Nabanna Scholarship – ছাত্রছাত্রীরা পাবেন 10 হাজার টাকা, কিভাবে আবেদন করবেন, দেখুন।
মেধাবী হলেও বহু পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে অনেক সময় উচ্চশিক্ষা (Nabanna Scholarship) গ্রহণ করতে পারেন না। আর সেই দিকেই লক্ষ্য রেখেই সরকারের পক্ষ থেকে একাধিক স্কলারশিপ Scholarship এর বন্দোবস্ত করা হয়েছে। সেই সমস্ত স্কলারশিপ পড়ুয়ারা পেলে উচ্চশিক্ষা গ্রহণের পথে কোনো সমস্যা তৈরি হবে না।
রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এমন একটি স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানানো হবে। যে স্কলারশিপ নিলে পড়ুয়ারা পড়াশুনা করে এগিয়ে যেতে পারবে। সেই স্কলারশিপটির নাম, নবান্ন স্কলারশিপ Nabanna Scholarship.
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের পড়ুয়ারা নিজের ফলাফলের উপর ভিত্তি করেই এই স্কলারশিপের (Nabanna Scholarship Form) সুবিধা পাবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের পড়ুয়াদের কথা ভেবেই বর্তমান সরকার অনেকগুলো স্কলারশিপ থাকা স্বত্তেও আরো অনেক পড়ুয়াকে সরকারী স্কলারশীপের আওত্তায় আনতে এই স্কলারশীপ দেওয়া শুরু করে।
Nabanna Scholarship Form.
নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের মাধ্যমিকে 65% নম্বর দরকার। উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নম্বর পেতে হবে। তাছাড়া স্নাতক স্তরের যেকোনো শাখায় 55 শতাংশ নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন এরকম ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপ এর সুবিধা পাবেন।
এই স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস (Nabanna Scholarship Form) লাগবে সেগুলি হল, নবান্ন স্কলারশিপের আবেদনপত্র, পরীক্ষার মার্কশিট, সরকারি গেজেটেড অফিসার দ্বারা আয়ের সার্টিফিকেট, Self Declaration Copy, পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান কোর্সে ভর্তির রশিদ, MLA Recommendation Certificate.
পড়ুয়ারা নবান্ন স্কলারশিপ এর মাধ্যমে প্রত্যেক বছর সর্বনিম্ন 10 হাজার টাকা পাবেন। বিভিন্ন কোর্সের সময়সীমা, খরচ অনুযায়ী, শেষ পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ এর পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন, পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ, আবেদন করলেই মিলছে নূন্যতম ১০ হাজার টাকা।
www.wbcom.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নবান্ন স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড করতে পারেন। তারপরে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবিটি বসাতে হবে। তারপর সেটি অফলাইনে জমা দিতে হবে। আবেদনকারী নিজে কিংবা তার কোনো অভিভাবক নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আবেদন পত্রটি জমা করে রিসিভ কপি কাছে রাখবেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Nabanna,14th Floor,325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102
এই আবেদনপত্র উত্তর কন্যার ক্ষেত্রে জমা দিতে হবে এই ঠিকানায়- Uttarkanya, P.O. Satellite Township, Fulbari, Jalpaiguri- 734015
মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক স্তরের পড়ুয়াদের আরেকটি স্কলারশিপ রয়েছে। বিকাশ ভবন স্কলারশিপ কিংবা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। 5 হাজার টাকা পর্যন্ত পাবেন পড়ুয়ারা। তবে এই স্কলারশিপে আবেদন করলে নবান্ন স্কলারশিপ পাওয়া যাবে না।
আরও পড়ুন, বিয়ে ঠিক হলেই মেয়েরা মোবাইলে কি দেখা শুরু করে জানেন?
Nabanna Scholarship -এর আবেদনের শেষ তারিখ এখনো উল্লেখ করা হয় নি। যেহেতু উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া চলছে, এবং কলেজে ভর্তি এখনও শুরু হয়নি, তাই আশাকরা যাচ্ছে অক্তোবর পর্যন্ত এই স্কলারশীপে আবেদন করা যাবে। তাই ডকুমেন্টস রেডি করে সকলেই আবেদন করে দাও।
Written by Rajib Ghosh.