রাজ্য ডিজিপির অতিরিক্ত দায়িত্বে এলেন মনোজ মালব্য

পশ্চিমবঙ্গের ডিজিপির অতিরিক্ত দায়িত্ব নিলেন এ রাজ্যের প্রবীণতম আইপিএস মনোজ মালব্য। তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মদনমোহন মালব্যের বংশধর।  মঙ্গলবার বিকেলে নবান্নে বিদায়ী ডিজিপি শ্রী বীরেন্দ্রর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। উত্তরপ্রদেশের এলাহাবাদের ভূমিপুত্র তথা ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসার কর্মজীবনের শুরুতে বোলপুরের এসডিপিও ছিলেন। বাম আমলে নদীয়া, অবিভক্ত মেদিনীপুর, বর্ধমানের মতো রাজ্যের গুরুত্বপূর্ণ জেলার এসপি হিসেবে কাজ করেছেন। কর্মরত ছিলেন কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের ডিসিডিডি স্পেশাল পদেও। সেন্ট্রাল ডেপুটেশনে থাকাকালীন ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন মনোজ মালব্য। কর্মজীবনে বিতর্ক তাড়া করে বেড়িয়েছে তাঁকে। ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশনে থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করেছিল সিবিআই। যদিও তা ধোপে টেকেনি। তেমনই কলকাতা পুলিসে থাকাকালীন মল্লিকবাজারের এক ব্যবসায়ী অপহরণ কাণ্ডে অপহৃতের মৃত্যুতে প্রশ্ন উঠেছিল তাঁর ভূমিকা নিয়ে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment