রাজ্যের প্রাইমারি স্কুল গুলির (Primary School) উদ্দেশ্যে Morning School তথা সকালে স্কুল চালু নিয়ে জারি হল গুরুত্বপূর্ণ আপডেট। গ্ৰীষ্মকাল পড়ে গেছে। সাধারণভাবে প্রতিবছর এই সময় মর্নিং সেশান শুরু হয় স্কুল গুলিতে। এবারে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সেই নিয়ে বড় খবর জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education). তবে শুধু ক্লাস শুরুই নয় এর সঙ্গে পরীক্ষা নিয়েও একটি আপডেট দিয়েছে পর্ষদ।
Morning School In West Bengal Primary School.
সাধারণত প্রতিবছর মার্চ এপ্রিল করেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা (1st Summitive Exam) নেওয়া হয় স্কুল গুলিতে। এবারে কবে সেই পরীক্ষা হবে তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। জানতে হলে শেষ পর্যন্ত খবরটি পড়তে থাকুন। WBPPE বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর একাধিক DPSC থেকে এক্ষেত্রে রাজ্যের দুই জেলার প্রাথমিক স্কুল গুলির (Primary School) জন্য Morning School এর নির্দেশিকা জারি করেছে।
Purba Medinipur District Morning Class In Primary School Notification
প্রথমেই নির্দেশিকা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলির উদ্দেশ্যে। এই জেলার স্কুল গুলিতে মর্নিং সেশন (Morning School) শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে। প্রত্যেকদিন সকাল ৬.৩০ থেকে ক্লাস শুরু হবে এবং ১০.৩০ অবধি ক্লাস হবে। পাশাপাশি টিফিনের জন্য নির্ধারিত সময় ৯.১৫ থেকে ৯.৪০ মিনিট। তবে শনিবারের ক্লাস রুটিনে কিছু পার্থক্য থাকছে, এদিন সকাল ৬.৩০ থেকে ৯.৪৫ অবধি ক্লাস থাকছে কোন টিফিনের জন্য বিরতি থাকছে না।
৩০ শে জুন ২০২৪ পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। এর মাঝে রয়েছে গরমের ছুটি (Summer Vacation 2024). ৩০ শে জুনের পর স্কুল খুলে আবার যথারীতি ডে সেশন স্টার্ট হবে স্কুল গুলিতে। এবার আসি পরীক্ষার কথায়। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা এই বছর কখন নেওয়া হবে? বিজ্ঞপ্তিতে দেখা গেছে, আগামী ১২ই এপ্রিল ২০২৪ থেকে পর্ষদ প্রাইমারি স্কুল গুলিতে (Primary School) প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে।
কত তারিখ পর্যন্ত Morning School ও পরীক্ষা (Primary School Exam) চলবে, কটা থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার সিলেবাস ইত্যাদি নিয়ে কিছু জানানো হয়নি। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। আর এই সম্পর্কে সকল পড়ুয়া এবং অভিভাবকেরা নিজেদের সংশ্লিষ্ট স্কুলে গিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা বা শ্রেণী শিক্ষকের থেকে জেনে নিতে পারবেন।
বাড়ি বানাতে 40 লক্ষ টাকা দিচ্ছে ইউকো ব্যাংক। EMI কত হবে প্রতিমাসে?
Bankura District Morning Class In Primary School Notification
দ্বিতীয় ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে বাঁকুড়া জেলার প্রাইমারি স্কুল গুলোর (Primary School) কথা। এখানেও আগামী ১ এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে যা চলবে ৩০ শে জুন পর্যন্ত। ক্লাস শুরুর সময়, ছুটির সময়, স্কুলের গরমের ছুটি, পরীক্ষা ইত্যাদি সবকিছু উপরে উল্লেখ করা নিয়ম মাফিকই হবে। স্কুল গুলিকে Morning School এর নতুন এই নিয়ম রীতি মেনে চলার জন্য কড়া নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Written by Nabadip Saha.
এপ্রিলেই 40 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমবঙ্গে! আবহাওয়া দফতরের সতর্কতা জারি।