LPG Subsidy – পুজোর মাসে গ্যাসের দাম আরো কমলো। এবার সাবসিডি বৃদ্ধির ঘোষণা।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার রান্নার সিলিন্ডারে ২৭৫ টাকা ভর্তুকি পাবেন (LPG Subsidy)। সরকারের নতুন ঘোষণায় খুশি সমস্ত রাজ্যবাসী। সকল রাজ্যবাসীর কথা ভেবেই সরকারের এই সিদ্ধান্ত। আজকের এই প্রতিবেদনটিতে জানতে পারবেন কোন কোন রাজ্যবাসী রান্নার সিলিন্ডারে ভর্তুকি পাবেন।

Advertisement

দেশের নাগরিকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার রাখী পূর্নিমার পর থেকে কমিয়েছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সমস্ত গ্রাহকরা রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি পাবেন। যেহেতু কেন্দ্রের ঘোষণা অনুযায়ী রান্নার গ্যাসে ২০০ টাকা কমানো হয়েছে এবং আবার রাজ্যের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যবাসী রান্নার গ্যাসে আরও ২৭৫ টাকা ভর্তুকি পাবেন সেক্ষেত্রে রাজ্যবাসী রান্নার গ্যাস মোট ৪৭৫ ছাড় পাবেন।

Advertisement

LPG Subsidy by state Government

এখন থেকে গোয়ার সমস্ত নাগরিকরা প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডারে মোট ছাড় পাবেন ৪৭৫ টাকা। যার মধ্যে কেন্দ্র থেকে ছাড় পাবেন ২০০ টাকা ও রাজ্যের তরফ থেকে ছাড় পাবেন ২৭৫ টাকা। জানা গিয়েছে ‘মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রকল্প ‘ এর ভিত্তিতে এই অতিরিক্ত ছাড় দেওয়া হবে সমস্ত রাজ্যবাসীদের। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন,” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই LPG সিলিন্ডারের জন্য ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছেন।” এছাড়াও এবার গোয়া সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের রান্নার প্রতি গ্যাস সিলিন্ডারে ২৭৫ টাকা ভর্তুকি দেবে।

APY Scheme You will get 5000 rupees per month

লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্ত দেশবাসীকে অনেকটা স্বস্তি এনে দিয়েছে । এর কিছুদিন পর গ্যাসের দাম নিয়ন্ত্রণে ফের বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার । সম্প্রতি সরকার দেশীয় গ্যাস সিলিন্ডার এবং বাণজ্যিক গ্যাস সিলিন্ডার এবং দেশীয় গ্যাস সিলিন্ডারে দাম কমিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল – রেস্তোরাঁ ব্যবসায়ীরাও স্বস্তি পেয়েছেন সরকারের এই নতুন সিদ্ধান্তে। তবে এবার কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে সুবিধা পাবে বেসরকারি গ্যাস কোম্পানি গুলোও, তাই সেপ্টেম্বরের শুরুর থেকেই বেসরকারি LPG কোম্পানিগুলোর মধ্যে বর্তমানে খুশির জোয়ার বইছে।

আরোও পড়ুন » Free Ration – কেন্দ্রের চাপে বন্ধ হতে পারে গরীবের ফ্রি রেশন। এবার শুধুমাত্র এরাই ফ্রি রেশন পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment