নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন আবার ক্ষমতায় এলে সারাজীবন রেশন ফ্রী থাকবে। আর এবার তার থেকে আরো এক ধাপ এগিয়ে, এবার ভীনরাজ্যের শ্রমিকদের জন্য ও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে এসেছে, তাদের প্রতি মাসে 5 কেজি করে চাল দেওয়া হবে। রাজ্য সরকার এই প্রকল্পের নাম দিয়েছে পরিযায়ী সহায়। তবে এই প্রকল্পের দায়িত্ব খাদ্য দপ্তরের নয়। কিংবা খাদ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত নয়। শ্রম দপ্তর ই এই প্রকল্পের দায়িত্বে থাকবে। অর্থাৎ শ্রম দপ্তরই এই খরচ চালাবে। তাই রেশনকার্ড না থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রায় 3 হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে।