Small Business Ideas – সঠিক ভাবে ব্যাবসা করে নিজের পায়ে দাঁড়ান।
আপনি কি চাকরীর খোজে হন্যে হয়ে এখানে সেখানে ছুটছেন (Small Business Ideas)? নাকি একজন চাকরিজীবী হয়েও স্বল্প আয়ে সংসার চালাতে পারছেন না? চাইছেন চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে? অথচ ভেবে পাচ্ছেন না কিসের ব্যবসা শুরু করলে লাভবান হতে পারেন? এবার এই সব প্রশ্নের উত্তর পাবেন এই বিশেষ প্রতিবেদনেই।
অতিমারীর প্রভাবে দেশের অর্থনীতিতে পড়েছে বিরাট প্রভাব। এখনো তার ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেনি ভারত। এমত অবস্থায় অনেকের চাকরি চলে গিয়েছিল। আবার অনেকের বেতনও কমে গিয়েছিল। আবার অনেকে চান চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করতে। এমনি কম পুঁজির ৫ টি দারুণ ব্যবসা সম্পর্কে (Small Business Ideas) আজ আলোচনা করতে চলেছি।
১) অনলাইন টিচিং
অতিমারীর আগে অনলাইনে পড়ার বা পড়ানোর তেমন একটা চল ছিল না। তবে অতিমারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন টিচিং ব্যবস্থা চালু করা হয়। এই দু বছরে আস্তে আস্তে অনেকটা ধাতস্থ হতে পেরেছেন পড়ুয়ারা। আর বর্তমানে অনলাইন লার্নিং একটা ট্রেন্ড। আর একটু চেষ্টা করলেই আপনি সহজেই অনলাইনে পড়াতে পারেন, যদি আপনার পড়ানোর দক্ষতা থাকে। Small Business Ideas
তাই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনলাইনে টিউশন পড়ানো থেকে শুরু করে, নাচ, গান, আঁকা, শারীর শিক্ষা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো শেখানো ইত্যাদি নামাজের শিক্ষা প্রদান করা যায় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে। আরে এগুলি সম্পূর্ণ বিনামূল্যেই করা যেতে পারে। এছাড়া বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্স আপলোড করেও টিচিংয়ের ব্যবসা করা যেতে পারে। Small Business Ideas
২) অনলাইনে কেক পেস্ট্রির ব্যবসা
যারা উচ্চ শিক্ষিত নন, বা পড়াতে পারবেন না। তাদের জন্যও রয়েছে অন্য উপায়। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বাঙালি শুধু বাঙালি সংস্কৃতি মতে এখন অনুষ্ঠান পালন করে না। তাতে যোগ করেছে বিদেশী ধাঁচ। সব কিছুর মধ্য দিয়ে বাঙালিরা নতুন এক বাঙালিয়ানার আমেজ তৈরী করতে চান। আর তাই এখন অনেক পরিবারেই প্রায় যেকোনো উৎসব অনুষ্ঠানে কেক পেস্ট্রির অর্ডার দিয়ে থাকেন। আর Social Media এর মাধ্যমে অনলাইনে এই ব্যাবসা চালু করতে পারেন। Small Business Ideas
এখন কাস্টমাইস্ড বিভিন্ন ধরণের কেকের বেশ চল বেড়েছে। তাই সাথে স্থান পায় নানা ধরণের আমিষ নিরামিষ পেস্ট্রি, পিৎজা, কুকিস ইত্যাদি। তাই স্বল্প খরচে অনলাইনে একটি ওয়েবসাইট বানিয়ে বা সরাসরি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ এবং নিজের পার্সোনাল একাউন্ট থেকে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এই ধরনের ব্যবসা চালাতে পারেন। এক্ষেত্রে ৫ হাজার টাকা দিয়ে আপনি অনায়াসে নতুন ব্যবসা শুরু করতে পারবেন। Small Business Ideas
প্রতিমাসে লাখ টাকা আয় করার সহজ একটি ব্যাবসার আইডিয়া পেতে ক্লিক করুন
৩) ট্যুর গাইড
বাঙালি দু’ধরনের স্বাদ নিতে বেশ পছন্দ করে। একটি রসনা তৃপ্তি এবং অপরটি ভ্রমণের স্বাদ। অনেকে তো আবার বলেন বাঙালি পায়ের তলায় নাকি চাকা লাগানো আছে। আরে ঘুরতে যাওয়া এবং যে জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে সেখানকার পারিপার্শ্বিক জ্ঞান ইত্যাদি জানার জন্য অনেক সময়েই ট্যুর গাইডের ওপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুর প্ল্যান করার দায়িত্ব পুরোটাই একজন ট্যুর গাইডের ওপর বর্তায় ।
এজন্য প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করে হবে কিম্বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কাটি করা জেতে পারে। এভাবেই যোগাযোগ তৈরি করতে হবে বিভিন্ন জায়গার হোটেলের সঙ্গে। তারপর জেনে নিতে হবে তাদের ট্র্যাভেল এজেন্ট কমিশনের রেট। ব্যাস তাহলেই হবে। এবার তাহলে নির্বাচন করুন নিত্যনতুন জায়গা আর লেগে যান ট্যুর গাইডের কাজে। Small Business Ideas
৪) বিউটিশিয়ান
প্রতিবারই সময়ে কয়েক মাসের জন্য বিউটি পার্লার ইত্যাদি বন্ধ থাকার ফলে কাস্টমাররা তাদের পছন্দসই বিউটি পার্লারের বিউটি আর্টিস্টদেরকে বাড়িতে নিয়ে এসে নানা ধরণের রূপচর্চা সম্পর্কিত কাজ করাতেন। আর তখন থেকেই এটির চল আরও বেড়েছে। তার আগে বাড়ি গিয়ে এমন সার্ভিস দেওয়ার ততটা চল দেখা যেত না শহরতলির বিভিন্ন এলাকায়। Small Business Ideas
তাই আপনিও যদি শহর কিংবা শহরতলিতে বসবাস করে থাকেন আপনার পূর্বেই বিউটিশিয়ানের কোর্স করা থাকে, তবে বিউটিশিয়ানের কাজে লাগে এমন বিভিন্ন প্রোডাক্ট আগে থেকে কিংবা কাস্টমারের অর্ডার অনুযায়ী কিনে জমিয়ে ব্যবসা করতে পারেন। আর নানান ধরনের বিউটি প্রোডাক্ট এর রিভিউ দিয়েও টাকা ইনকাম করতে পারবেন। Small Business Ideas
আর এক্ষেত্রে অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট বা সোশ্যাল মিডিয়া পেজ ইত্যাদি ব্যবহার করতে পারেন প্রচার করার জন্য। শুধুমাত্র প্রোডাক্টগুলো কেনার জন্য এই যা সামান্য টাকা লাগে এছাড়া প্রচারের ক্ষেত্রে ব্যানার দেওয়া ছাড়া কোন টাকা খরচ হয় না। Small Business Ideas
৫) ইউটিউব চ্যানেল
আজকাল অনেক যুবক যুবতী এমনকি মধ্যবয়স্ক ব্যক্তিরা ইউটিউবে নিজের পছন্দসই কোন বিষয়ে আলোচনা করার জন্য বা বা সমাজের ভালো পরিবর্তন আনার জন্য এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলে থাকেন। এর মাধ্যমে যেরকম কেউ রান্নাবান্না শেখাতে পারেন তেমনি কেউ টেকনলজি সম্পর্কে।
কেউবা রূপচর্চা আবার কেউ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নানা বিষয়ে জ্ঞান বন্টণের জন্য ইউটিউব চ্যানেল খুলে থাকেন। সঠিকভাবে অডিও, ভিডিও অথবা শুধুমাত্র অডিও দিয়েও ইউটিউবে কনটেন্ট আপলোড করা যায়। আর এর জন্য কোন টাকাও লাগে না। Small Business Ideas
কেমন লাগলো স্বল্প বিনিয়োগের এই ব্যাবসা গুলো (Small Business Ideas)? কমেন্ট করে জানাবেন। ব্যবসা-অর্থনীতি ইত্যাদি সংক্রান্ত আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
আরো পড়ুন, এই ব্যাবসা একবার দাঁড় করাতে পারলে তিন পুরুষ বসে খাবে