New Business Idea – অনলাইনে এই কাজগুলো করুন আর হয়ে যান আধার এজেন্ট।
বর্তমান ভারতবর্ষকে যদি আমরা বলি ডিজিটাল (New Business Idea) ভারতবর্ষ – তাতে মনে হয় না যে ভুল কিছু বলা হবে। কারণ বর্তমানে সব কিছুই অনলাইনের মাধ্যমে হওয়ায় কাজ দ্রুত আর হয় নির্ভুল।এবারে বিষয় হল যে এত বিপুল পরিমান জনসংখ্যার দেশে মানুষ কোথায় গিয়ে এই সুবিধা নেয়। সেটি হল সাইবার ক্যাফে। আপনার এক্ষেত্রে দরকার একটি কম্পিউটার।
এখন আধার ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। কিন্তু আঁধারের কাজ করার জন্য আধার সেন্টারের (New Business Idea) সংখ্যা হিসেব মতো আমাদের আশেপাশে খুবই কম। তাই আপনি এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যেতে পারেন খুব সহজেই।
উল্লেখ্য, আধার সেবা কেন্দ্র খুলে আপনি সাধারণ মানুষদের আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা (New Business Idea) দিতে পারবেন। যেমন:- আধার কার্ডের ভুল সংশোধন করা, নতুন আধার কার্ড বানানো, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা, ছবি পরিবর্তন করা,আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা ইত্যাদি।
মাইনের টাকায় সংসার চালাতে হিমসিম? কাজের ফাঁকে এই ব্যাবসা করে বাড়তি আয় করুন।
আপনি যেরকম পরিষেবা সাধারণ নাগরিকদের প্রদান করবেন সেই হিসেবে UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) -এর তরফ থেকে আপনি আপনার (New Business Idea) নির্ভুল কাজের জন্য ভালো কমিশন পেয়ে যাবেন। তবে অনেকেই অতিরিক্ত টাকা নেবার জন্য অনেকের আইডি ব্যান করে দিয়েছে UIDAI.
১) রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা অফিসিয়াল ভাবে,
২) রেজিস্টারের মাধ্যমে (বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে UIDAI এর কানেকশন করা থাকে, এদের রেজিস্টার বলা হয়),
৩) এনরোলমেন্ট এজেন্সীর মাধ্যমে (কিছু প্রাইভেট এজেন্সী কোম্পানিগুলোকে UIDAI -এর তরফ থেকে অনুমতি দেওয়া থাকে, তাদের অধীনে আপনারা আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন)
কীভাবে নিজের আধার সেবা কেন্দ্র খোলার জন্য আবেদন করবেন?
(১) প্রথমে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
(২) এরপর মেনুবারে About UIDAI অপশনের মধ্যে Aadhaar Dashboard -এ ক্লিক করবেন।
(৩) এবার একেবারে উপরের দিনে Aadhaar Generated লেখাটির নীচের অ্যারো চিহ্নে ক্লিক করবেন।
(৪) এবার Enrollment Dashboard -এর মধ্যে প্রথম বক্সটির নীচে
By States and UT
By Registrars
By Enrolment Agencies
এরকম অপশন পাবেন। আপনি By Enrolment Agencies -এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি আধার কর্তৃপক্ষের সাথে সংযুক্ত থাকা সমস্ত প্রাইভেট এজেন্সীগুলোর নাম দেখতে পাবেন।
তবে প্রথমেই আপনাকে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। প্রথমত আপনাকে পাশ করতে হবে CSC TEC exam. এটি আপনি রেজিস্ট্রেশন করে (New Business Idea) নিয়ে তারপর পরীক্ষার ফি জমা করতে হবে অনলাইনে। এরপর আপনাকে একটি পরীক্ষা দিতে হবে 100 নম্বরের। আপনার কাছে ওয়েবক্যাম আর কম্পিউটার থাকলে আপনি ঘরে বসেও পরীক্ষাটি দিতে পারবেন।
এরপর আপনাকে দিতে হবে IIBF অর্থাৎ Indian Institute of Banking and Finance এর একটি পরীক্ষা যার নাম হল BC/BF examination. এটি IIBF সংস্থা দ্বারা পরিচালিত হয়। এটি আপনি আপনার নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে দিতে পারবেন। এর জন্য আপনাকে আগে (New Business Idea) থেকে অনলাইনে IIBF এর ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফি দিয়ে সেন্টার পছন্দ করে নিতে হবে।
এরপর আপনাকে AADHAR এর পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি নিয়ে থাকে NSEIT সংস্থা। এটি হল আপনার এই যাত্রায় শেষ পরীক্ষা। এই পরীক্ষার নাম ECMP- Operator cum Supervisor exam. এই পরীক্ষায় আপনাকে অন্তত 55% নম্বর পেতেই হবে। 80% এর বেশি নম্বর পেলে আপনি সুপারভাইসর হতে পারবেন অর্থাৎ নতুন আধার কার্ড করতে পারবেন (New Business Idea). নাহলে আপনাকে শুধুমাত্র সংশোধনের কাজই দেওয়া হবে।
সামান্য পুঁজিতে বাড়িতে বসে এই ব্যবসা করে মাসিক আয় করুন 3 লাখ টাকা।
এবারে আপনাকে CSC সেন্টারের জন্য আবেদন করতে হবে। CSC সেন্টার খুলে গেলে আপনাকে কোনো একটি ব্যাংক, প্যান ইন্ডিয়া ইত্যাদি কোনো একটি পাবলিক সেক্টরের অফিস (New Business Idea) এর ব্যবস্থা করতে হবে। এরপরই আপনি আঁধারের কাজ শুরু করতে পারবেন।
এই বিষয় গুলিতে আরো বিশেষ তথ্য পেতে আমাদের পেজটির সাথে থাকুন। আমরা আপনাদের জন্য কাজের নতুন নতুন খবর গুলি নিয়ে আসি। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।
Written by Mukta Barai