LPG Gas: রান্নার গ্যাস, ব্যাংক একাউন্ট থেকে সরকারি ছুটি, ১লা আগস্ট থেকে বদলে যাচ্ছে ৫টি নিয়ম।

জুলাই মাস শেষের দিকে, আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আগস্ট। আর নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস (LPG Gas) থেকে শুরু করে ব্যাঙ্কিং ও সরকারি ছুটি থেকে শুরু করে বদলে যেতে চলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রের নিয়মকানুন। প্রতি মাসেই বিভিন্ন সেক্টরে নতুন নিয়ম ও পরিবর্তন আসে। এই আগস্ট মাসেও পর্যন্ত বিভিন্ন খাতে একাধিক পরিবর্তন আসতে চলেছে। যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপর। তাই যেকোনো রকম ঝুঁকি বা বিপদ এড়াতে সত্বর এই নতুন নিয়ম গুলো জেনে নেওয়া দরকার। আসুন, জেনে নিই কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হল।

LPG gas to Bank rules change from 1st August

রান্নার গ্যাসের দাম পরিবর্তন

প্রতিটি গৃহস্থালির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাস। প্রত্যেক মাসের প্রথম তারিখ থেকেই LPG গ্যাসের দামে পরিবর্তন হতে দেখা যায়। বিগত দু’মাসে গ্যাসের দাম কিছুটা কমেছিল, এবং আশা করা হচ্ছে যে আগস্ট মাসেও এই প্রবণতা অব্যাহত থাকবে, ফলে গ্যাসের দাম আরও কিছুটা কমতে পারে।

HDFC Bank Credit Card এর নতুন নিয়ম

১ আগস্ট থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন আসছে। ক্রেড, ফ্রিচার্জ, পেটিএমের মতো থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১% চার্জ দিতে হবে। যদি আপনার কাছে এই কার্ড থাকে, তাহলে এই পরিবর্তনের বিষয়ে অবগত থাকা জরুরি।

গুগল ম্যাপের (Google Map) নতুন নিয়ম

গুগল তাদের সার্ভিস চার্জ ৭০% কমানোর ঘোষণা করেছে যা আগস্ট মাস থেকে কার্যকর হবে। এখন ডলারের বদলে রুপিতে চার্জ মেটানো যাবে। তবে সাধারণ ব্যবহারকারীদের থেকে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না, তাই তাঁদের পকেটে কোনও বাড়তি চাপ পড়বে না।

ইউটিলিটি ট্রান্সসেকশনের নতুন নিয়মঃ
আগামী মাস থেকে ইউটিলিটি ট্রান্সসেকশনের নিয়মেও পরিবর্তন আসছে। ৫০,০০০ টাকার বেশি ইউটিলিটি লেনদেন এবং ১৫,০০০ টাকার বেশি জ্বালানি লেনদেনের ক্ষেত্রে ১% চার্জ ধরা হবে। এছাড়াও, রিওয়ার্ড পয়েন্ট ভাঙানোর জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে। যদি কেউ এই চার্জ এড়াতে চান, তাহলে ১ আগস্টের আগে রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে নিতে হবে।

আরও পড়ুন, বলিউড সিনেমায় এবার সৃজিত মুখোপাধ্যায়ের শার্লক হোমস এর চরিত্রে কে কে মেনন। ওয়াটসন চরিত্রে কে?

সরকারি ছুটির তালিকা

আগস্ট মাসে ব্যাঙ্ক কর্মীরা প্রায় ১৩ দিনের মতো ছুটি পাবেন। স্বাধীনতা দিবস, ১৯ আগস্ট এবং ২৬ আগস্ট সহ বেশ কয়েকটি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, প্রায় অর্ধেক মাস ব্যাঙ্ক কর্মীরা ছুটি পাবেন।
নতুন মাসে এই নিয়মগুলি কার্যকর হবে, তাই এই বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment