Madhyamik English 2022 – পরীক্ষার আগেই Whatsapp এ ঘুরছে ইংরেজির প্রশ্ন, পরীক্ষা হবে তো?

Madhyamik English 2022 – স্যোসাল মিডিয়াতে ঘুরছে প্রশ্নপত্র, সত্যিই কি তাই।

আজ মাধ্যমিকের ইংরাজী পরীক্ষা (Madhyamik English 2022)। গতকালের বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আর এরই মধ্যে পরীক্ষা শুরুর আগেই স্যোসাল মিডিয়াতে প্রশ্নপত্র ভাইরাল। আসলে কি সত্যিই প্রশ্ন ফাঁস হলো? জানুন বিস্তারিত।

দীর্ঘ 2 বছর পর স্কুল খুলেছে, শুরু হয়েছে মাধ্যমিক। (Madhyamik English 2022) আর সেই পরীক্ষা কে নির্বিঘ্নে করার জন্য তৎপর প্রশাসন। যার জন্য স্পর্শকাতর এলাকা গুলোতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এরপর নাকি প্রশ্ন ফাঁস!

ইতিমধ্যেই স্যোসাল মিডিয়াতে প্রশ্নপত্র ঘুরছে (Madhyamik English 2022). আসলে কি সেই প্রশ্ন আসল। নাকি ফেক? প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদ সূত্রে জানা গেছে আজ পৌনে এগারোটা নাগাদ একটি প্রশ্ন বিভিন্ন গ্রূপে দেখা যায়। কিন্তু সেই প্রশ্নপত্র আসল কিনা, সেই নিয়ে এখনো জানা যায়নি।

এই প্রশ্নগুলো আসল কিনা তা, বিকেল তিনটের পর পরীক্ষা শেষ হলে জানা যাবে। প্রসঙ্গত দু বছর আগে প্রশ্ন ফাঁস নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষা দপ্তরকে। তার জন্য এবার যথেষ্ট সতর্ক। কিন্তু এবার ও যদি সত্যিই প্রশ্ন ফাঁস হয়ে তবে এবার হয়তো সারা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

আরও দেখুন – মাধ্যমিক নিয়ে জরুরী বৈঠক, গুরুত্বপূর্ণ ঘোষনা।

যদিও এই প্রশ্ন গুলো ফেক হতে পারে বলে মনে করছেন অনেকেই। এই বিষয়ে আপনার কি মতামত, নীচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আরও দেখুন – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২২ ফ্রী ডাউনলোড

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment