বছর খানেক আগে ৫৭টি আপ্লিকেশন ব্যান হয়েছিল। তারমধ্যে হেলো, টিকটকের মত জনপ্রিয় অ্যাপলিকেশন ও ছিল। এবার উইচ্যাট সহ ৪৩টি অ্যাপ বেআইনিভাবে ডেটা পাঠাচ্ছে, দাবি চিন সরকারের। আর তারপরই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মোট ৪৩ টি অ্যাপ বেআইনিভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ করছে, বুধবার এই দাবি করেছে চিনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। বেজিংয়ের তরফ থেকে এই কোম্পানিগুলিকে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারত এই নিয়ে কি সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার। বাংলাদেশে ও বিভিন্ন গেম নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে।