২১শে জুলাইয়ের সভায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ, লক্ষ্মীর ভান্ডার ও সরকারি প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত

২১শে জুলাই শহিদ দিবস, গত ৩০ বছর ধরে পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে। প্রতিবছরই এই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কিছু না কিছু ঘোষণা করে থাকেন। আর তার বক্তব্য শোনার জন্য সারা রাজ্য থেকে লাখ লাখ মানুষ আসে কলকাতায়। আর আগামী বিধান সভার আগে এটাই শেষ ২১শে জুলাই। আর এই মঞ্চে রাজনৈতিক যোগদান থেকে শুরু করে বড় বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme), ২৫% বকেয়া ডিএ (Dearness Allowance), এসএসসি মামলা (SSC Scam) ও জনমুখী সরকারি প্রকল্প। তাই এই নিয়ে কি কি ঘোষণা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ট্রেন্ডিং বিষয়বস্তু।

২১শে জুলাইয়ের সভা নিয়ে আদালতের রায়

ইতিমধ্যেই এই সভা নিয়ে আদালতে মামলা হয়েছে। সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর গত ৩ দশক ধরে চলে আসা এই সভা কে বন্ধ করতে চাইছে, যারা এই দিনের জন্য দায়ী। আর আদালতেও সেই কথা জানান রাজ্যের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। এদিকে আদালত ২১শে জুলাই এর মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “মানুষ আর কত দিন সহ্য করবে ? ২১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন ৷ তাতে অন্তত সাধারণ মানুষের ভোগান্তি কমবে ৷”

সরকারি প্রকল্প ও বকেয়া ডিএ নিয়ে

সুতরাং এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই সভার গুরুত্ব ও ঐতিহ্য নিয়ে অবশ্যই রাজ্যবাসীর সামনে তার বক্তব্য তুলে ধরবেন, একপ্রকার আশা করাই যায়। আর এই সভাকে বন্ধ করার চক্রান্তকে নস্যাৎ করতে রাজ্যবাসীকেও আহবান জানাতে পারেন। এছাড়া আগামী বিধানসভা ভোটের প্রাক্কালে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, কন্যাশ্রী প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি ও নতুন আবেদন নিয়ে নতুন ঘোষণা হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Government Employees Arrear DA) এর অন্তত ২৫% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, সেই নিয়েও  এদিনের সভায় কিছু ঘোষণা হয় কিনা, সেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশন গ্রাহকেরা।

যদিও সরকারি ভাবে এই সম্মন্ধে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের টক শো তে একাধিক মন্তব্য ও আশার বাণী শোনা গেছে। ভোটের আগে বড় কিছু ঘোষণার এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তাই এই মঞ্চ থেকে বড় কোনও ঘোষণা হলে, তার তাৎপর্য ও গুরুত্ব সবার চেয়ে আলাদা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে রাজনৈতিক মঞ্চে সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা হবে কিনা, সেই নিয়েও সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।

বকেয়া ডিএ

প্রসঙ্গ ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে। একাধিক বার কলকাতা হাইকোর্ট ও স্যাট (SAT) এ সরকারি কর্মীদের পক্ষে জয় এলেও সম্পূর্ণ বকেয়া ডিএ মেলেনি। যার জেরে মামলা এখন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ও ১ মাসের মধ্যে অন্তত ২৫% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও ফের সময় চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। এদিকে সময় অতিক্রম হলেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্য সরকারি কর্মীরা ফের আদালতে নালিশ জানিয়েছে। এই পরিস্থিতিতে এই সভা থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও ঘোষণা করেন কিনা, কার্যত সেই অপেক্ষায় থাকবেন সভায় উপস্তিত থাকা বিভিন্ন রাজ্য সরকারি কর্মী সংগঠনের সরকারি কর্মীরা।

সরকারি প্রকল্প নিয়ে জল্পনা

অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মা বোনেরা যদি এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা, কন্যাশ্রী প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা শুনতে পান, তাহলেও এই সভায় অন্য মাত্রা যোগ হবে। এবার এটাই দেখার এই সভা থেকে সরকারি প্রকল্প সংক্রান্ত কোনও ঘোষণা হয় কিনা।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। এই প্রকল্পে আবেদন করলেই উদ্যোক্তারা সরকারি সাহায্য পাবেন

চাকরি বাতিল ও SSC মামলা

অন্যদিকে রাজ্যের ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল ও ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে টানাপোড়নের আবহে নতুন করে নিয়োগ ও এই মামলার ভবিষ্যৎ নিয়ে চোখ রয়েছে সারা রাজ্যের। গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যকে বিঁধেছেন। এই নিয়ে এই সভা থেকে শাসক দলের কোনও বিবৃতি মেলে কিনা, সেই অপেক্ষায় ও রয়েছেন চাকরি চ্যুত শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন, বাড়ি বসে অবসর সময়ে ইনকাম করার দুর্দান্ত উপায় শিখে নিন।

২১শে জুলাইয়ের সভা উপলক্ষ্যে কলকাতা সহ শহরতলীতে বিভিন্ন স্কুল ছুটি দিয়েছে। যানজটের কারণে স্কুল গাড়ি ও শিশুদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন একাধিক স্কুল কতৃপক্ষ। যদিও ‘২১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন ৷’ যানজট নিয়ে মন্তব্য করেছেন, এই মামলার মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে এই সভায় নতুন কোনও হেভি ওয়েট তৃণমূলে যোগদান করেন কিনা, সেই জল্পনা ভেসে আসছে। আর কয়েক ঘন্টা কাটলেই সমস্ত জল্পনার অবসান ঘটবে।

শেয়ার করুন: Sharing is Caring!