LPG Price – ভোট শেষ হতেই বদলে গেল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ১০০ টাকা!

ভোটের মুখে এক ধাক্কায় ৩ বার রান্নার গ্যাসের দাম তথা LPG Price কমে যাওয়ায় বিরোধীদের বক্তব্য ছিলো ভোট পেতে বিজেপি গ্যাসের দাম কমিয়েছে। আর ভোট মিটলেই আবার বাড়বে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। আর সেই কথাকে কার্যত কিছুটা হলেও মিলে গেল। তবে এক্ষেত্রে আজ ভোট শেষ হতেই রান্নার গ্যাসের দাম বদলে গেল। কিন্তু সেই বদল ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী এটাই বড় প্রশ্নের!

LPG Price Cut in India

রান্নার গ্যাসের দাম নিয়ে জনসাধারণের কপালে অনেকদিন ধরেই চিন্তার ভাঁজ। মূল্যবৃদ্ধির বাজারে খাদ্যদ্রব্য হাতের ছ্যাঁকা ধরাচ্ছে। আর খাদ্যদ্রব্য রান্নার জন্য এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ঘাম ঝরাচ্ছে মধ্যবিত্তের। রান্নার গ্যাসের দাম কবে কমবে, সেই অপেক্ষায় দিন গুণছিলেন প্রত্যেকেই। অবশেষে সবুরে ফললো মেওয়া। ভোটের মাঝেই দাম কমলো রান্নার গ্যাসের (LPG Price)। এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম। জনসাধারণকে খুশি করে সামনে এলো বিরাট এক সুখবর। (LPG Cylinder Price 2024).

রান্নার গ্যাসের দাম কত হলো?

এক ধাক্কায় দাম কমল এলপিজি সিলিন্ডারের।
রান্নার গ্যাসের চড়া দাম বৃদ্ধি সমাজের সকল স্তরের মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।সরকারের তরফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে জনতার মধ্যে অসন্তোষ বাড়ছিল। এদিকে সারা দেশজুড়ে গণতন্ত্রের উৎসব চলছে। চলছে ২০২৪ লোকসভা নির্বাচন। ভোটের মরশুমে বিভিন্ন সভায় রাজনৈতিক দলগুলি একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ মানুষকে।

যদিও, জনসাধারণের মত, এইসব কি শুধুই প্রতিশ্রুতি, নাকি ফলাফল কিছু আসবে? বিভিন্ন দফায় ভোট চলার মাঝেই এবার খুশির খবর এলো ভারতবর্ষে। কমছে রান্নার গ্যাসের দাম। ‌এলপিজি সিলিন্ডারের দাম নিম্নমুখী হতে মুখে হাসি ফুটল ভারতবাসীর।

আরও পড়ুন, যেকোনো ধরনের বীমা গ্রাহকদের সুখবর। Insurance Policy গ্রাহকদের জন্য নতুন সুবিধা চালু হলো। এক ক্লিকেই সব সমস্যার সমাধান

LPG Cylinder Price Reduced 2024

চলতি বছরের শুরু থেকেই জনসাধারণ অপেক্ষায় আছেন, এবার হয়তো এলপিজি সিলিন্ডারের দাম হেরফের হতে চলেছে। কিন্তু বারংবার আশাহত হতে হচ্ছে। কিছুদিন আগে উজ্জ্বলা গ্যাস যোজনার গ্রাহকদের সুখবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। এই যোজনায় ‌বৃদ্ধি করা হয়েছে সুযোগ-সুবিধা।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে চালু হল সেবা সখি প্রকল্প। কী কী সুবিধা পাবেন জেনে নিন

PM Ujjwala Yojana

কিন্তু যারা উজ্জ্বলা গ্যাস যোজনার (PM Ujjwala Yojana) আওতাধীন গ্রাহক নন, তাদের জন্য সত্যিই কি ভাববে না কেন্দ্রীয় সরকার? মূল্যবৃদ্ধির বাজারে এই প্রশ্ন বারবার উঠে আসে। তবে বছরের শুরু থেকে পাঁচ মাস কেটে যাওয়ার পর সুখবর এল। কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। জুনের শুরুতেই এলো বড় সুখবর। দাম কমছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের।

কতটা দাম কমলো এলপিজি সিলিন্ডারের?

জুন মাসের শুরুতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কমল। এই নিয়ে লাগাতার তিন মাস দাম কমলো কমার্শিয়াল গ্যাসের। বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর ঘোষণা করেছে সরকারি তেল সংস্থা। প্রতি সিলিন্ডারে বাণিজ্যিক গ্যাসের দাম কমলো ৭২ টাকা। গ্যাসের দাম কমার খবর প্রকাশ হয়েছে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে। যে তথ্য থেকে জানা যাচ্ছে, ১ জুন ২০২৪ থেকে দাম কমলো রান্নার গ্যাসের। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ৩০ টাকা। মে মাসে অয়েল মার্কেটিং সংস্থা বাণিজ্যিক গ্যাসের দাম কমায় ১৯ টাকা। আরেকবার ফের জুন মাসের শুরুতে দাম কমলো কমার্শিয়াল গ্যাসের।

PEN Number for Students, PEN Card, abc card

ভারত জুড়ে কমল এলপিজি সিলিন্ডারের দাম

সারা দেশ জুড়ে কমার্শিয়াল গ্যাসের দাম কমানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চন্ডিগড়, পাটনা, ভোপাল, চেন্নাই-সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। দেশের অন্যান্য শহরের কথা তো অবশ্যই জানব, তবে আগে জেনে নেওয়া দরকার আমাদের শহর কলকাতায় কতটা কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, কলকাতায় ৭২ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের।

৭২ টাকা কম হতে বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হলো ১৮৭৮ টাকা। কলকাতার মতো মুম্বাইতে ৬৯.৫০ টাকা কম হতে কমার্শিয়াল গ্যাসের দাম পৌছালো ১৬২৯ টাকায়। এছাড়া, চন্ডীগড়ে গ্যাসের দাম হল ১৬৯৭ টাকা, পটনায় ১৯৩২ এবং ভোপালে ১৭০৪ টাকা।

প্রসঙ্গত, একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। কিন্তু ১৪.২ কিলোগ্রামের বাড়ির রান্নার গ্যাসের দাম কমেনি। এই গ্যাসের যা দাম ছিল, আপাতত সেটাই আছে। নতুন কোন ঘোষণা হলে অবশ্যই আপনাদের জানানো হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment