এই কাজ না করলে আর রান্নার গ্যাস বুক হবে না। LPG KYC Update কিভাবে করবেন জেনে নিন।

কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাসের বায়মেট্রিক আপডেট বা LPG KYC Update করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এই কাজ না করলে আর কেউ রান্নার গ্যাসের ভর্তুকি পাবে না। প্রথমে এই ঘোষণা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) গ্রাহকদের জন্য হলেও পরে সকলের জন্য এই সিদ্ধান্ত কার্যকর দেওয়া হয় (Liquified Petroleum Gas). তবে LPG KYC Update নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। যেমন আপডেট করার শেষ তারিখ কবে? না করলে কি গ্যাস বুকিং হবে না? ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে নিন।

Advertisement

LPG KYC Update for PM Ujjawala Yojana to Get Subsidy.

অনেকেই মনে করছেন যে এই কাজ না করলে দেওয়া হবে না রান্নার গ্যাসের ভর্তুকির টাকা (LPG Gas Subsidy). মূলত এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস দেশের সব মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছিল। যাতে তারা উনুন এবং কয়লার ধোঁয়া থেকে হওয়া শারীরিক সমস্যা থেকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু LPG KYC Update না করলে এই সুবিধা বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার।

Advertisement

বায়োমেট্রিক আপডেট না করলে ভর্তুকি বন্ধ হবে?

সারা দেশের প্রচুর মানুষ এখনও পর্যন্ত LPG KYC Update করেন নি। তাই এখনও পর্যন্ত ভর্তুকি বন্ধ করার কোনও নির্দেশ আসেনি। তবে বেশিরভাগ গ্রাহকের LPG KYC Update হয়ে গেলে তখন কড়া নিয়ম জারি করতে পারে সরকার। তবে এখন আপাতত আপডেট না করলেও ভর্তুকি পাবেন, এমনই একটি নোটিশ জারি করা হয়েছে বর্তমানে।

LPG KYC Update last date in West Bengal

কেন্দ্র সরকারের তরফে LPG KYC Update এর কোনও শেষ তারিখ বলা হয় নি। তবে যত দ্রুত সম্ভব আপডেট করিয়ে নেওয়া ভালো। অনেক গ্যাস অফিসের নোটিশ বোর্ডে বলা হয়েছে মহিলারা যদি এই প্রকল্পের সুবিধা পাওয়া চালিয়ে যেতে চান তবে একটি শর্ত পূরণ করতে হবে তাদের। নির্দিষ্ট তারিখের আগেই করতে হবে এই LPG Gas KYC. যারা সেটি করবেন তাদেরকেই একমাত্র পরিষেবা দেওয়া হবে ভবিষ্যতে আর বাকিদের বাতিল করা হবে তালিকা থেকে। যদিও এখনও পর্যন্ত শেষ তারিখ জানানো হয়নি।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪

দেশের মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে চালু করেন উজ্জ্বলা যোজনা। প্রতি বিপিএল ক্যাটাগরিভুক্ত পরিবারের মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস (Free LPG Gas) প্রদান করা হয় এই যোজনায়। সঙ্গে প্রতি মাসে গ্যাস সিলিন্ডার নিলে ৩০০ থেকে ৪৫০ টাকা ভর্তুকিও পান তারা। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ফলে দেশের ১০ কোটি মহিলা এখনো পর্যন্ত রান্নার গ্যাসের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন।

Advertisement

উজ্জ্বলা যোজনায় KYC করা বাধ্যতামূলক

উজ্জ্বলা যোজনার দ্বিতীয় ভাগের মাধ্যমে আরো ৭৫ কোটি মহিলাকে এর আওতায় নেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। কিন্তু সকলকে সতর্ক করে বলা হয়েছে যে তারা যদি সুবিধা পেতে চান তবে সরকারের নিয়ম মেনে আগে জমা দিতে হবে LPG Gas KYC নথি। নয়তো পুরনোদের এই সুবিধা বন্ধ করে দেওয়া হবে। আর নতুনদেরও কাউকে তালিকায় নেওয়া হবে না। কি সেই নথি? কিভাবে জমা দিতে পারবেন মহিলারা? দেখে নেব এখানে।

LPG Gas KYC for Get Ujjwala Yojana Benefits

দেশের কোটি কোটি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের অবিলম্বে নিজেদের কেওয়াইসি নথি (LPG Gas KYC Documents) জমা করতে বলেছে কেন্দ্র। এই কাজ না করলে আগামী দিনে আর পরিষেবা পাবেন না তারা। কেন্দ্র জানিয়েছে যাতে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকে এবং উপযুক্তদের কাছে সমানভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই জন্যই এই প্রক্রিয়া করা আবশ্যক। নির্দিষ্ট তারিখের আগেই মহিলাদের অনলাইন মারফত জমা করতে হবে তাদের কেওয়াইসি নথি।

Ujjwala LPG Gas KYC Documents

  • নিজের এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড।
  • ব্যাংকের পাস বই।
  • আধার লিঙ্ক করা মোবাইল নম্বর।
Electricity Bill, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল

LPG Gas KYC Update Process Online

১. এরপর KYC জমা করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২. এরপর কেওয়াইসি ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
৩. সেটিকে ফিলাপ করে তার সঙ্গে উপরোক্ত ডকুমেন্ট একত্রিত করে জমা করে দিতে হবে আপনার গ্যাস এজেন্সির অফিসে।

টাকার প্রয়োজন হলেই সরকার দেবে। E Mudra Loan এ আবেদন করলেই ৫ মিনিটে একাউন্টে টাকা ঢুকবে।

রান্নার গ্যাস KYC করার শেষ তারিখ

বিগত বছর থেকে এই KYC করা শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত দেশের সকল গ্যাস এজেন্সিতে এই কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত দেশের কোটি কোটি মানুষের এই কাজটি সম্পন্ন করা হয়নি। আরেই একটি মাত্র কারণের কথা মাথায় রেখে এখনো পর্যন্ত এই কাজের শেষ তারিখ সম্পর্কে জানানো হয়নি। কিন্তু সকলের উচিত যে শীঘ্রই এই কাজ সম্পন্ন করে ফেলা।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment