Maternity Leave – সুখবর, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ল, তার সাথে এবার ছুটি পাবে ছাত্রীরা

মাতৃত্বকালীন ছুটি নিয়ে সুখবর, এবার মাতৃত্বকালীন ছুটি (MATERNITY LEAVE) র পরিসর আরো বাড়ানো হলো। সর্বশেষ ২০১৬ সালের মাতৃত্বকালীন ছুটির যে নিয়ম ছিলো, সেই নিয়মের সংশোধন করা হল। কাদের জন্য এই নিয়ম, কতদিন ছুটি পাবেন সব নিয়ে রইলো বিস্তারিত বিবরণ।

সংবাদ সুত্রে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grant Commission) বা ইউজিসি (UGC) এক বড়বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে আন্ডারগ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছাত্রীরাও মাতৃত্বকালীন ছুটি বা মেটারনিটি লিভ (Maternity Leave) পাবেন। এতদিন পর্যন্ত এম ফিল এবং পিএইচডি পড়ুয়ারা এই সুবিধা পেতেন। এখন সেই সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রীরাও।

অর্থাৎ আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ারাও মেটারনিটি লিভ (Maternity Leave) পাবেন। এ ব্যাপারে একটি নির্দেশিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে তা জানিয়ে দিয়েছে তারা।

ইউজিসির (UGC) ওয়েবসাইট মারফত জানা গেছে, যদি কোনও আন্ডারগ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন, তা হলে তাঁর অ্যাটেনডেন্স বা ক্লাসে উপস্থিতি, পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম আর বাকি সব কিছুতেই ছাড় দেওয়া হবে। MATERNITY LEAVE

আগের নিয়ম অনুযায়ী এই ছুটি সর্বোচ্চ ২৪০ দিনের ছিল। এবার ছাত্রীদের জন্য কতদিনের হবে সেটাই এখন দেখার। তবে মনে করা হচ্ছে, এর ফলে অনেক ছাত্রীর সুবিধা হবে। দেখা যায়, কলেজে ভর্তির পর অনেক ছাত্রীর বিয়ে হয়ে যায় এবং তিনি গর্ভবতী হয়ে পড়েন। ফলে লেখাপড়া অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। এখন সেই সমস্যা দূর হতে চলেছে। MATERNITY LEAVE

আরও পড়ুন, সুখবর, পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য যুক্ত হলো নতুন ছুটি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment