ধীরে ধীরে ফ্রি রেশন তুলে দিচ্ছে কেন্দ্র সরকার। এবার Free Ration পেতে হলে Ration Card গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হলো। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেই রেশন কার্ড নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে। এক নজরে দেখে নিন।
Ration card mobile link is mandatory to get free ration items
নতুন বছরে পশ্চিমবঙ্গের free ration তথা রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে নতুন কিছু নিয়ম কার্যকর হবে। এই নিয়মগুলো মেনে না চললে রেশন তোলা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেশন কার্ড মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। খাদ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনো রাজ্যে প্রায় ৭৭ লক্ষ গ্রাহক তাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করেননি। জানুয়ারি ২০২৫-এর আগে এই কাজটি সম্পন্ন না করলে রেশন সংগ্রহে সমস্যা হতে পারে।
রেশন কার্ড মোবাইল নম্বর লিংক চেক
রেশন কার্ড মোবাইল নম্বর লিঙ্ক (Ration card mobile link) করার জন্য নিকটবর্তী রেশন দোকান, ফুড অ্যান্ড সাপ্লাই অফিস, BSK সেন্টার বা রাজ্য খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে সহজেই এই কাজটি করা যাবে।
দুয়ারে রেশন পরিষেবা
নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে চারদিন, অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন পরিষেবা চালু থাকবে। এই সময়ের মধ্যে নিকটবর্তী রেশন দোকান বন্ধ থাকবে। এই পরিষেবার মাধ্যমে উপভোক্তাদের বাড়ির কাছেই রেশন পৌঁছে দেওয়া হবে।
POS Machine বাধ্যতামূলক
রেশন সামগ্রী বিতরণের সময় পস (POS) মেশিন চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে free ration বিতরণের পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে।
আরও পড়ুন, শুধু চাল, গম না! এবার রেশনের সঙ্গে পাবেন কড়কড়ে ১০০০ টাকা। কিভাবে এই সুবিধা পাবেন জানুন
কেন এই পরিবর্তন?
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিন দিন রেশন ব্যবস্থার অপব্যবহার বেড়ে চলেছে। প্রয়োজনের তুলনায় অনেক জায়গায় রেশন সামগ্রী অপ্রয়োজনীয়ভাবে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তাই, রেশন ব্যবস্থায় নিয়মানুবর্তিতা ও স্বচ্ছতা আনতেই এই নতুন নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে।
নিয়ম লঙ্ঘনের ফলাফল
নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে বা পস মেশিন ব্যবহার না করলে রেশন তোলা সম্ভব হবে না। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই নিয়মগুলি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন, প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এই কার্ড করলেই টাকা পাবেন
রেশন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
রাজ্যে প্রায় ২ কোটি ৯ লক্ষ রেশন গ্রাহকের মধ্যে ১ কোটি ৩২ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই তাদের মোবাইল নম্বর লিঙ্ক করেছেন। যারা এখনও এই কাজটি করেননি, তাদের দ্রুত নিকটবর্তী রেশন দোকানে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের। নির্দেশিকা মেনে চলুন এবং নতুন নিয়মগুলি অনুসরণ করে রেশন তোলার সুবিধা চালিয়ে যান।
Written by Nabadip Saha.