UIDAI Aadhaar Card – আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।

ভারতীয়দের কাছে আধার কার্ড (UIDAI Aadhaar Card) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পড়াশোনা, চাকরি, ব্যাংক একাউন্ট খোলা, যে কোনো সরকারি প্রকল্প (Government Scheme) সব ক্ষেত্রেই দরকার লাগে এটি। কিন্তু এখনো কিছু মানুষ রয়েছেন যাদের আধার কার্ড নেই। আবার এমনও অনেককে দেখা যাবে যাদের আধার কার্ডে কোনো কোনো তথ্যে ভুল আছে। যেমন কারো নাম আবার কারোর ঠিকানা ভুল বা অন্য কিছু।

UIDAI Aadhaar Card New Instructions.

আপনি যদি আধার কার্ড তৈরি বা আপডেট (UIDAI Aadhaar Card Update) করার কথা চিন্তা করে থাকেন বর্তমানে তবে একটি খবর অবশ্যই জেনে নিন। সম্প্রতি আধার কার্ড নিয়ে কিছু নিয়ম পরিবর্তন করেছে আধার সংস্থা UIDAI. এতদিন আধার কার্ড আপডেট করতে গেলে আমাদের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিতে হত ভিড়ে দাঁড়িয়ে। কিন্তু নতুন নিয়মে এখন আধার কার্ড আপডেটের কাজ অনেকটা সহজ হয়ে যেতে চলেছে। কিভাবে? দেখে নিন।

Importance of UIDAI Aadhaar Card Update

  • আধার কার্ডের সাথে সব নথি লিংক করা।
  • আধার কার্ডে ভুল থাকলে অন্য নথিতে ও সমস্যা।
  • প্যান আধার লিংকে সমস্যা।
  • ব্যাংকের KYC করতে অসুবিধা।
  • প্রকল্পের টাকা পেতে সমস্যা।
  • স্কলারশিপের টাকা পেতে সমস্যা।
  • রান্নার গ্যাসের সাবসিডিতে সমস্যা।

UIDAI Aadhaar Card New Rules

এখন থেকে কোনো ব্যক্তি যদি তার আধার কার্ড তৈরি বা আপডেট করতে চান, তবে বাড়িতে বসেই তা করে নিতে পারবেন। সম্প্রতি ইউআইডিএআই বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম এনেছে। ২০১৬ সালে ইউআইডিএআই নিয়ম করেছিল যে কারোর যদি আধার কার্ডে (UIDAI Aadhaar Card) ভুল থাকে তবে তা তালিকাভুক্ত কেন্দ্রে গিয়েই সংশোধন করতে হবে। কিন্তু সেই নিয়ম সহজ করা হল এবার।

এজন্য আর যেতে হবে না কোন অনলাইন কম্পিউটার কেন্দ্রে। তবে এই সুবিধা কেবল তখনই পাওয়া যাবে যদি ব্যক্তির ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করতে হয়। অন্যান্য বিবরণ আপডেট এর ক্ষেত্রে গ্রাহকদের তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। সুবিধাটি ভারতীয় নাগরিক অথবা এন আর আই উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেটের (UIDAI Aadhaar Card) সঙ্গে সঙ্গে নতুন আধার নথিভুক্তি করনের জন্য কাকে কোন ফর্ম বাছতে হবে সে বিষয়েও জানিয়ে দিয়েছে UIDAI.

E Shram Card Self registration and Benefits (ই শ্রম কার্ড)

UIDAI Aadhaar Card Update New Form

ফর্ম ১ – ১৮ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিক বা এন আর আই (ভারতের ঠিকানা আছে) কে আধার তালিকা ভুক্তির ক্ষেত্রে ফর্ম ১ নিতে হবে। যদি ব্যক্তির অলরেডি একটি আধার কার্ড থাকে তবে ফর্ম ১ ব্যবহার করে অন্যান্য যে কোনো বিবরণও আপডেট করা যেতে পারে।
ফর্ম ২ – যে সব এন আর আই ব্যক্তির এদেশ ব্যতীত অন্য কোন দেশের ঠিকানার প্রমাণ আছে, তাদের আধার নথিভূক্তকরণের ও আপডেটের ক্ষেত্রে ফর্ম ২ নিতে হবে (UIDAI Aadhaar Card).

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

ফর্ম ৩ – ভারতীয় বাসিন্দা তথা এনআরআই (ভারতীয় ঠিকানা আছে) যাদের বয়স ৫ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম, তাদের আধার এনরোলমেন্ট বা আপডেট করতে ফর্ম ৩ নিতে হবে।
ফর্ম ৪ – ৫ বছরের উপরে কিন্তু ১৮ বছরের নীচে বয়সের নাবালক এন আর আই, যাদের ভারতের বদলে বাইরের কোনো দেশের ঠিকানা আছে তাদের আধার কার্ড তালিকাভুক্তি বা আপডেটের জন্য ফর্ম ৪ ব্যবহার করতে হবে (UIDAI Aadhaar Card).
Written by Nabadip Saha.

প্রতিমাসে 3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই। বাজেটের পর দারুণ সুখবর।

আধার কার্ড আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগবে?

আধার কার্ড আপডেট করতে হলে ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট প্রভৃতি লাগে।


আধার কার্ড আপডেট কিভাবে ডাউনলোড করব?

আধার কার্ড আপডেটের কয়েকদিন পর যদি আপনার মোবাইলে মেসেজ আসে, তবে UIDAI আধার এর অফিশিয়াল ওয়েবসাইটে লগিন করে আপডেট স্ট্যাটাস চেক করুন। এবং আদাহার আপডেট সম্পন্ন হলে ডাউনলোড করে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment