পশ্চিমবঙ্গে Ration Card নিয়ে নতুন নিয়ম চালু হলো। এই কাজ না করলে রেশন পাবেন না।

রেশন কার্ড (Ration Card) হল ভারতের নাগরিকদের জন্য এক অপরিহার্য নথিপত্র। এর উপর ভিত্তি করে বিনামূল্যে বা অপেক্ষাকৃত কম মূল্যে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রাব্যাদি পেয়ে থাকে সাধারন মানুষ। সারা দেশের প্রায় ৮০ কোটি জনহন, রেশন কার্ড এর মাধ্যমে রেশন তুলে থাকেন। বিশেষত, অতিমারির সময় ও তার পর থেকে সরকার বিনামূল্যে রেশন (Free Ration) ব্যবস্থা চালু করায় এর উপর আরো বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। এমতাবস্থায় যদি সেই সমস্ত গরিব মানুষদের সঙ্গে জালিয়াতি করা হয়, তাদেরকে রেশন সামগ্রী (Ration Items List) নিয়ে ঠকানো হয় তাহলে সরাসরি ভাতে মরবে সেই সমস্ত মানুষ।

Important Instruction For Ration Card Holders.

রেশন নিয়ে এর আগেও বহুবার এই রকম একাধিক অভিযোগ শোনা গেছে বিভিন্ন ডিলারের বিরুদ্ধে। তার প্রতিবাদ করেছেন বহু মানুষ। এমনকি এই নিয়ে সরকারও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এবার ডিলারদের (Ration Dealer) চুরি আটকে সাধারণ মানুষকে যোগ্য সুবিধা দেওয়ার জন্য রেশন নিয়ে আরো কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। যার ফলে মাঠে মারা পরলেন ডিলাররা। আর গরিব মানুষদের রেশন (Ration Card) পাওয়া হয়ে গেল আরো সুবিধা জনক।

Biometric Update of every Ration Card

রেশন ব্যবস্থাকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করে তোলার উদ্দেশ্যে এর আগে বহু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government). রেশনে আধার লিঙ্ক থেকে শুরু করে বায়োমেট্রিক (Ration Card Biometric) চালু সব কিছুই করা হয়েছে রেশন ব্যবস্থাকে সুরক্ষিত করে সাধারণ মানুষকে প্রাপ্য সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। এবার রেশন ডিলারদের জন্য নতুন নিয়ম জারি করল কেন্দ্র।

রেশন দোকান গুলিতে রেশন বন্টনের সময় সকল ডিলারকে EPOS মেশিন ব্যবহার করতে হবে। ইতিমধ্যেই পি ও এস মেশিনে অনেক রেশন দোকানেই (Ration Card Shop) রশিদ কাটা হয়। কিন্তু সমস্ত ডিলার এখনো এই পদ্ধতি অবলম্বন করেনি বলে খবর পেয়েছে কেন্দ্র। তাই তাদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে শুধু রেশন দোকানে ই পজ মেশিন ব্যবহার করা নয়।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে এই প্রকল্পে আবেদন করলেই পাবেন ৫০০০ টাকা। কাদের জন্য এই প্রকল্প ও কিভাবে আবেদন করবেন?

সেই সঙ্গে উপভোক্তাদের মধ্যে রেশন বন্টনের (Ration Distribution System) রিপোর্টও সরকারের কাছে জমা করার অর্ডার দেওয়া হয়েছে কেন্দ্র মারফত। বর্তমানে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ডিলারদের এই রিপোর্ট জমা করার জন্য। আর এই নতুন নিয়মের ফলে আগামীদিনে কতটা সুবিধা হতে চলেছে সকলের সেই সম্পর্কে আগে আলোচনা করে নেওয়া হল।

LPG Gas (রান্নার গ্যাস)

Ration Card Benefits

রেশন ব্যবস্থা দেশের গরীব দুঃখী মানুষদের জন্যই তৈরি। এই রেশন দ্রব্যের (Ration Card Items) ওপর ভিত্তি করেই তাদের পেট চলে। তাই গরীবের রেশন নিয়ে যদি অসাধু ব্যক্তিরা জালিয়াতি করেন তা মোটেই মেনে নেওয়া যায় না। এই কারণে আগেও অনেকবার কড়া হয়েছে সরকার। আর এবারেও এই ব্যবস্থা চালু হলো। ই পি ও এস মেশিনে বিল তৈরির কারনে আর ওজনে মারার সুযোগ পাবেন না ডিলাররা।

সারা দেশে UCC লাগু করবে মোদী সরকার! ইউনিফর্ম সিভিল কোড কি? সহজ ভাষায় বুঝে নিন।

এছাড়াও বিভিন্ন উপভোক্তার মধ্যে রেশন বন্টনের রিপোর্ট দ্বারা বোঝা যাবে কোন রেশন দোকানে রেশন দ্রব্যে কারচুপি হয়েছে। এক কথায় এর মাধ্যমে ডিলারদের শায়েস্তা করল কেন্দ্রীয় সরকার। আর সুবিধার পথ প্রশস্ত হল সাধারণ গরিব মানুষদের। এই নিয়ম সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। আরও আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

টাকা ডবল করার স্কিম। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment