো মুনাফা দিয়ে থাকে। আজ তেমনই একটা ব্যাবসার আইডিয়ে দেব আপনাদের।
অতিমারির প্রভাবে অর্থনীতির হার এখনো বেহাল। গত দু’বছরে একদিকে যেমন অনেক ব্যবসা-বাণিজ্য ভরাডুবি হয়েছে, তেমনি্নাদের।র বেতনেও ভাঁটা পড়েছে। অনেকের আবার চাকরিও চলে গিয়েছে। এই পরিস্থিতিতে একটি ভালো ব্যাবসা (New Business Ideas) আপনার জীবন কে সুন্দর করে দিতে পারে।
তাই আপনার যদি ব্যবসা করার ইচ্ছে থেকে থাকে তাহলে এই আর্টিকেলটা (New Business Ideas) আপনার জন্য। আসুন তাহলে বিস্তারিত জানা যাক। New Business Ideas
ব্যবসা করার ইচ্ছা থাকলেও অনেকে আছেন যারা পুঁজি বিনিয়োগ করতে ভয় পান পাছে লভ্যাংশ যদি না ওঠে সেই ভেবে। তবে চিন্তা নেই, এখানে যে ব্যবসার কথা আপনাকে বলতে বলেছি তাতে খুব কম টাকা বিনিয়োগ করেই একটি ভাল ব্যবসা দাঁড় করানো যায়। এমন একটি ব্যবসা হল ফুলের ব্যবসা। New Business Ideas
ভারতবর্ষ একটি উৎসবমুখর অনুষ্ঠান প্রিয় দেশ। পূজো হোক বা বিয়েবাড়ি, রোজকার ঘর সাজানো হোক বা শ্রাদ্ধানুষ্ঠান; সবকিছুতেই ফুলের প্রয়োজন। আর মন্দিরের সংখ্যা তো ভারতে গুনে শেষ করার নয়। যে কোন ধর্মের উৎসব অনুষ্ঠানে ফুল কিম্বা ডেকোরেশনের প্রয়োজন হয়। এবার আলোচনা করা যাক ব্যবসা করার মূল পদ্ধতি নিয়ে। New Business Ideas
ব্যবসার জন্য কি কি প্রয়োজন?
১) যেকোনো ব্যবসার মতো ফুলের ব্যবসা শুরু করার জন্য প্রথমে অনুমতি নেওয়া প্রয়োজন।
২) ভারতবর্ষের জুড়ে এখন একটি মাত্রই ট্যাক্স প্রযোজ্য। সেটি হলো জিএসটি। তাই ফুলের ব্যবসার জন্যও জিএসটি নম্বর একান্তভাবে প্রয়োজনীয়। New Business Ideas
তবে (flower business ideas) ছোট থেকে শুরু করলে এবং টার্ন ওভার অনেক বেশি না হলে আপাতত জিএসটি না হলেও চলবে। New Business Ideas
৩) ফুলের ব্যবসা করার জন্য সবচেয়ে কম পরিমাণে ১০০০ বর্গফুট জায়গার প্রয়োজন এবং সর্বোচ্চ ১৫,০০০ বর্গফুট বা তারও বেশী জায়গা থাকলে সেটি ভালোভাবে করা যেতে পারে।
অবশ্যই মনে রাখবেন
৪) যেহেতু গাছ থেকে ফুল তোলার পর তা বড়জোড় দু’দিন ভালো থাকে, তাই চাষের থেকে ফুল কিনে সেদিন বা তার পরের দিনের মধ্যে সমস্ত ফুল বিক্রি করতে হয়। নতুবা তা নষ্ট হয়ে যায়।
৫) তাই প্রয়োজন ফুলের তাজা ভাব বাড়ানোর জন্য বা বজায় রাখার জন্য অর্থাৎ ফুলের শেলফ লাইফ বাড়ানোর জন্য রেফ্রিজারেটরের একান্ত প্রয়োজন।
৬) তবে গাছ থেকে ফুল তোলার পরে সঙ্গে সঙ্গে সেগুলিকে প্যাকিং এবং ডেলিভারির জন্য পাঠাতে হয়। এই জন্য অতিরিক্ত দুই থেকে তিনজন কর্মচারী নিযুক্ত করতে হবে।
৭) ফুলের অর্ডার ডেলিভারি দেওয়ার আগে তাকে সুন্দর করে কাটাই বাছাই করে ফুলের তোড়া বা বুকে ইত্যাদি বানানোর জন্য বেশ কিছু সরঞ্জাম প্রয়োজন হয়। তবে তার জন্য খুব বেশি খরচ হয় না। New Business Ideas
ফুলের ধরন এবং দাম
যেহেতু একেক ধরনের পুজো এবং অনুষ্ঠানের এক এক ধরনের ফুল ব্যবহৃত হয় সে কারণে একটি ফুলের দাম একেকরকম ধার্য করা হয়। অর্থাৎ পূজার অনুষ্ঠানের গাঁদা ফুল, দোপাটি ফুল, রজনীগন্ধা ইত্যাদি বেশি ব্যবহৃত হলেও বিয়ে বাড়ির মত অনুষ্ঠানে চন্দ্রমল্লিকা, জুঁই, গোলাপসহ আরো নানান বাহারি ফুলের ব্যবহার করতে দেখা যায়। সুতরাং স্বাভাবিকভাবেই বিয়ে বাড়িতে ব্যবহৃত ফুলের দাম একটু বেশি ধার্য করা থাকে।
আর তাই একজন ফুল ব্যবসায়ীকে সমস্ত রকমের ফুলের নিজেকে রাখতে হবে। তাই বলা যায়, বড় ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করলে বা চাষীদের সঙ্গে যোগাযোগ রাখলে সহজেই ফুলের ব্যবসায় (flower business ideas) লাভের মুখ দেখা যায়। এবারে জানা যাক কি করে ব্যবসাটিকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায়। New Business Ideas
ব্যবসায় পরিচিতি লাভ
এখনকার দিনে ছোট থেকে বড় প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে থাকেন। দেখা যায় ছোট, মাঝারি, বড় এবং নতুন ব্যবসায়ীরা সোশ্যাল মিডিয়া পেজে এবং নিজস্ব ওয়েবসাইটে একটি ব্যবসায়িক পরিচিতি লাভ করানোর চেষ্টা করেন। এটি দ্বারা সহজেই একসাথে সীমানার গণ্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত নিজের ব্যবসাকে বিস্তৃত করা যায়।
এক্ষেত্রে কেউ বিনা পয়সায় এক ধরনের ব্যবসায়িক পোস্ট শেয়ার করে আবার কেউবা পোস্টকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে সামান্য পয়সার বিনিময়ে পোস্ট শেয়ার করে থাকেন। এইভাবে সহজেই ছোট-বড় নানা ধরনের অর্ডার যেমন পাওয়া যায় তেমনি ব্যবসার প্রতি একটি বিশ্বাসযোগ্যতাও তৈরি হয় অনলাইন মাধ্যমে। ব্যবসায় পরিচিতি আরো বাড়ানোর জন্য ফেসবুক অর্থাৎ মেটা এবং ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতেই পারে।
ব্যবসার পুঁজি ও মুনাফা
যেহেতু এক এক ফুলের দাম এক একরকম হয় তাই প্রাথমিকভাবে ফুলের খরচের হিসেব রাখা একটু কষ্ট সাধ্য ব্যাপার। তবে বৃহৎভাবে দেখতে গেলে এই ব্যবসায় নূন্যতম ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে হয়। এছাড়াও ফুল বাদ দিয়ে অন্যান্য সাজানোর জিনিস, কর্মী নিয়োগ ও ভাড়া খাটানো ক্ষেত্রেও অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে হয়।
তবে একটি আসার খবর হল, খেতে চাষীর কাছ থেকে যে ফুল ৩ টাকায় কেনা হয় সেটিই বাজারে ৬ থেকে ৮ টাকায় বিক্রি করা হয়। অর্থাৎ এক্ষেত্রে ব্যবসায় প্রায় তিন গুণ পর্যন্ত বেশি লাভ করার সুযোগ থেকে যায়। New Business Ideas
স্টার্টআপ অর্থনীতি বা ব্যবসা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি। আপনাদেরও যদি এমনই কোন বিজনেস আইডিয়ার কথা মাথায় আসে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কি বিষয়ে আরো জানতে বা লেখা পড়তে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন।
Written by- Manisha Basak.