Madhyamik Result – মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখে হতবম্ব পরীক্ষক।
মাধ্যমিক পরীক্ষা শেষ, এবার রেজাল্টের (Madhyamik Result) পালা। আর ক্লাস হয়নি তাই এবারের পরীক্ষায় নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে পরীক্ষাকদের। পাশ করিয়ে দেওয়ার অনুরোধ, খেলা হবে শ্লোগান এগুলো তো ছিলই। আর এবার মাধ্যমিকের খাতায় পাওয়া গেল ফিল্মি ডায়লগ, যা দেখে রীতিমত কিংকর্তব্যমিমূঢ় পরিক্ষক!
অতিমারির জেরে গত ২ বছর নেওয়া যায়নি মাধ্যমিক পরীক্ষা। তবে এবছর রোগ প্রতিহত করতে সমস্ত বিধি মেনেই নেওয়া হয়েছে পরীক্ষা (Madhyamik Result)। কিন্তু পরীক্ষার খাতায় পরীক্ষার্থীরা যা লিখেছেন তা দেখে পরীক্ষকের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলেছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result)। যথাযথ ভাবে নেওয়া যায়নি পরীক্ষার আগে ক্লাস। বিশেষত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিমারির মধ্যেও নেওয়া হয়েছে অফলাইনে পরীক্ষা। পরীক্ষায় মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার ওপর যেমন বিধি নিষেধ আরোপ করা হয়েছিল তেমনই, জারি করা হয়েছিল অন্যান্য নির্দেশিকা। তবে পরীক্ষার্থীরা কি ভালোভাবে পরীক্ষাটি দিতে পেরেছেন?
প্রসঙ্গত, এ বছরের মাধ্যমিক পরীক্ষায় একদিকে যেমন খালি খাতা জমা দেওয়ার ঘটনার কথা জানিয়েছেন পরীক্ষকেরা, তেমনই উত্তরপত্রে প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর লেখার কথাও জানা গেছে। এবার তার সাথে জুড়ল নতুন একটি ঘটনা। একজন পরীক্ষার্থী উত্তরপত্রে উত্তর লেখার বদলে খালি খাতা জমা দেননি ঠিকই। কিন্তু যা লিখেছেন, তা দেখে হতবম্ব পরীক্ষক। ওই পরীক্ষার্থী উত্তরপত্রে দক্ষিনী সিনেমায় আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির একটি জনপ্রিয় ডায়লগ লিখেছেন। Madhyamik Result
বর্তমানে এই সিনেমার ডায়লগ ভারত নয় বরং সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার দরুণ। এমনকি ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তা সিনেমা হলে মুক্তির পরেই সপ্তাহের মধ্যেই কয়েকশো কোটি টাকা কালেকশন করে ফেলে।
এবছর মাধ্যমিক পরীক্ষায় একজন পরীক্ষার্থী এই সিনেমার ডায়লগ পরীক্ষার খাতায় লেখেন, ‘আপুন লিখেগা নেহি শালা’। নেট দুনিয়ায় এই ছবি প্রকাশের পরই নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। Madhyamik Result
১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ২৮ এপ্রিলের মধ্যেই উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তাই মনে করা হচ্ছে মে মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে পরীক্ষার রেজাল্ট। এমতাবস্থায় উত্তরপত্র দেখার সময় যে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষকদের, তাতে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ (Madhyamik Result) করবেন তা ভাবার বিষয়।
আপনাদের জানা মতে এই ধরেওনের কমেন্ট কি কেউ লিখেছেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এই সম্পর্কিত বিষয়ে আপনার মতামত জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করুন এই ওয়েবসাইট টি।
Written By Manika Basak