Madhyamik Bengali Suggestion 2023 – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ PDF Download Free.

WBBSEMadhyamik Bengali Suggestion 2023, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Bangla suggestion 2023. West Bengal Madhyamik Bengali suggestion Full syllabus 2023 You can easily download the full suggesion WBBSE Madhyamik Bengali Suggestion 2023 PDF by EK24 News

Madhyamik Bengali Suggestion 2023 – মাধ্যমিক বাংলা সাজেশন পিডিএফ

মাধ্যমিক বাংলা সাজেশন 2023
4 টি গল্পের সংক্ষিপ্ত, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন – 2023
জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন
Madhyamik Bengali Suggestion 2023

১) জ্ঞানচক্ষু নামক গল্পের কেন্দ্রীয় চরিত্র তথা তপনের চরিত্রটি লেখ।
২) “তোমার গল্প আমি ছাপিয়ে দেবো”- বক্তা কে? সে কি ছাপিয়ে ছিল? ছাপানোর পরিণতি কি?

৩) “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের”- কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? ভোক্তার কাছে কেন এগুলো দুঃখ ও অপমানের?
৪) ” শুধু এই দুঃখের মুহুর্তে গভীরভাবে সংকল্প করে তপন”- কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কি সংকল্প করে?

বাংলা গল্প বহুরূপী থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন।
Madhyamik Bengali Suggestion 2023

১) “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা”- সে কিভাবে পাগল সেজেছিল? একথা বলার কারণ কি?
২) “হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে”- নাটকীয় বৈচিত্র কি?
৩) “আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো।”- কে কাদের খেলা দেখাবে? খেলাটি কেমন ছিল?
৪) “খাঁটি মানুষ তো নয়।” বক্তা কে? তিনি খাঁটি মানুষ নন কেন?

৫) “জগদীশবাবু যে কি কান্ড করেছেন”- জগদীশবাবু কে? তিনি কি কান্ড করেছিলেন?
৬) “একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।”- কোথায় এবং কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিলো?
“পথের দাবি”- গল্প থেকে ফাইনাল- এ টেস্ট পরীক্ষার কোন বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাই শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন গুলি প্র্যাকটিস করতে হবে। গল্পটি শুধুমাত্র ভালো করে রিডিং পড়লেই চলবে।

অদল বদল“- গল্প থেকে তিন নম্বর এবং 5 নম্বর দুই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

১) “এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো”- এখানে কোন আওয়াজ এর কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি?
২) “কি খাঁটি কথা”- খাঁটি কথাটা কি? এই মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখ।
৩) “ইসাবের মেজাজ চড়ে গেল।”- ইসাব কে? তার মেজাজ চড়ে গেল কেন?
৪) “ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে”- এখানে কার কথা বলা হয়েছে? খাঁটি জিনিসটি কি তা লেখ।

৫) “কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে”- বক্তা কে? প্রসঙ্গটি তাৎপর্য লেখ।
৬) “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল”- অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল?
৭) “আজ থেকে আপনার ছেলে আমার”- কে? বক্তা এ কথা কাকে এবং কেন বলেছিলেন?
8) “অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে”- অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে?

নদীর বিদ্রোহ গল্প থেকে 3 নম্বর এবং 5 নম্বর দুই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি।
Madhyamik Bengali Suggestion 2023

১) “নিজের এই পাগলামীতে যেন আনন্দ উপভোগ করেন”- কার পাগলামীর কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামীর পরিচয় দাও।
২) “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে”- নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল তা লেখ।
৩) “নদীর জন্য নদের চাঁদের এতো মায়া একটু স্বাভাবিক”- কেন স্বাভাবিক ব্যাখ্যা করো।

ঘরে বসে গুগলের কাজ করে ডলারে ইনকাম করুন, লাগবে না কোনও YouTube

8) নদীর বিদ্রোহ গল্পের নদের বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয় তা লেখ।
৫) “নদীকে এইভাবে ভালবাসার একটা কৈফিয়ৎ নদের চাঁদ দিয়েছিল”- নদের চাঁদ এর পেশা কি এবং? সে কি কৈফিয়ত দিয়েছিল?
৬) “বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের”- কেন?
৭) “নদের চাঁদ গর্ব অনুভব করিআছে”- কিসের জন্য গর্ববোধ করিয়াছে এবং কেন?

সমস্ত সরকারি স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত সাময়িক ছুটি ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স। তাহলে পরীক্ষাগুলি কবে

৮) নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্রটি লেখ।
৯) “চিঠি পকেটেই ছিল”- কোন চিঠির কথা বলা হয়েছে? তার পরিণতি কি হয়েছিল?
১০) “আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের”- কার মনে প্রশ্ন? এটি ব্যাখ্যা করো।
১১) “পাঁচদিন নদীকে দেখা হয় নাই”- কার এবং কেন এই উৎসুক্য বোধের পরিচয় দাও।
পরীক্ষার আগে এই লিঙ্কে Madhyamik Bengali Suggestion 2023 PDF Download করতে পারবেন।
Written by Sanjukta Biswas.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment