ব্যাঙ্কে টাকা রাখলে সবাই সুদ পেয়ে থাকে, এটাই নিয়ম (New Bank Rules), কিন্তু এবার নাকি ব্যাঙ্কে রাখলে চার্জ দিতে হবে! বছর শুরু হতে না হতেই চালু হতে চলেছে এই ব্যাঙ্কের নিয়ম। বলা হচ্ছে যে ‘ব্যাংক এ টাকা রাখলে’ এবার চার্জ দিতে হবে নাকি উল্টো ব্যাংক কে। ব্যাংক এই নিয়ম চালু করছে আগামী ১লা জানুয়ারি থেকে বদলাতে চলেছে ব্যাংক এর নিয়ম (New Bank Rules)। IPPB ব্যাংক এ ১০,০০০ টাকার বেশি জমা দিলে (Deposit) চার্জ (Charge) দিতে হবে। নগদ তোলার (Cash Withdrawal) সময় ও চার্জ লাগবে। এই সম্পর্কে নয়া ঘোষণা করেছে এই ব্যাংক (IPPB)।
IPPB এর ঘোষণা
১লা জানুয়ারি থেকে নয়া নিয়ম (New Bank Rules) নির্দিষ্ট করল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক (India Post Payment Bank)। গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এ টাকা তোলার পাশাপাশি ১০,০০০ টাকার বেশি জমা রাখলে দিতে হবে চার্জ।
গ্রাহকদের সুখবর দিলো রিজার্ভ ব্যাংক, ব্যাঙ্কে একাউন্ট থাকলে ক্লিক করুন
গ্রাহকরা কোনো চার্জ ছাড়া সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে শুধু ১০,০০০ টাকা জমা করতে পারবেন। IPPB তাদের ওয়েবসাইটে কিছু দিন আগে এই তথ্যটি প্রদান করেছে। যেখানে তারা বলেছেন যে, ১০,০০০ টাকার বেশি অ্যাকাউন্টে রাখতে গেলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দেওয়াটা বাধ্যতামূলক। এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এ রয়েছে তিন রকমের সেভিংস অ্যাকাউন্ট। তাই এই ব্যাংক এর বেসিক সেভিং অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টের জন্য আলাদা নিয়ম (New Bank Rules) আছে।
IPPB এর বিভিন্ন চার্জ
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর বেসিক সেভিংস অ্যাকাউন্ট বাদেও কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত তুললে লাগবে না কোনো চার্জ। কিন্তু যদি আপনি প্রতিবার এই বিনামূল্যের সীমা পেড়িয়ে টাকা তোলেন তাহলে আপনাকে ২৫ টাকা করে চার্জ দিতে হবে। এর কারনে আপনার IPPB থেকে টাকা তোলা ও জমা করতে আরও ব্যয় করতে হবে।
IPPB এর নয়া সিদ্ধান্ত
তিন রকমের সেভিংস অ্যাকাউন্ট খোলার বাবস্থা আছে এই IPPB এ। এর মধ্যে বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে ৪ বার বিনাচার্জে টাকা তুলতে পারবেন। এবার আপনি যদি এর থেকে বেশি টাকা তুলতে যান তবে প্রতি লেনদেনে আপনাকে ২৫ টাকা করে চার্জ দিতে হবে। কিন্তু বেসিক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কোনো টাকা দিতে হয় না। (New Bank Rules)
আরও পড়ুন, নতুন বছরে পোস্ট অফিসের সেরা স্কীম, মাসে এক হাজার জমিয়ে লাখ টাকা পান
IPPB এর আপডেট
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে, নয়া নিয়ম (Bank Rule Changes) এবং চার্জগুলি ১ লা জানুয়ারি ২০২২ থেকে প্রযোজ্য করা হবে। ব্যাংক এর অন্যান্য নিয়ম অনুসারে GST/Cess ধার্য করা হবে লেনদেন এর ওপর। এই সম্পর্কে ব্যাংক এর সেভিংস অ্যাকাউন্ট (বেসিক সেভিংস অ্যাকাউন্ট নয়) এবং কারেন্ট অ্যাকাউন্টে আপনি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ জমা রাখতে পারবেন এতে কোনো রকম চার্জ লাগবে না। কিন্তু ১০,০০০ এর বেশি টাকা জমা (Deposit) করলে দিতে হবে ০.৫০ শতাংশ বা লেনদেনের টাকার ন্যূনতম ২৫ টাকা চার্জ। (New Bank Rules). আপনার এই সম্পর্কে কি মনে হয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আরও পড়ুন, ঘরে পুরনো টাকা থাকলে লাখপতি হওয়ার সুযোগ, ক্লিক করুন